H.News

H.News Name of the Society: Hindu Heritage Foundation / Bangladesh National Hindu Forum Central Committee.

29/06/2025

মুরাদনগরে দরজা ভেঙ্গে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

27/06/2025

দেশে চলমান মব জাস্টিসের নামে মব সন্ত্রাস এবং খিলক্ষেত শ্রীশ্রীদুর্গা মন্দির প্রশাসনের বুলডোজার দিয়ে বিধ্বস্তসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু আসম্প্রদায়ের উপর নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ, অবস্থান কর্মসূচি এবং মন্দিরে কালো পতাকা উত্তোলন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আমাদের তিল তিল করা তৈরি করার এই মন্দরি,এটাই হচ্ছে অসম্প্রদিক বাংলাদেশ মন্দির ভেঙে ফেলে হিন্দুদের নির্যাতন করে,,, এর আশে ...
26/06/2025

আমাদের তিল তিল করা তৈরি করার এই মন্দরি,
এটাই হচ্ছে অসম্প্রদিক বাংলাদেশ মন্দির ভেঙে ফেলে হিন্দুদের নির্যাতন করে,,,
এর আশে পাশে সরকারি জায়গা দখল করে অন্য ধর্মের উপাসনালয় তৈরি করেছে সে গুলো ভাঙ্গার মুরত নেই এই হিজলা সরকারে,,
হিন্দু হলে দমন করতে হবে এই সরকারে খিলক্ষেত শ্রী শ্রী দূর্গা মন্দির উচ্ছেদ করতেছে।
জগন্নাথ দেবের রথ যাত্রার আগেই মন্দির ভাঙচুর।

26/06/2025

বুলডোজার দিয়ে মন্দির ভাংলো সরকার
বিশ্বাস করবেন কি জানি না বাংলাদেশ প্রশাসন কর্তৃক প্রতিমা ভাং*চুর এটা কি ধর্মীয় অবমাননা নয়? যেখানে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে তখন আর কিছুই বলা থাকে না😶
স্থান:খিলক্ষেত,ঢাকা,বাংলাদেশ!

I don’t know if you will believe it, but the idol was destroyed by the Bangladeshi authorities themselves. Is this not a blatant act of religious desecration? When the protectors turn into the destroyers, what more is left to say... 😶
Location: Khilket,Dhaka, Bangladesh.


হাত জোর করা জিতু দাদা কে দেখলে বুঝা যায় কত অসহায়।সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে...
11/04/2025

হাত জোর করা জিতু দাদা কে দেখলে বুঝা যায় কত অসহায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা একজন মানবাধিকার কর্মী আমাদের সহযোদ্ধা চট্টগ্রামের সীতাকুণ্ডের জিতু কর্মকারের উপরে নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে অতিদ্রুত বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। আমরা নিজেরাও বিষয়টার বিস্তারিত জানার চেস্টা করতেছি। সীতাকুন্ডের কেউ থাকলে দ্রুত জানাবেন আমাদের।
বাংলাদেশে জন্মগ্রহণ করার আমাদের অপোরাধ মনে হয়,

ইনি সুনীতা উইলিয়ামস! ভারতীয় বংশোদ্ভূত (গুজরাট) মার্কিন নভোশ্চর। দীর্ঘ সাড়ে নয় মাস মহাকাশে থেকে গবেষণা চালিয়ে আজ সফল ...
21/03/2025

ইনি সুনীতা উইলিয়ামস! ভারতীয় বংশোদ্ভূত (গুজরাট) মার্কিন নভোশ্চর। দীর্ঘ সাড়ে নয় মাস মহাকাশে থেকে গবেষণা চালিয়ে আজ সফল ভাবে পৃথিবীতে অবতরণ করেছেন! যারা দু-পাতা বিজ্ঞান পড়ে নিজেদের বিরাট নাস্তিক মনে করেন, ঈশ্বরের অস্তিত্বের প্রশ্ন তোলেন, নিজেদের বিশাল বড়ো বিজ্ঞানী ভেবে ফেলেন, এই ছবিটা তাদের জন্য!

22/02/2025

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদীবাড়ী এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় ভরত চন্দ্র রায় (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার দুই হাত প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তাকে হত্যা করে অথবা হাত বেঁধে রেললাইনে ফেলে রাখা হয়েছিল।।
#হিন্দুনিউজ

#ব্রেকিং_নিউজ

21/02/2025

শুধু ধর্মীয় পরিচয় হিন্দু নিশ্চিত হওয়ার কারনে বাসে ডাকাতেরা হিন্দু মহিলাকে ধর্ষন করে।
নিউজ: BBC BANGLA
দেশের আর কোন নিউজে এই ঘটনা আসে নি। কারন মিডিয়া নিয়ন্ত্রণ করছে সরকার।

#হিন্দুনিউজ

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী আদরনীয় যশস্বী শ্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের দিপাক্ষীয় বৈঠকে আমে...
14/02/2025

আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী আদরনীয় যশস্বী শ্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের দিপাক্ষীয় বৈঠকে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বাংলাদেশী আমেরিকান হিন্দুদের সম্মীলীত সনাতনী জাগরন জোটের মুখপাত্র শ্রী চিন্ময়কৃষ্ণদাস ব্রম্মচারীর মিথ্যা মামলা মুক্তির দাবীতে মানববন্ধন।

অসংখ্য ধন্যবাদ আমেরিকার সনাতনীদের যারা প্রবাসে থাকলেও সেখানের নাগরিকত্ব পেলেও এই পবিত্র মাতৃভূমি বাংলাদেশের হিন্দুদের দুঃখ দুর্দশা ও কষ্টে সমব্যথী।

যান্ত্রিক ও কর্মব্যস্থ জীবনে যারা ব্যক্তি জীবনে আমোদ ফুর্তির বাইরে আমেরিকার বিভিন্ন প্রদেশ হতে শুধুমাত্র জাতীগত টানে ওয়াশিংটনে সমবেত হয়েছেন তাদের জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল হতে ভালোবাসা।
H.News

ময়মনসিংহের হালুয়াঘাটে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে উগ্র মৌলবাদীরা গোষ্ঠী। ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে কালী প...
14/02/2025

ময়মনসিংহের হালুয়াঘাটে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে উগ্র মৌলবাদীরা গোষ্ঠী।

ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণ কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা তিনটি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when H.News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share