সুনানু প্রদ্যুৎ জুম্মো

সুনানু প্রদ্যুৎ জুম্মো এই পেইজও অলদে মিজেল্লে বাহ।ইয়ত তুমি ব?

এসো সাধুবাদ দিয়ে পূণ্য সঞ্চয় করি কয়েক বস্তা🤣🤣🤣🤣🤣
16/08/2025

এসো সাধুবাদ দিয়ে পূণ্য সঞ্চয় করি কয়েক বস্তা
🤣🤣🤣🤣🤣

03/08/2025

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে চেহারার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো প্রজ্ঞা, বিশ্বস্ততা, স্থিতিশীলতা এবং মানসিক শান্তি।

আদিবাসীদের জাতির গর্ব বাঙালী দ্বারা গর্ভবতী।  শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব 🪔তাই স্টার বনে গেলে আত্মহারা হয়ে এত্তোএত্তো...
28/07/2025

আদিবাসীদের জাতির গর্ব বাঙালী দ্বারা গর্ভবতী। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব 🪔
তাই স্টার বনে গেলে আত্মহারা হয়ে এত্তোএত্তো অভিনন্দন জানানোর আগে একটু ভেবে নিবেন😄😄😄

 #অহংকার-পতনের-মূলরানু মন্ডল ও ভুবন বাদ্যকরের গল্পএকজন ছিলেন স্টেশনের পথবাসী, আরেকজন ছিলেন ভাঙারির ব্যবসায়ী। ভাগ্যের চা...
24/07/2025

#অহংকার-পতনের-মূল
রানু মন্ডল ও ভুবন বাদ্যকরের গল্প

একজন ছিলেন স্টেশনের পথবাসী, আরেকজন ছিলেন ভাঙারির ব্যবসায়ী। ভাগ্যের চাকা ঘুরে তাদের জীবনে আলো এসেছিল, কিন্তু অহংকারের অন্ধকারে সেই আলো ম্লান হয়ে গেল।

রানু মন্ডল, একসময় স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। কেবল একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই তার ভাগ্য বদলে যায়। তিনি বলিউডে গান করার সুযোগ পান, নামী শিল্পীদের সঙ্গে কাজ করেন। কিন্তু হঠাৎ করেই তার আচরণ বদলে যায়। বিনয়ের জায়গায় আসে অহংকার, সাধারণ ভাষার বদলে কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা, মানুষকে অবজ্ঞা করা—এসব দেখে তার ভক্তরাই ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে দেয়। যে সুযোগগুলো তার দরজায় কড়া নেড়েছিল, সেগুলো একে একে হারিয়ে যায়। আবারও তিনি ফিরে যান সেই অন্ধকার জীবনে, যেখানে ছিল একাকিত্ব ও হতাশা।

অন্যদিকে, ভুবন বাদ্যকর ছিলেন এক সাধারণ বাদাম বিক্রেতা। তার "কাঁচা বাদাম" গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার গান শুনতে দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে। কিন্তু সাফল্যের স্বাদ পাওয়ার পর তিনিও বদলে গেলেন। এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, "আপনি কি আবার বাদাম বিক্রি করবেন?" তিনি দৃঢ়ভাবে উত্তর দেন, "আমি এখন ভাইরাল, বাদাম বিক্রি করলে মানাবে না!" তার কথায় আত্মগরিমার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ফলাফল? মানুষের আগ্রহ কমতে শুরু করে, নতুন তারকাদের ভিড়ে তিনিও হারিয়ে যান।

এই দুই চরিত্রের গল্প আমাদের শেখায়—জীবনে সাফল্য যেমন আকস্মিকভাবে আসতে পারে, তেমনি অহংকার করলে সেই সাফল্য এক নিমেষে হারিয়েও যেতে পারে। বিনয়ই মানুষকে বড় করে, আর অহংকারই মানুষের পতনের মূল কারণ। রানু মন্ডল ও ভুবন বাদ্যকরের গল্প সেটাই আবারও প্রমাণ করল!
#অহংকার_পতনের_মূল

ভারতবিরোধী যারা তারা এবার কি করবে, ভারতবিরোধী স্লোগান দেবে?
22/07/2025

ভারতবিরোধী যারা তারা এবার কি করবে, ভারতবিরোধী স্লোগান দেবে?

মেহরিন চৌধুরী! তিনি একজন শিক্ষিকা। দুর্ঘটনার সময় ক্লাসরুমে থাকা ২০+ বাচ্চাকে আগুন থেকে বের করেছেন। তারপর ভেতরে আটকা পড়েছ...
21/07/2025

মেহরিন চৌধুরী! তিনি একজন শিক্ষিকা। দুর্ঘটনার সময় ক্লাসরুমে থাকা ২০+ বাচ্চাকে আগুন থেকে বের করেছেন। তারপর ভেতরে আটকা পড়েছেন। এবং নিজের শরীর ৮০ পার-সেন্টের বেশী পুড়ে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা গিয়েছেন হসপিটালে।

আমরা নামটা মনে রাখি। আমাদের বাচ্চারা যেন নামটা মনে রাখে। আমাদের স্কুলগুলোর পাঠ্যবইগুলো যেন 'মেহরিন চৌধুরী'কে স্মরণ করে বৎসরে অন্তত একবার। কত আটপৌরে সুপারওম্যান সব আমাদের পাশ কেটে হেঁটে যায়, ভীড়ে মিশে যায়, চোখ এড়িয়ে যায় রোজ।

প্রার্থনা রইল মা, আপনি স্বর্গবাসী হোন।

এ শুঘোর উন খাগড়াছড়ি এলে কচু বল্যা লোই আধার দো এক্কা।শুঘোর উনোরে দেগিলে মাধা গরম অহয়😡😡😡
21/07/2025

এ শুঘোর উন খাগড়াছড়ি এলে কচু বল্যা লোই আধার দো এক্কা।শুঘোর উনোরে দেগিলে মাধা গরম অহয়😡😡😡

Tracydancer মেধার সাথে বয়সের কোন তুলনা নেই।এইটুকু বয়সে তার মেধা দিয়ে সে আজ এতবড় একটা মঞ্চে Sony Entertainment Televisio...
20/07/2025

Tracydancer মেধার সাথে বয়সের কোন তুলনা নেই।এইটুকু বয়সে তার মেধা দিয়ে সে আজ এতবড় একটা মঞ্চে Sony Entertainment Television আয়োজিত Super dancer chapter 5 এ প্রতিনিধিত্ব করছে।আমাদের সকলের উচিৎ তার পাশে থেকে তাকে সাপোর্ট করা।
Trachy চাকমা আট বছর‌ বয়সে পৃথিবীর সমগ্র মানব সমাজে পরিচিতি লাভ করেছে ।
তেমনি চাকমাদের ও সুনাম অর্জন করে দিয়েছেন‌ চাকমার ঘরে তার জন্ম।
আসুন পৃথিবীর সমগ্র চাকমারা Trachy চাকমাকে ভোট দিয়ে সাপোর্ট করি।

সন্তানকে বিনয়ী হওয়ার শিক্ষা দিন
20/07/2025

সন্তানকে বিনয়ী হওয়ার শিক্ষা দিন

16/07/2025

কখনো কারো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করো না।কারণ কৃতজ্ঞতা প্রকাশে ব্যক্তিকে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করে তোলে।

আপনার বাচ্চাকে পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দিবেন না।অতিরিক্ত চাপ বাচ্চাদের সুস্থ মস্তিষ্ককে ধ্বংস করে দেয়।
11/07/2025

আপনার বাচ্চাকে পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দিবেন না।অতিরিক্ত চাপ বাচ্চাদের সুস্থ মস্তিষ্ককে ধ্বংস করে দেয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনানু প্রদ্যুৎ জুম্মো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুনানু প্রদ্যুৎ জুম্মো:

Share