অরুণ

অরুণ সাহিত্যের ছোট কাগজ

03/08/2023

আমরা অরুণ করতাম। মাত্র চারটি সংখ্যা করেছিলাম। অরুণ কলেবরে ছোট হলেও লেখা ও শিল্পের মানে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছিলাম তা আমাদের পত্রিকা যারা দেখেছেন তারা বলতে পারবেন। এবং এমন এমন লেখকদের লেখা আমরা সবার সামনে নিয়ে এসেছিলাম যাঁদের লেখা বড় বড় ম্যাগাজিনগুলোও পেতো না।

এরপরও আমরা হুট করে বন্ধ করে দিই অরুণ। আজ প্রায় আঠারো মাসের মত হবে অরুণ প্রকাশ হচ্ছে না। আঠারো মাসের কোন সপ্তাহই বাদ নেই যে কেউ জিজ্ঞেস করেনি— অরুণ কবে ফিরছে? এবং হুট করে অরুণ বন্ধ করে রাখলেন কেন?

এর ছোট্ট করে একটা জবাব দিই। অরুণের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান করি আমরা, যথেষ্ট জমকালো আয়োজনে। সেখান থেকে আমরা যেকোন কারণে যেকোনো কারোর ব্যক্তিগত একটি দ্বন্দের মধ্যে পড়ে যাই। যার ফলে অরুণ প্রতিষ্ঠা বার্ষিকী করে লাভবান হবার কথা যেখানে সেখানে প্রায় অর্ধলক্ষ টাকার একটি টানাপোড়েনে পড়ে যায়। তবুও আমরা ঘাবড়ে যাইনি৷ খুব অল্প সময়ে সে ঋণ কাটিয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু আরো পারিপার্শ্বিক কিছু কারণ ও লোকবলের পাইরেসির কবলে আমরা বারবার ফিরতে চেয়েও ফিরতে পারিনি। মোটামুটি পাঠকের বড় সাড়া থাকলেও তরুণ লেখকদের প্রতি বিশাল একটা অনাস্থা জন্মায় অরুণ পরিবারের।

একটি সরল স্বীকারোক্তি: অরুণ অর্থের জন্য আটকে পড়েনি। কেননা যে অরুণের এক পয়সা ইনকাম ছিলো না সে অরুণ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণে পড়ে তখন আমরা খুব সহজেই উঠে আসতে পেরেছিলাম কারো ধর্ণা দেয়া ছাড়াও, আলহামদুলিল্লাহ। এখনো অরুণ বিভিন্ন লাইব্রেরি ও ব্যক্তির কাছে বিশ হাজারের উপরে টাকা পাওনা আছে। আমরা সেসবের জন্য একবারও কাউকে নক করিনি। দেনার সকল ডকুমেন্টস আছে যদিও

তবে অরুণ আটকে পড়েছে আমাদের চিন্তার কারণে, অনাস্থার কারণে। আমরা নবীন লেখকদের এত চমৎকার ও সৃজনশীল প্লাটফর্ম দিয়ে, এত ভালো আচরণ দিয়েও তাদের পাইরেসির কবলে পড়েছি। তারা একটি সৃজনশীল ম্যাগাজিনকে ব্যক্তি দিয়ে বিচার করতে গিয়ে নানান ধরণের বিরোধিতা করেছিল। যারজন্যি আমরা এমন লেখকদের নিয়ে নতুন সংখ্যার আয়োজন করে আবার ভর্তুকি দিতে এগিয়ে আসিনি। বরং তাদেরকে ই-ম্যাগাজিন আয়োজন করে সন্তুষ্ট থাকতে পথ ছেড়েছি।

*
অরুণ ফিরবে। অরুণের ফেইসে আমরা নতুন কিছু লোক আনবো, ইন শা আল্লাহ। তরুণ অথচ শক্তিশালী এমনকিছু মেধা ও প্রতিভা দিয়ে আমরা অরুণকে ফিরিয়ে আনবো। এবং প্রথম পর্যায়ে আমরা অরুণকে ব্যবসাফল পত্রিকা হিসেবে দেখতে না চাইলেও এবার পুরোপুরি ব্যবসায়িক পদ্ধতিতে অরুণকে নিয়ে আসবো, ইন শা আল্লাহ।

আমরা খুব শীঘ্রই অরুণের পরিচালনা ও সম্পাদনা পর্ষদে বড় একটি তালিকা নিয়ে হাজির হবো। তারপর কারা অরুণের সাথে থাকবে, কারা অরুণকে এগিয়ে নিতে সঙ্গ দিবে সেই হিসেব করেও একটি লিডার বোর্ড তৈরি করবো। তারপরই ইন শা আল্লাহ অরুণ আবার নিয়মিত হবে।

অরুণের পরিচালনা পর্ষদে একদমই তরুণ অথচ শক্তিশালী ও দৃঢ়-প্রত্যয়ী কিছু প্রতিভাবানের দেখা পাবার জন্য অপেক্ষা করতে পারেন। জাযাকুমুল্লাহ

—ওমর আল হুসাইন
সম্পাদক, অরুণ

Address


Alerts

Be the first to know and let us send you an email when অরুণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অরুণ:

  • Want your business to be the top-listed Media Company?

Share