Zaker Media - জাকের মিডিয়া

Zaker Media - জাকের মিডিয়া ন্যায় ও সত্যের পথে Zaker Media।

৯ই মুহররমের দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয়।সেই আশুরার রাত্রিতে কেহই আহার গ্রহণ করিলেন না। আসন্ন যুদ্ধের পরিণতি হিস...
05/07/2025

৯ই মুহররমের দিবাগত রাত্রিকে আশুরার রাত্রি বলা হয়।

সেই আশুরার রাত্রিতে কেহই আহার গ্রহণ করিলেন না। আসন্ন যুদ্ধের পরিণতি হিসেবে সকলেরই মৃত্যু অবধারিত; তাই সকলেই কলেমা শাহাদাত পাঠ করিতে লাগিলেন।

এই রাত্রিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ছাহেব হযরত নবী করীম (সাঃ) কে স্বপ্নে দেখিলেন। তদীয় পবিত্র চেহারা মোবারক বিশুষ্ক ও শোক মলিন। তদীয় হস্ত মোবারকে একটি বোতল। বোতলে লাল রং এর জলীয় পদার্থ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) জানিতে চাহিলেন, উক্ত বোতলে কি আছে? হযরত রাসূলে করীম (সাঃ) ফরমাইলেন, “এইমাত্র আমি কারবালা হইতে হযরত ইমাম হোসেন (রাঃ) এর মর্মান্তিক শাহাদাত বরণ দেখিয়া আসিলাম। এই বোতলে তাহারই পবিত্র রক্ত রক্ষিত আছে।

পরদিন অর্থাৎ ১০-ই মুহাররম ভোর বেলায় ইমাম ছাহেব শিবিরের সকলের সহিত মিলিত হইলেন। বলিলেন, এজিদ বাহিনী শুধু আমাকেই চায়। তোমাদের তাহারা বিনা কারণে বধ করিবে না। সুতরাং তোমরা আমাকে ত্যাগ করিয়া নিজ নিজ গন্তব্য স্থানে যাও। প্রাণ রক্ষা কর। ইমাম হোসেন (রাঃ) ছাহেবের এই প্রস্তাবে সকলেই বিলাপ করিয়া উঠিলেন। বলিলেন, ইমাম (রাঃ) ছাহেবকে একা রাখিয়া প্রাণ থাকিতে তাহারা কোথাও যাইবেন না। ইমাম ছাহেব প্রতি উত্তরে বলিলেন, "ভাই ও বন্ধুগণ! তোমাদের এই আত্মত্যাগ যেন আল্লাহতায়ালা কবুল করেন ও তোমাদের যেন পুরষ্কৃত করেন। অতঃপর ইমাম হোসেন (রাঃ) ছাহেব সকলকে যুদ্ধ সাজ পরিতে বলিলেন। নিজেও যুদ্ধ সাজ পরিলেন। অতঃপর ইমাম হোসেন (রাঃ) ছাহেব ব্যূহ রচনা করিলেন। সেই ব্যূহতে মাত্র ৪০ জন অশ্বারোহী ও ৩৪ জন পদাতিকের একটি ক্ষুদ্র দল, তাহাদের কেহ বা গোলাম, কেহবা গৃহ ভৃত্য; কেহবা উষ্ট্রের রাখাল বা সহিস যোদ্ধা। তাহাদেরকে ডাইনে ও বামে রাখিয়া তিনি নিজের জন্য মাঝখানে স্থান নির্বাচন করিলেন। অতঃপর অশ্ব ছাড়িয়া একটি উষ্ট্রীর পিঠে সওয়ার হইয়া যুদ্ধ বিরতির শেষ চেষ্টা করিতে শত্রু বাহিনীর সম্মুখে হাযির হইলেন। ইমাম হোসেন (রাঃ) ছাহেব তাহাদের উদ্দেশ্যে বলিলেন-“হে নবী (সাঃ) এর উম্মতগণ! তোমরা যাহারা জান এবং জান না, তোমাদের সকলের উদ্দেশ্যে বলিতেছিঃ আমি হযরত রাসূলে করীম (কঃ) এর নাতি, বীর শ্রেষ্ঠ হযরত আলী (কঃ) এবং জগত মাতা হযরত ফাতেমা (রাঃ) এর পুত্র। আমি সেই হোসেন

যাহার সম্বন্ধে হযরত রাসূলে করীম (সাঃ) বলিয়াছেন, আমি বেহেশতের যুবকগণের সর্দার হইব এবং আমার বেহেশতে দাখিল আল্লাহতায়ালা কর্তৃক অংগীকারকৃত। আমি জীবনে কখনও শরীয়তের বিধি নিষেধ লংঘন করি নাই। তোমরা কি সেই হোসেনকে আজ বধ করিতে আসিয়াছ? তোমাদের কি হইয়াছে যে, তোমরা প্রিয় পয়গম্বরের প্রিয় নাতিকে বধ করিতে চাও? তোমাদের মনে কি আল্লাহ ভীতি নাই?

রাসূলে করীম (সাঃ) এর প্রতি মহব্বত নাই? আমিতো কাহারও কোনো প্রকার ঋণ অপরিশোধিত রাখি নাই। কাহারও ক্ষতি করি নাই। তাহা হইলে তোমরা কেন আমার হত্যাকে হালাল মনে কর। আমিতো দুনিয়ার বাদশাহী ত্যাগ করিয়া মদীনায় আল্লাহতায়ালার ধ্যানে মগ্ন ছিলাম। শত্রুর অত্যাচারে মদীনা ছাড়িয়া মক্কায় আল্লাহর ঘরে আশ্রয় নিলাম। অতঃপর তোমরা কুফা বাসীদের আমন্ত্রণেই আমি কুফায় আসিয়াছি। তোমরাতো হাজার হাজার লোক আমার নিকট বায়াত হইবার জন্য প্রতিজ্ঞা করিয়াছিলে। তোমরা শুধু বিশ্বাসই ভংগ কর নাই; উপরন্তু আমাকে হত্যা করিতে আসিয়াছ। আজ আমি তোমাদিগকে সেই কথাই বলিব, যাহা বলিয়া হযরত মুসা (আঃ) ফেরাউনকে আহ্বান করিয়াছিলেন। জগত স্রষ্টা আল্লাহতায়ালার নিকট আমার ও তোমাদের জন্য করুণা ও রহমত ভিক্ষা চাহিতেছি। যদি তোমরা আমাকে সহায়তা করিতে না পার, অন্ততঃ তোমরা আমাকে হত্যা করিও না। আমাকে পথ ছাড়িয়া দাও আমি মক্কা অথবা মদীনায় ফিরিয়া যাই।”
(নসিহত)

জাকের পার্টি তার জন্মলগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক জোটে কখনোই অন্তর্ভুক্ত হয়নি।Dr. Saim Amir ...
19/06/2025

জাকের পার্টি তার জন্মলগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক জোটে কখনোই অন্তর্ভুক্ত হয়নি।

Dr. Saim Amir Faisal Sami Saim Amir Faisal Sami Ekhon TV NEWS24 Nagorik TV Nagorik TV News

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্যারের সাড়া জাগানো ১০টি বক্তব্য ।১) 'ক্ষমতার চেয়ে বড় কথা হলো জাতির ...
17/06/2025

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল স্যারের সাড়া জাগানো ১০টি বক্তব্য ।

১) 'ক্ষমতার চেয়ে বড় কথা হলো জাতির কল্যান সাধন।

২) অন্যান্ন দলের রাজনীতি যেরকম আমাদের রাজনীতি সেরকম নয়, অন্য দলের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া, দেশের অর্থ আত্মসাৎ করা। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া, নিজেদের সার্থ বিসর্জন দিয়ে একটি বিশাল জনশক্তি আলোকিত জনশক্তি তৈরি করে তাদেরকে ঐক্যবদ্ধ করে দেশবাসীর খেদমতে নিয়জিত করা।

৩) বাংলার স্বাধীনতা রক্ষার পাশাপাশি মুসলিম জাহানের মুক্তির জন্য, বিশেষকরে ফিলিস্তিনের ভাইবোনদের বাঁচানোর জন্য বাংলার মানুষ বুকের তাজারক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তত হয়ে আছে।

৪) ইসলামী বিশ্বব্যাংক গঠন করতে হবে, মুসলমানদের স্বার্থ সংরক্ষনের জন্য OIC কে জাতিসংঘের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বের ৫৭ টি মুসলিম দেশ নিয়ে সামরিক জোট গঠন করতে হবে।

৫) আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, যেখানে সবাই বাঁচবে সবাই হাসবে এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

৬) রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে – ১% মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না। এদেশের সবাই ধনী হোক এটা আমি চাই, কিন্তু যেই পথে এগোচ্ছে, সেই পথে ভবিষ্যৎ যে অন্ধকার, তাতে কোন সন্দেহ নাই।

৭) আমাদেরকে মানবিক মূল্যবোধের প্রতি নজর রাখতে হবে,এবং ধর্মের নাম করে যদি অধর্মের পদচারণা হয় তবে তা নির্মুল করতে হবে!"

৮) ঐক্যবদ্ধ না হলে
নিজেদের অস্তিত্ব টিকানো যাবে না।।

৯) 'প্রয়োজনে ঢাকা শহরে জনসমুদ্র করা হবে। আমার টাকা লাগেনা,আমার লোকজন আমাকে ভালোবাসে,তারা ভালোবেসে আমার ডাকে চলে আসবে।
জাকের পার্টি গরিব-দুঃখি মেহনতী মানুষের পার্টি,যদি পর্যাপ্ত পয়সা থাকতো তবে এতো লোক জরো হতো যে ঢাকা শহরে মানুষ যায়গা দেয়া যেতোনা!"

১০) পয়গম্বরদের অনুসারী হয়েছে গরীব লোক, অলীআল্লাহদের অনুসারী হয়েছে গরীব মানুষ, জান্নাতের মধ্যে মেরাজের রজনিতে রাসূল পাক (সঃ) বেশিরভাগ গরীব লোক দেখেছেন।

কারন, গরীব মানুষের পেটে ক্ষুদা থাকে, মন নরম থাকে, সরল থাকে, জটিলতা কম থাকে এবং সেজন্য গরীব মানুষ প্রতারিত হয় বেশি।
এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলোএকটি সোনার দেশ হিসেবে দেশকে গড়ে তুলার জন্য, এদেশে থাকবেনা কোন ক্ষুদা দারিদ্র্য থাকবেনা বঞ্চনা থাকবেনা অত্যাচার থাকবেনা রক্তপাত নিরাপত্তার মধ্যে সবাই ঘুমাবে। সবাই শান্তিতে থাকবে, প্রাচুর্য ভরপুর থাকবে আমার সোনার বাংলা আবার সোনার বাংলার মতো হাসবে।

#টেইকব্যাকবাংলাদেশ #জাকের_পার্টি #জাকের_পার্টির_চেয়ারম্যান #বিশ্ব_জাকের_মঞ্জিল #রাজনীতি #ইরান #ইজরাইল #ইরান_নিউজ #ইরান_খবর

Happy Father's Day, Sir 🌹
15/06/2025

Happy Father's Day, Sir 🌹

হজ: মাওলানা রুমির ভাবনায়মাওলানা রুমি হজ নিয়ে অনেক গভীর ও অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি বাহ্যিক হজকে অস্বীকা...
14/06/2025

হজ: মাওলানা রুমির ভাবনায়

মাওলানা রুমি হজ নিয়ে অনেক গভীর ও অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি বাহ্যিক হজকে অস্বীকার করেন না, বরং এটিকে এক স্তর হিসেবে মেনে নিয়ে মানুষের দৃষ্টি ফেরাতে চান হৃদয়ের অন্তরাত্মার দিকে—যেখানে প্রকৃত “হজ” ঘটে।

রুমি এক জায়গায় বলেন:

“হাজারবার মক্কায় যাওয়ার চেয়ে ভালো, একবার নিজের হৃদয়ে যাও। কারণ কাবা হলো ইব্রাহিমের তৈরি, আর হৃদয় হলো প্রভুর আবাস।”

মূল ফারসি কবিতায় তিনি লেখেন:

کعبہ بہرِ خلیل است و دل بہرِ جلیل
“The Kaaba is built for Khalil (Ibrahim), but the heart is the house of Jalil (the Majestic One – God).”

রুমি এও বলেন:

“তুমি কাবা ঘুরে ঘুরে এসেছো—কিন্তু নিজের আত্মাকে কি একবারও ঘুরে দেখেছো?”

যারা হজে যেতে চাইতেন, রুমি তাদের উদ্দেশ্যে বলতেন:
1. “তুমি যদি হজে যাও, তবে একসাথে অন্তরের হজও করো।”
বাহ্যিক হজ তোমাকে শরীর দিয়ে নিয়ে যায় মক্কায়, কিন্তু অন্তরের হজ তোমাকে নিয়ে যায় আল্লাহর কাছে।
2. “হজে যাওয়ার আগে আত্মাকে পবিত্র করো, নয়তো শুধু শরীর যাবে, আত্মা পড়ে থাকবে কামনার মরুভূমিতে।”
3. “কাবা তো বাইরের ঘর, কিন্তু আল্লাহ তো হৃদয়ের ভেতরে।”
4. “হজের প্রতিটি আনুষ্ঠানিকতার পেছনে আছে এক আত্মিক ইঙ্গিত—তুমি কেবল ছুরি চালিও না; ইসমাইলকেও চেনো, কেবল শয়তানকে পাথর ছুঁড়ো না, নিজের ভেতরের অহঙ্কারকেও লক্ষ্য করো।”

রুমি হজকে শুধু শরীরের সফর হিসেবে না দেখে হৃদয়ের বিপ্লব হিসেবে দেখতেন। তাঁর বার্তা ছিল—
“তুমি যদি মক্কায় যাও, তবে নিজেকে সঙ্গী করো; যদি কাবা ঘুরো, তবে হৃদয়ের কাবাও চিনো।”

আমার নেতা আমার অহংকার ♥️🌹 বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক স্যার ড.সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ♥️♥️
12/06/2025

আমার নেতা আমার অহংকার ♥️🌹

বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক স্যার ড.সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ♥️♥️

লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত। লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশ্...
07/06/2025

লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত।
লক্ষ লক্ষ নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি পাক দরবার শরীফে জাকের পার্টির ঈদ উল আযহার মহা জামাত অনুষ্ঠিত হলো।

জাকের পার্টির সংগ্রামী ছাত্র নেতা মিজান ভাইয়ের জেল মুক্তি পান আজ।মিজান ভাইকে শুভেচ্ছা জানান -জনাব, শামীম হায়দার, মহাসচিব...
28/05/2025

জাকের পার্টির সংগ্রামী ছাত্র নেতা মিজান ভাইয়ের জেল মুক্তি পান আজ।
মিজান ভাইকে শুভেচ্ছা জানান -জনাব, শামীম হায়দার, মহাসচিব জাকের পার্টি।
জনতো মুরাদ হোসেন জামাল, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি।
জনাব, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট।

শোক সংবাদ!জাকের পার্টি কৃষক ফ্রন্টের  যুগ্ম সাধারন সম্পাদক  এস এম মফিজ উদ্দিন ( মফিজ ভাই)  আজ রাত ৯ টায় উত্তরা আজমপুর সড়...
27/05/2025

শোক সংবাদ!
জাকের পার্টি কৃষক ফ্রন্টের যুগ্ম সাধারন সম্পাদক এস এম মফিজ উদ্দিন ( মফিজ ভাই) আজ রাত ৯ টায় উত্তরা আজমপুর সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আল্লাহ তায়ালা প্রিয় ভাই কে জান্নাত বাসি করুন ,অত্যান্ত ভালো মনের এক জন মানুষ ছিলেন ,পরিবার বর্গ সবাই কে ধৈর্য ধারন করার তৌফিক দান করুণ আমিন।

25/05/2025

প্রাণ ভরিয়া দুরুদ পড়ো নবী মোস্তফার

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801894893120

Alerts

Be the first to know and let us send you an email when Zaker Media - জাকের মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zaker Media - জাকের মিডিয়া:

Share