মোঃ জাফিরুল ইসলাম

মোঃ জাফিরুল ইসলাম Every life is wonderful. If you can make it by yourself. please enjoy yourself & Keep connected ever You need to know more & more regarding yourself.

Always ask you which you want for your happiness.

31/03/2024

"রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা" 🤲

12/08/2023

My Campus - Rainy Day!

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/08/2023

I have reached 600 followers!

Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

09/06/2023

শহরজুড়ে আল্লাহ রহমত ঝরে পড়ছে 🌧️ আলহামদুলিল্লাহ।

08/06/2023

Relive the thrilling moments, outstanding performances, and unforgettable memories from our recently concluded successful tournament! 🌟🎉

We are thrilled to share the highlights video, showcasing the incredible cricketing action, team spirit, and the camaraderie that made our tournament an absolute success! Don't miss this chance to experience the excitement once again! 📽️🔥

02/06/2023

🌟🏆 Celebrating the Triumphant Victory of Team Resonance! Congratulations! 🏆🌟

A moment of glory has arrived as we raise our hats to the incredible achievement of Team Resonance, who have emerged as the champions of the Sir Badiuzzaman Cricket Tournament! 🎉🎉

🌟🎉 With an exceptional display of skill, teamwork, and determination, Team Resonance outshined their opponents and secured a remarkable 19-run victory against the valiant Campus Commandos (1). Their unwavering spirit and passion for the game truly set them apart! 🏏🔥

🌟👏 Let's applaud both teams for their exceptional performance throughout the tournament. The final match was a testament to their unwavering dedication, talent, and love for the game. Well done to Campus Commandos (1) for their commendable efforts and sportsmanship! 👏🌟

01/06/2023

বাংলাদেশে এপার্টমেন্ট কেনা একটা জঘন্য রকমের ইনভেস্টমেন্ট।
এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে এসেটের দামের তুলনায় ভাড়া হাস্যকর রকমের কম!

ছোট একটা উদাহরণ দেই। ধরেন আপনি উত্তরায় ২০০০ স্কয়ার ফিটের একটা এপার্টমেন্ট কিনলেন, দাম নিল দুই কোটি টাকা। এই বাসার ভাড়া হবে বড়জোড় চল্লিশ হাজার টাকা।
ধরে নিলাম একজন এই বাসাটা কিনে নিজেই থাকা শুরু করলো। আমরা তার অপোরচুনিটি কস্ট ক্যালকুলেট করবো। হিসাবের সুবিধার্থে আমি ইনফ্লেশন ক্যালকুলেট করবো না, এটা উভয় পক্ষের হিসাব থেকেই বাদ যাবে। ব্যালেন্স করার জন্য ইন্টারেস্ট রেইটও সরল সুদে হিসাব করবো, চক্রবৃদ্ধি না।

এপার্টমেন্টটা যদি সে না কিনতো, চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে সে এই বাসাতেই এক বছরে মাত্র চার লাখ আশি হাজার টাকা দিয়ে থাকতে পারবে। মানে দশ বছর থাকতে পারবে আটচল্লিশ লাখ টাকায়। চল্লিশ বছর থাকতে পারবে এক কোটি বিরানব্বই লাখ টাকায়!

সবচেয়ে বড় ব্যাপার হল, তাকে এককালীন যে দুই কোটি টাকা ইনভেস্ট করতে হত সেটা করতেই হল না। তার সঞ্চয় খরচ হল না, তার চিকিৎসার সিকিউরিটি থাকলো, তাকে তার সারা জীবনের সব সঞ্চয় এক জায়গায় বিনিয়োগের ঝুকি নিতে হল না, তাকে ঋণের দায় নিতে হল না। এই দুই কোটি টাকা সে অন্য যে কোন জায়গায় ইনভেস্ট করে চল্লিশ বছরে আরও অনেক টাকা বানাতে পারে।
ধরলাম সে ইনভেস্ট করবে না, সে সবচেয়ে বাজে উপায়ে টাকাটা ব্যবহার করবে। অর্থাৎ সে শুধু ব্যাংকে টাকাটা রেখে দিবে। ধরলাম ব্যাংক তাকে ৬% হারে সুদ দিবে। তাহলে দুই কোটি টাকায় বছরে সে পাবে ১২ লাখ টাকা। অর্থাৎ মাসে এক লাখ। চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়েও হাতে আরও ষাট হাজার থাকে। চল্লিশ বছরে সংখ্যাটা চার কোটি আশি লাখ টাকা শুধু ইন্টারেস্টেই, সেটাও সরল সুদে! চক্রবৃদ্ধিতে হিসেব করলে সেটা ইনফ্লেশন রেইটকে বিট করলেও করতে পারে। সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে সংখ্যাটা আরও অনেক বেশি।

আর এই চল্লিশ বছরে আপনার কেনা ফ্ল্যাট এর চেহারার অবস্থা কি দাঁড়াবে বলেন তো? ফ্ল্যাট তো জমি না, এর ডেপ্রিসিয়েশন আছে। এখনকার বাজারে চল্লিশ বছরের পুরনো একটা ফ্ল্যাট বিক্রি করতে যান, বুঝবেন। ক্রেতা পান কিনা সন্দেহ! এপার্টমেন্ট কালচার এদেশে খুব পুরনো না। চল্লিশ বছর পর পুরনো বাড়িগুলোর ভবিষ্যত নিয়ে কেউ ভেবেছেন কি? ২০৬০/৭০ সালে ঢাকা শহর হবে পুরনো বিল্ডিংয়ের কারখানা। একসময় সেগুলো ভাংতেই হবে, এবং তখন বিল্ডিংয়ের সব ফ্ল্যাট মালিক একমত না হলে নতুন বাড়িও বানাতে পারবেন না, অচল-সেকেলে ফ্ল্যাটে বাধ্য হয়ে থাকতে হবে। নতুন বিল্ডিং বানাতে পারলেও আবারও একগাদা খরচ! নিজের ফ্ল্যাটে প্রতিবেশিরা ভাল না হলে ইউ উইল বি স্টাকড, আজীবন টক্সিক একটা পরিবেশে থাকতে হবে। ভাড়া বাসায় পুরো চল্লিশ বছরই নতুন ফ্ল্যাটে থাকতে পারবেন, সুবিধা অনুযায়ী এলাকায় শিফট করতে পারবেন, পরিবেশ ভাল না লাগলে বদলে ফেলতে পারবেন, সবচেয়ে বড় ব্যাপার বিপদের সময় আপনার হাতে লিকুইডিটি থাকবে!

অনেকে আবার লোন করে ফ্ল্যাট কিনে। বিশ হাজার টাকা ভাড়া দিয়ে যে ফ্ল্যাটে থাকা যায়, সেই ফ্ল্যাটে ডাউন পেমেন্টের টাকা পকেট থেকে দিয়ে তিরিশ হাজার টাকা প্রতি মাসে কিস্তি দেয়। এসেট হয়ে যায় লায়াবিলিটি, প্রতি মাসে যার খরচ দশ হাজার টাকা!

"নিজের বাড়ি" একটা বিংশ শতকের এলিটিস্ট আবেগ। একে প্রশ্রয় না দিয়ে স্মার্ট হোন!

বড়জোড় একটা জমি কিনে রেখে ভাড়া থেকে জীবন কাটায় দেন! কিংবা ভাল এলাকায় ফ্ল্যাটের দাম দিয়ে খারাপ এলাকায় বাড়ি কিনেন, ফ্ল্যাট না।

(ডিসক্লেইমার: আমি অবশ্যই বলছি না যে টাকা নিয়ে ব্যাংকে ফেলে রাখা ভাল জিনিস। এটা টাকার সবচেয়ে বাজে ব্যবহার৷ উদাহরণ টানলাম এটা বোঝাতে যে টাকার সবচেয়ে বাজে ব্যবহারও ফ্ল্যাট কেনার চেয়ে ভাল)

লেখাঃ খালিদ মাহমুদ সাদ

31/05/2023

প্রত্যেকটা মানুষের একটা না একটা ঝামেলা থাকে!

আমি যেই বাড়ীতে অফিসের পর টিউশনি করি, ঐ স্টুডেন্টের মায়ের ক্যান্সার! এহন এই বাসায় না টাকা-পয়সার অভাব না অন্য কিছুর কিন্তু মায়ের শেষ নিঃশ্বাসের শেষ দিন অনিশ্চিত!

নিচে গেলাম চা খাইতে, ময়লা টানে যেই পোলাডা, "জিগাইলাম কিরে কি অবস্থা? "
ভালা নাহ, বউডা গ্যাছে গা!পোলায় টিকটক করে, আমার গায়ে নাকি ময়লার গন্ধ! কন ভাই কি না দিসিলাম? হেইদিন'ও ৫০০ ট্যাকার কসমেটিকস কিন্সি "
জিগাইলাম, রফিক চাচা কি অবস্থা আপনার?

"কইলো তোমার চাচী মারা গ্যাছে,জানো? বাসায় তো কেউ নাই সব বিদেশ, ওহন মইরা যাওনের অপেক্ষা "

জিগাইলাম কিরে তোর অবস্থা কি ছোটভাই, "বাসার অবস্থা ভালো না ভাই, গতবার পাব্লিকে চান্স পাই নাই, এইবার যদি না পাই মা কইসে বাসায় না যাইতে, পড়াশুনা আমার ভালো লাগে না ভাই, খেলতে চাইছিলাম আব্বায় মানে না "

কিরে মামা কি অবস্থা? "ভালো না মামা, বাসায় ২ ডা ট্যাকা চাইলে লজ্জা লাগে, ২ বছর বেকার, চাকরি পাইনা, মাঝে মাঝে মনে হয় পড়ালেখা না করলেই ভালো "

কিরে ভাই তুই কেমন আছিস? ব্যবসা তো ভালোই চলে? দোস্ত তোরে বলা হয়নাই গত মাসেই রিনিতার বিয়ে হয়ে গেছে! ওর মারে বুঝাইতে পারলাম না আমি ব্যবসা, স্টার্টআপ দিছি! একটা চাকরী দরকার ছিলো, আমারে রিনিতা বারবার কইতাছিলো, আমি সায় দি নাই! ৭ টা বছর মামা এমনে মানা যায়?

রাস্তার এক ফকিররে ২ টাকা দিছিলাম, "কইলো বাবা চাইল ৫৫ টাকা কেজি, হয় কিছু দাও নাইলে মাইরা ফালাও " আমারে কখনো কোন ফকির কিংবা ভিক্ষুক গালি দিলে, ভুলবাল বললে পালটা জবাব দেই! ঐদিন দেইনাই!......

সবাই যদি আশান্তিতে থাকে তাইলে শান্তুিতে আছে কারা? ঝামেলা'য় নাই কারা?

পৃথিবী'ই যদি স্বর্গ হইতো, তাইলে আদম-হাওয়া কে আল্লাহ শাস্তি দিয়া পৃথিবীতে নামাইতো নাহ!

আমার একটা Quote খুব ভাল্লাগে,

"Strange! we are finding peace where Adam and Eve were sent for punishment" 🍂

লেখাঃ ফারহান সাজিদ

30/05/2023

‘চিনোস আমারে?’

এই লাইন আমরা সবাই কম বেশী ব্যবহার করেছি

আজকে আব্বার কবর জিয়ারত করতে গোরস্থান গিয়েছিলাম

সারি সারি কবর

প্রতিটা কবরের উপর আবার নামফলক

জন্ম, মৃত্যুর তারিখ আর তার পিতার নাম লেখা

কিন্তু একটা কবরও দেখলাম না যেখানে লেখা ‘চিনোস আমারে?’

লাভ কি বেঁচে থাকা অবস্থায় এত বড়াই করে?

না সিরিয়াসলি লাভ কি?

যেতে তো হবে সেই কবরেই… আর সেখানেও চেনার জন্য লিখে রাখতে হবে নাম, ধাম, জন্মতারিখ আর বাবার নাম

তারপরেও নিজের আত্মীয়স্বজনেরা জিয়ারত করতে এসে চোখ ছোট করে নামফলক পড়তে পড়তে খুঁজবে, ‘কোন কবরটা জানি? এটা? হ্যা এটাই… নে হাত তুল’

লেখা: আরিফ আর হোসাইন।

29/05/2023

মনটা কয়দিন খারাপ ছিল, কিছুটা মনের উপর জোর করেই বাইরে খেতে গেলাম। রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখি এক ভদ্রলোক বাজার হাতে হাঁটছেন। পলিথিনে জীর্ণশীর্ণ অল্প একটু বাজার। পোশাকে লোকটাকে নিম্ন মধ্যবিত্ত মনে হলো। আমার মনে হলো এই লোকটা হয়তো জীবনেও এই রেস্টুরেন্টগুলোতে ঢুকতে পারেনা, কিন্তু তার রোজকার সংগ্রাম তাকে চোখের সামনে এই চাকচিক্যের মাঝেই করতে হয়।

তার মন খারাপ হলেই একগাদা টাকা উড়ানোর উপায় নাই, হলিডেতে কোথাও ঘুরে আসার উপায় নাই। মুহূর্তের জন্য হলেও আমার মনে হলো আমারতো অনেক আছে, শোকর করার সীমা নাই। আমি এত অকৃতজ্ঞ কেন। এযেন এক মুহূর্তের জন্য থমকানো, একটু হলেও নতুন করে ভাবা।

আমি জানি আমি মানুষতো, দুর্বল ঈমানের ও বিশ্বাসের ভুলে ভরা মানুষ। এই চিন্তা স্থায়ী হবে না। দুনিয়াবী বস্তুর প্রতি আবার কোন লোভে হতাশা হবে, মন খারাপে ডুবে যাবো।

আমরা সব সময়ই কি নাই সেটা নিয়ে হাহাকার করি বেশি, কি আছে তার আনন্দ অনেকসময় সেই হাহাকারে চাপা পড়ে যায়। এইজন্য আমাদের কৃতজ্ঞতার চেয়ে হতাশা বেশি সবসময়। তারপর সেই হতাশা যখন চরম আকার ধারণ করে নিজের জীবন নেয়ার মত বোকামি করে বসি।

তাই মাঝে মাঝেই নিচের দিকে তাকানো ভালো, এই অভ্যাসটা গড়ে তোলা উচিত। অন্যের দুঃখগুলো কাছ থেকে দেখতে চাওয়া উচিত।

আর দোকানে যেমন স্টক এর হিসাব রাখে। কি লাগবে তার পাশাপাশি কি আছে তার হিসাব করার অভ্যাস করা উচিত। হয়তো আপনার মনে হয় কিছুইতো নেই, কিন্তু তালিকা করতে বসলে দেখবেন একদম কম না।

খুব বিবর্ন সময়গুলিতে ঘন্টা বাই ঘন্টা সারভাইভ করার চেষ্টা করবেন, পুরা এক বছর বা মাস কিভাবে চলবেন সেটা নয়। ঘড়িতে ছয়টা বাজে, আপনি সাতটা পর্যন্ত নিজেকে সামলে রাখার চিন্তা করেন, হয়তো সাড়ে সাতটায় আল্লাহ আপনার সমস্যার সমাধান পাঠিয়ে দেবেন। না পাঠালে আরেকটা ঘন্টা বাঁচেন। মরাতো সোজা, যেকোন সময়ই জীবন নিতে পারবেন, অপশন হাতে রেখে বাঁচার চেষ্টা করেন।

যার পা নাই তার জন্য জীবনটা যুদ্ধক্ষেত্রে, যার পা আছে, পায়ে ব্র্যান্ডের জুতা পরার ক্ষমতা আছে তারজন্য আরেকরকমের যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে টিকে থাকাটাই জীবন। এই যুদ্ধের পর আমাদের বিশ্বাসীদের জন্য অনন্ত সুখের ওয়াদা আছে, এটুকু কি অনেক না, যথেষ্ট না?

লেখা: চিন্তিত চিন্তাফা।

15/04/2023

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ জাফিরুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ জাফিরুল ইসলাম:

Share