31/05/2023
প্রত্যেকটা মানুষের একটা না একটা ঝামেলা থাকে!
আমি যেই বাড়ীতে অফিসের পর টিউশনি করি, ঐ স্টুডেন্টের মায়ের ক্যান্সার! এহন এই বাসায় না টাকা-পয়সার অভাব না অন্য কিছুর কিন্তু মায়ের শেষ নিঃশ্বাসের শেষ দিন অনিশ্চিত!
নিচে গেলাম চা খাইতে, ময়লা টানে যেই পোলাডা, "জিগাইলাম কিরে কি অবস্থা? "
ভালা নাহ, বউডা গ্যাছে গা!পোলায় টিকটক করে, আমার গায়ে নাকি ময়লার গন্ধ! কন ভাই কি না দিসিলাম? হেইদিন'ও ৫০০ ট্যাকার কসমেটিকস কিন্সি "
জিগাইলাম, রফিক চাচা কি অবস্থা আপনার?
"কইলো তোমার চাচী মারা গ্যাছে,জানো? বাসায় তো কেউ নাই সব বিদেশ, ওহন মইরা যাওনের অপেক্ষা "
জিগাইলাম কিরে তোর অবস্থা কি ছোটভাই, "বাসার অবস্থা ভালো না ভাই, গতবার পাব্লিকে চান্স পাই নাই, এইবার যদি না পাই মা কইসে বাসায় না যাইতে, পড়াশুনা আমার ভালো লাগে না ভাই, খেলতে চাইছিলাম আব্বায় মানে না "
কিরে মামা কি অবস্থা? "ভালো না মামা, বাসায় ২ ডা ট্যাকা চাইলে লজ্জা লাগে, ২ বছর বেকার, চাকরি পাইনা, মাঝে মাঝে মনে হয় পড়ালেখা না করলেই ভালো "
কিরে ভাই তুই কেমন আছিস? ব্যবসা তো ভালোই চলে? দোস্ত তোরে বলা হয়নাই গত মাসেই রিনিতার বিয়ে হয়ে গেছে! ওর মারে বুঝাইতে পারলাম না আমি ব্যবসা, স্টার্টআপ দিছি! একটা চাকরী দরকার ছিলো, আমারে রিনিতা বারবার কইতাছিলো, আমি সায় দি নাই! ৭ টা বছর মামা এমনে মানা যায়?
রাস্তার এক ফকিররে ২ টাকা দিছিলাম, "কইলো বাবা চাইল ৫৫ টাকা কেজি, হয় কিছু দাও নাইলে মাইরা ফালাও " আমারে কখনো কোন ফকির কিংবা ভিক্ষুক গালি দিলে, ভুলবাল বললে পালটা জবাব দেই! ঐদিন দেইনাই!......
সবাই যদি আশান্তিতে থাকে তাইলে শান্তুিতে আছে কারা? ঝামেলা'য় নাই কারা?
পৃথিবী'ই যদি স্বর্গ হইতো, তাইলে আদম-হাওয়া কে আল্লাহ শাস্তি দিয়া পৃথিবীতে নামাইতো নাহ!
আমার একটা Quote খুব ভাল্লাগে,
"Strange! we are finding peace where Adam and Eve were sent for punishment" 🍂
লেখাঃ ফারহান সাজিদ