Maa-Meyer Shatkahon মা-মেয়ের সাতকাহন

Maa-Meyer Shatkahon মা-মেয়ের সাতকাহন We'll share our happy/sad moments, our experience, our crazy activities here�

সকালটা যদি শুরু হয় সুঘ্রাণে ভরপুর এক কাপ আদা চা দিয়ে, তাহলে কেমন হয় বলেন তো!!?!!আমি আমার অভিজ্ঞতা বলি। সকালে ঘুম থেকে উঠ...
07/08/2025

সকালটা যদি শুরু হয় সুঘ্রাণে ভরপুর এক কাপ আদা চা দিয়ে, তাহলে কেমন হয় বলেন তো!!?!!
আমি আমার অভিজ্ঞতা বলি। সকালে ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু ঘুমঘুম ভাবটা কাটাতে বেশ সময় লাগে। শরীরের ম্যাজম্যাজে ভাবটাও যেন কাটতে চায়না।
এমন অবস্থায় এক কাপ চা মন এবং শরীর দুটোই চাঙ্গা করে দিতে পারে। আর তা যদি হয় শ্রীমঙ্গলের বাগান থেকে সংগৃহীত টাটকা চা পাতা, তাহলে তো কথাই নেই।
শুভ সকাল 😊
আমার সকালটা শুরু হয়েছে Tinker's Tea দিয়ে😊
এখন পর্যন্ত আমার টেস্ট করা বেস্ট চা 😃


শুভ সকাল💐মিষ্টি দিয়ে সকালটা শুরু করলাম, যাতে সারাটা দিন মিষ্টি কাটে 😊আর এম্নিতেও আজ তো বন্ধুত্ব দিবস 😃সবাইকে বন্ধু দিবসে...
03/08/2025

শুভ সকাল💐
মিষ্টি দিয়ে সকালটা শুরু করলাম, যাতে সারাটা দিন মিষ্টি কাটে 😊
আর এম্নিতেও আজ তো বন্ধুত্ব দিবস 😃
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা💐💐

* শখের আলেখ্য - Shokher Alekkho পেইজের এই মজার জিনিসটার রিভিউ নিয়ে আসছি শীঘ্রই 😊


02/08/2025

আচ্ছা, না মানে কইতাসি, এই "সাইয়ারা" জিনিসডা কি?!!?🙄
এইডা খায় না মাতায় দেয়?!!!? 🤔
একটা ভিড্যুতে দেখলাম একেকজন চিক্কুর পাইরা এসিক-সেদিক-বেদিক হইয়া পড়তাসে!! দাঁতে দাঁত লাইগা যাইতাসে মাইনষের। আমি আমার খালি মাথা না, বিল্ডিংয়ের উপর দিয়া যাইতাসে, বুজদারতাসিনা😒

02/08/2025

প্রচন্ড মাথা ধরে ছিল। আর গলাটাও খুশখুশ করছে। তাই ভাবলাম একটু আদা চা বানিয়ে খাই।
Tinker's Tea বানিয়ে নিলাম সামান্য আদাকুচি দিয়ে।
ফ্রেশ লিকার আর আদার একটা ঝাঁজালো ঘ্রান আমার সারা ঘরে ছড়িয়ে গেল 😊
আমার ইদানিংকার পছন্দের তালিকায় টিংকার'স টি শীর্ষে 😃


আমার একটা বিজনেস পেইজ আছে, এটা হয়তো অনেকেই জানেনা।অবশ্য অনলাইনের তুলনায় অফলাইনেই বিজনেস বেশি চলে।মেয়েদের থ্রিপিস, শাড়ি, ...
02/08/2025

আমার একটা বিজনেস পেইজ আছে, এটা হয়তো অনেকেই জানেনা।
অবশ্য অনলাইনের তুলনায় অফলাইনেই বিজনেস বেশি চলে।
মেয়েদের থ্রিপিস, শাড়ি, চুড়ি, কসমেটিকস সুলভ মূল্যে পাওয়া যায় আমার এই পেইজে।
আমাদের মা-মেয়েকে যেভাবে ভালবাসা দিয়েছেন সবাই, আমার এই পেইজটাকেও একটু ভালবাসা দিন।🙏
ছোট্ট পেইজটা একটু বড় হোক 😊
আশা করছি সবাইকে পাশে পাবো 😊

02/08/2025

গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। কিন্তু পথে দেখা পেলাম দুটো পাখির।😃
আমি একটু কনফিউজড পাখিগুলোর নাম নিয়ে। দেখেন তো আপনারা বলতে পারেন কিনা এই পাখির নাম!! 😊


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?এত্ত বড় একটা মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল, আমি যেন এখনো নিজেকে ঠিক সামলে নিতে পারিনি। তবে...
29/07/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
এত্ত বড় একটা মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল, আমি যেন এখনো নিজেকে ঠিক সামলে নিতে পারিনি। তবে সবার নিয়মিত পোস্ট দেখে বুঝতে পারছি হয়তো আমিই বেশি আবেগপ্রবণ। নয়তো নিয়মিত পোস্ট করতে পারছিনা কেন!!!
আজ অনেক সাহস জুগিয়ে ফিরলাম সবার মত নরমাল হতে। যেন কিছুই হয়নি কোথাও।
ভেবেছিলাম সবার মত নরমাল পোস্টই করবো। ঐ মর্মান্তিক ঘটনা আর মনেই করবোনা। অথচ আমার পোস্টে ঘুরেফিরে সেই দূর্ঘটনার কথাই আসছে।
তার মানে সবাই নরমাল হলেও, আমি এ্যাবনরমালই রয়ে গেছি।

ছবিতে কায়ুসোনাকে যেমন রিল্যাক্সড মনে হচ্ছে আমিও যদি এমন রিল্যাক্সড হতে পারতাম!! চেষ্টা করছি, কিন্তু পারছিনা।
★ছবিটা কিন্তু গত মাসের (জুন)।

ও আল্লাহ। আল্লাহ গো তুমি কেন/কেম্নে এমন কঠোর হইলা!!!আমরা তো তোমাকে পরম দয়ালু, ক্ষমাশীল বলে জানি, মানি।একটু দয়া করো গো আল...
22/07/2025

ও আল্লাহ। আল্লাহ গো তুমি কেন/কেম্নে এমন কঠোর হইলা!!!
আমরা তো তোমাকে পরম দয়ালু, ক্ষমাশীল বলে জানি, মানি।
একটু দয়া করো গো আল্লাহ।
এই বাচ্চাদের বাপ-মা কেম্নে সহ্য করবে!!!
আমি তো ভাবতেও পারতেসিনা। হাত-পা কাপতেসে। কালকে এই নিউজ শোনার পর থেকে গলা দিয়া খাবার নামতে চায়না, আল্লাহ। ঘুমাইতে পারতেসিনা।
তাইলে এই বাপ-মাগুলা কেম্নে জীবন পার করবে কলিজার ধনরে কবরে শুয়াইয়া, আল্লাহ!!!! 💔💔😭😭😭😭😭

"একদিন ছুটি হবেঅনেক দূরে যাবো।"সারাজীবনের জন্য ছুটি পেয়ে গেছো, সোনাবাচ্চারা। আর তোমাদের হোমওয়ার্ক করতে হবেনা, পরীক্ষা দি...
22/07/2025

"একদিন ছুটি হবে
অনেক দূরে যাবো।"

সারাজীবনের জন্য ছুটি পেয়ে গেছো, সোনাবাচ্চারা। আর তোমাদের হোমওয়ার্ক করতে হবেনা, পরীক্ষা দিতে হবেনা। সবকিছু থেকে ছুটি তোমাদের।

দূরে বহুদূরে চলে গেছো তোমরা। এত্ত দূরে, সবার ধরা-ছোঁয়ার বাইরে।💔💔
এই দূরত্ব আমরা চাইনি, জানো!!💔💔💔💔
এমন ছুটি আমরা চাইনি। কোনদিনও চাইনি :( 😭😭😭

এক ভাইয়ের পোস্ট।এমন একটা ফালতু দেশে আমরা থাকি, মানুষ নামের অমানুষগুলো একটাও সুযোগ ছাড়ে না নিজের স্বার্থ উদ্ধার করতে।ঐ গা...
21/07/2025

এক ভাইয়ের পোস্ট।
এমন একটা ফালতু দেশে আমরা থাকি, মানুষ নামের অমানুষগুলো একটাও সুযোগ ছাড়ে না নিজের স্বার্থ উদ্ধার করতে।
ঐ গাড়িওয়ালা কি পারতোনা কাছের কোন হাসপাতালে বাচ্চাটাকে পৌছে দিতে!!
অথবা ঐ সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালা!!! অতিরিক্ত ভাড়া দাবি না করে বাচ্চাটার প্রাণ বাঁচানোর জন্য কি পারতোনা কোন হাসপাতালে পৌছে দিতে?!!?

এই ভাই তার পোস্টে যেই ভিডিওর কথা বলেছেন, ভিডিওটা আমিও দেখেছি। বাচ্চাটাকে কোলে নিয়ে একজন রাস্তার এমাথা থেকে ওমাথা ছুটছে। সিএনজিটায় উঠলোও দেখলাম। কিন্তু পরক্ষণেই আবার নেমে গেল। অর্থাৎ, হয় সিএনজিওয়ালা ভাড়া বেশি বলছে, অথবা ঐদিকে যাবেনা বলছে (নবাবের বাচ্চারা সাধারণত যা করে)।
আচ্ছা, এরা কি রক্তমাংসের মানুষ না?!!?
এদের দেহে কি আল্লাহ হৃদয় দেয় নাই?!!? বিবেক দেয় নাই?!!!?
আল্লাহ না করুক, এদের কারো পরিবারে যদি এমন কোন বিপর্যয় আসতো!! পারতো তারা এমন করতে!!!!
আল্লাহ এই বিপদ থেকে মানুষকে রক্ষা করো।
আর সমাজের মানুষগুলোকে মানুষের মত আচরণ করার তৌফিক দাও।

*collected pic

আলহামদুলিল্লাহ সুস্ত আছে, নিরাপদে আছে। কিন্তু ট্রমাটাইজ হয়ে থাকার কারনেই হয়তো, ডিটেইলস কিছুই জানাতে পারছেনা।অথচ এই বাচ্চ...
21/07/2025

আলহামদুলিল্লাহ সুস্ত আছে, নিরাপদে আছে। কিন্তু ট্রমাটাইজ হয়ে থাকার কারনেই হয়তো, ডিটেইলস কিছুই জানাতে পারছেনা।
অথচ এই বাচ্চাটাকে উদ্ধার করার কিছু সময়ের মধ্যেই বাবা-মার কোলে ফিরিয়ে দেয়া যেত শুধু যদি স্কুল আইডি কার্ডে অভিভাবকের কোন কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকতো। :(

*ছবি সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa-Meyer Shatkahon মা-মেয়ের সাতকাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share