
07/08/2025
সকালটা যদি শুরু হয় সুঘ্রাণে ভরপুর এক কাপ আদা চা দিয়ে, তাহলে কেমন হয় বলেন তো!!?!!
আমি আমার অভিজ্ঞতা বলি। সকালে ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু ঘুমঘুম ভাবটা কাটাতে বেশ সময় লাগে। শরীরের ম্যাজম্যাজে ভাবটাও যেন কাটতে চায়না।
এমন অবস্থায় এক কাপ চা মন এবং শরীর দুটোই চাঙ্গা করে দিতে পারে। আর তা যদি হয় শ্রীমঙ্গলের বাগান থেকে সংগৃহীত টাটকা চা পাতা, তাহলে তো কথাই নেই।
শুভ সকাল 😊
আমার সকালটা শুরু হয়েছে Tinker's Tea দিয়ে😊
এখন পর্যন্ত আমার টেস্ট করা বেস্ট চা 😃