
09/08/2025
আড়ং একটা পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নিসে যে এখন থেকে আর ফ্রি ব্যাগ দিবেনা। নিজে ব্যাগ নিয়ে যেতে হবে নাহয় ওদের শপিং ব্যাগ বেশি দামে কিনতে হবে। এর ফলস্বরূপ কিছু পাবলিক যারা আড়ং থেকে কিছু কেনে না তারা আড়ং বয়কট ডাক দিসে 😅 ভাই আড়ং গিয়ে দেখেন বয়কট ডাক দেওয়ার পরেও হাটা যায়না এত ভীড় থাকে। আর কিছু পাবলিক ব্যাগ এর দাম বেশি হেন তেন বহুত কিছু বলতেসে। ভাই দাম বেশি নিতেসে যাতে আপনি ব্যাগ না কিনে বাসা থেকে ব্যাগ নিয়ে যান। এতে করে ব্যাগ রি-ইউস করার প্রবনতা বাড়বে। ওয়েস্ট কম হবে পরিবেশ ভাল থাকবে। দেশে নতুন কনসেপ্ট হলেও বিদেশে এই ফ্রি ব্যাগ না দেওয়ার ব্যাপার টা অনেক পুরানো বিষয়। এই কথা বলার পরে কিছু পাবলিক বলতেসে এইটা বিদেশ না। কি হাস্যকর। এমনি আমরা সব বিদেশি জিনিস চাই। শুধু ভালো কাজের বেলায় আমরা দেশি থাকতে চাই তখন বিদেশিদের মত পরিবেশ নিয়ে চিন্তা করার দরকার নাই আমাদের।
আমি বলি সব ব্র্যান্ড এর এই ফ্রি ব্যাগ দেওয়া বন্ধ করা উচিত। পরিবেশ এর অনেক ১২ টা বাজায় ফেলসি আমরা। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে একটু রেহাই দেই এবার।
Aarong
© Christina Tithy Panday