Update News

Update News সত্য ও নির্ভরযোগ্য সংবাদ উপস্থাপনা অ?

02/06/2023

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অন্য দেশের নেতারা তুরস্কের ৩য় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রজব তৈয়ব এরদোয়ানকে ফোন করে শুভেচ্ছা জানালেও শুভেচ্ছা নিয়েছেন নিজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক রাষ্ট্রীয় টেলফোন করার মাধ্যমে।

সূত্র: বাংলা ট্রিবিউন।

বাংলাদেশ ক্রিকেটে সর্বকালের সেরা ওপেনার Tamim Iqbal T20 ফরমেট থেকে অবসর গ্রহণ করেছেন।তার ভেরিভাইড ফেসবুকের আইডির মাধ্যমে...
17/07/2022

বাংলাদেশ ক্রিকেটে সর্বকালের সেরা ওপেনার Tamim Iqbal T20 ফরমেট থেকে অবসর গ্রহণ করেছেন।

তার ভেরিভাইড ফেসবুকের আইডির মাধ্যমে বিষয়টি জানা যায়। তিনি লিখেন:- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

Consider me retired from T-20 international from today 👋👋👋

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন। (ইন্ন...
16/07/2022

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

গালফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুইটারে করা এক পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজকে মারা গেছেন।

কাবার চিফ ক্যালিগ্রাফার সম্প্রতি সৌদি নাগরিকত্ব পাওয়া বাংলাদেশী শায়খ মুখতার আহমাদ শিকদারকে শায়খ আহমাদুল্লাহ কর্তৃক শুভেচ...
16/07/2022

কাবার চিফ ক্যালিগ্রাফার সম্প্রতি সৌদি নাগরিকত্ব পাওয়া বাংলাদেশী শায়খ মুখতার আহমাদ শিকদারকে শায়খ আহমাদুল্লাহ কর্তৃক শুভেচ্ছা প্রদান।

এসময় তার সাথে দারুণ কিছু সময় অতিবাহিত হলো। গুণী অথচ বিনয়ী এই মানুষটি বেশ সদালাপী। জেনে ভালো লাগলো যে, শৈশবে (১৯৬৭ সালে) বাবার সাথে বাংলাদেশ থেকে সৌদি পাড়ি জমানো এই বিশ্ব বিখ্যাত ক্যালিগ্রাফার এবং তাঁর পরিবার নাকি বেশ আগে থেকে শায়ক আহমাদুল্লাহ'র বক্তব্য শোনেন এবং কার্যক্রমগুলো ফলো করেন। মহান আল্লাহ তাঁর সম্মান আরো বাড়িয়ে দিন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share