Fatema & Sojib

Fatema & Sojib ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়!

25/02/2025

নিজের অবস্থান থেকে "শুকরিয়া" আদায় করতে জানলে, প্রতিটি মানুষই সুখী! 🤍✨

07/12/2024
বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে আর বিয়ের পর আর একরকম হয়, তবে বাচ্চা হওয়ার পর মেয়েদের জীবন একদম চেঞ্জ হয়ে যায়।😍 অনেক দা...
15/08/2024

বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে আর বিয়ের পর আর একরকম হয়, তবে বাচ্চা হওয়ার পর মেয়েদের জীবন একদম চেঞ্জ হয়ে যায়।😍 অনেক দায়িত্ববান হয়ে যাই আমরা, ঘুম, খাওয়া-দাওয়া কোনো কিছুই আর সময় মতো হয়ে উঠে না।
গোছালো মেয়েটাও অগোছালো হয়ে যায় নিজের অজান্তেই। দিনের শুরু-শেষ কিছুই আর চোখে পড়ে না। মা' শব্দ টা যতটা সহজ মা' হয়ে উঠার গল্প টা তার থেকে হাজার গুণ কঠিন। তবুও দিনশেষে আমরা মা' আমরা সব পারি আমাদেরকে পারতে হয় নিজের সন্তানের জন্য❤️

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শোনবে সেই যত্ন। প্র...
12/08/2024

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?
সেই মায়া থেকে হুমায়ূন আহমেদ এর মায়াবতী বইটা সৃষ্টি হয়েছে। মেয়েরা বরাবরই মায়াবতী 🥰
Cp

31/07/2024

হটাৎ ছেলেটার চাকরি চলে যায় 🥹তারপর কি হলো 😱

26/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও 🙂

,,,, ゚ ゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

19/02/2024

ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়!🖤🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema & Sojib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share