AI Masud

AI Masud Director l Singer l Traveller

Chol haore ❤️
07/07/2025

Chol haore ❤️

কালের কন্ঠে "চল হাওরে"। ❤️গানের লিংক কমেন্ট বক্সে।
07/07/2025

কালের কন্ঠে "চল হাওরে"। ❤️
গানের লিংক কমেন্ট বক্সে।

02/07/2025

"চল হাওরে" আসছে আগামীকাল সন্ধ্যা ৭ টায়।

টাঙ্গুয়ার হাওর ডাকছিল... আমরা সাড়া দিলাম ❤️
20/06/2025

টাঙ্গুয়ার হাওর ডাকছিল... আমরা সাড়া দিলাম ❤️

Thanks to Cinema Star Bangla-সিনেমা ষ্টার বাংলা
04/06/2025

Thanks to Cinema Star Bangla-সিনেমা ষ্টার বাংলা

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘তোমার পিছু ছাড়বো না’ কিংবা ‘আমাদের সেই প্রেমের মতো জনপ্রিয় গানের ভিডিও নির্মান আছে যেই নির্মাতার ঝুলিতে তার নাম আল মাসুদ। শুধু নির্মাতাই নয় কণ্ঠশিল্পী হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। নিজেই গান লেখেন, সুর করেন এবং নির্মাণেও রাখেন সৃজনশীল ছাপ। তার ভিডিও নির্মাণশৈলী বরাবরই দর্শকের নজর কেড়েছে।
তবে এবার তিনি আসছেন এক নতুন পরিচয়ে। সংগীতের সীমানা পেরিয়ে পা রাখছেন নাট্যনির্মাণে। তার প্রথম নাটক ‘অবুঝ বায়না’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পোস্টার রিলিজের পর থেকেই নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ খায়রুল বাসার, তানজিন তিসা। গল্পে রয়েছে সংসার, প্রেম আর পরিবারের টানাপোড়েন এবং বাস্তব জীবন চিত্র।
আল মাসুদ বলেন,
“আমি সবসময় চেয়েছি রুচিশীল কিছু নির্মাণ করতে। এমন কিছু, যা মানুষের জীবনের সঙ্গে মিলে যায়, তাদের ছুঁয়ে যায়। ‘অবুঝ বায়না’ ঠিক তেমনই এক গল্প। যেখানে আছে অনুভব, ভালোবাসা, দায়িত্ব আর সম্পর্কের টানাপোড়েন।”
গানের জগতে যেভাবে আল মাসুদ নিজস্ব অবস্থান তৈরি করেছেন, নাট্যনির্মাণেও তেমন কিছু করে দেখাবেন বলে আশা করছেন দর্শক।

এই ঈদে নাটকটি মুক্তি পাচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

ভালোবাসা অন্যরকম সমীকরণের নাটক “অবুঝ বায়না”আসছে এবাবের ঈদে   তে। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় AL Masud
02/06/2025

ভালোবাসা অন্যরকম সমীকরণের নাটক “অবুঝ বায়না”
আসছে এবাবের ঈদে তে।

রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় AL Masud

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when AI Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AI Masud:

Share