সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার

  • Home
  • সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার

সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার, Media/News Company, .

একটি রাষ্ট্রের মূল শক্তি হলো তার জনগণ, আর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। রাষ্ট্রের বাহিনী,...
30/08/2025

একটি রাষ্ট্রের মূল শক্তি হলো তার জনগণ, আর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। রাষ্ট্রের বাহিনী, প্রশাসন কিংবা রাজনৈতিক নেতৃত্ব— সবাই সেই জনগণের আস্থার প্রতীক।

কিন্তু দুঃখজনকভাবে আজকের বাংলাদেশে সেই আস্থার সংকট প্রকটভাবে দেখা দিচ্ছে। যেখানে একজন সাধারণ নাগরিক কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন, সেখানে প্রশ্ন জাগে— জনগণের রক্ষক আসলে কে?

সম্প্রতি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার ঘটনা আমাদের সকলকেই ভাবিয়ে তুলেছে। এর দায়ভার কেবল কোনো একটি প্রতিষ্ঠান বা গোষ্ঠীর নয়, বরং পুরো রাষ্ট্রের। কারণ নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতন্ত্র— এগুলো কোনো দলীয় সম্পদ নয়, এগুলো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

আমরা চাই একটি এমন বাংলাদেশ, যেখানে রাষ্ট্রের প্রতীকী বাহিনী কিংবা প্রতিষ্ঠানগুলো কখনো প্রশ্নবিদ্ধ হবে না, বরং জনগণের আস্থা ও মর্যাদার প্রতীক হয়ে থাকবে।

✒️ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে। রাষ্ট্র যেন তার প্রকৃত দায়িত্ব পালন করে— সেটাই আজকের সর্বজনীন প্রত্যাশা।

আট বছরেও অমানিশা কাটেনি রোহিঙ্গাদের, অর্ধকোটি শিশুর বেড়ে ওঠা শরণার্থী ক্যাম্পেআট বছর পেরিয়ে গেল রোহিঙ্গা সংকটের। ২০১৭ স...
26/08/2025

আট বছরেও অমানিশা কাটেনি রোহিঙ্গাদের, অর্ধকোটি শিশুর বেড়ে ওঠা শরণার্থী ক্যাম্পে

আট বছর পেরিয়ে গেল রোহিঙ্গা সংকটের। ২০১৭ সালে মিয়ানমারে নির্যাতন ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এখনো প্রায় অর্ধকোটি শিশু বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছে।

নিজ জন্মভূমি থেকে বিতাড়িত এসব শিশু কিশোরদের বেড়ে ওঠা হচ্ছে কেবলই অনিশ্চয়তা আর সীমাবদ্ধতার মধ্যে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাহীনতায় দিন কাটালেও তাদের মৌলিক চাহিদা পূরণে প্রথম থেকেই পাশে রয়েছে ইউনিসেফ (UNICEF)।

সংস্থাটি ক্যাম্পে থাকা প্রতিটি শিশুর জন্য নিরাপদ পানি, চিকিৎসা, পুষ্টিকর খাদ্য, সুরক্ষা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। তবে বৈশ্বিক তহবিল কমে যাওয়ায় বর্তমানে বড় সংকটে পড়েছে এই সহায়তা কার্যক্রম।

ইউনিসেফ জানিয়েছে, রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচানো ও ভবিষ্যৎ সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে জরুরি।

https://dailyswadhinsangbad.com/2025/08/25/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A...
25/08/2025

https://dailyswadhinsangbad.com/2025/08/25/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%93%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE/

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার : ১৯৯৩ সালের একটি সরকারি বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট, যার ফলে বাংলাদেশে তৈর.....

আসমানের মেঘ: আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শনআল্লাহ তা‘আলা আসমান ও জমিনের প্রতিটি বস্তুকে এক নিখুঁত ব্যবস্থার মধ্যে সৃষ্...
21/08/2025

আসমানের মেঘ: আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন

আল্লাহ তা‘আলা আসমান ও জমিনের প্রতিটি বস্তুকে এক নিখুঁত ব্যবস্থার মধ্যে সৃষ্টি করেছেন। এর মধ্যে মেঘ হলো এক মহা নিদর্শন, যা মানুষকে জীবন দান করে, বৃষ্টি বর্ষণ করে এবং আকাশে ভেসে বেড়ানো অবস্থায় আল্লাহর অসীম ক্ষমতার ঘোষণা দেয়।

কুরআনে মেঘ সম্পর্কে আল্লাহর বাণী

সূরা আন-নূর (২৪:৪৩)

তুমি কি দেখো না যে, আল্লাহ মেঘকে একত্রিত করেন, অতঃপর তিনি তাদেরকে জড়ো করেন, তারপর তাদেরকে স্তূপাকারে পরিণত করেন? তারপর তুমি দেখো এর ভেতর থেকে বৃষ্টি নির্গত হয়। আর তিনি আকাশ থেকে বরফমণ্ডল নামান, যাতে রয়েছে শীতলতা। তিনি তা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তা থেকে রক্ষা করেন। বিদ্যুতের ঝলকানি প্রায় চোখকে ছিনিয়ে নেয়।”

সূরা রূম (৩০:৪৮)

আল্লাহই সেই সত্তা, যিনি বাতাস প্রেরণ করেন, ফলে তা মেঘকে উত্থিত করে, অতঃপর তিনি তা আকাশে যেমন চান ছড়িয়ে দেন এবং খণ্ড খণ্ড করেন; অতঃপর তুমি তার ভেতর হতে বৃষ্টি ঝরতে দেখ। তিনি তা তাঁর বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা পৌঁছে দেন, তখন তারা আনন্দিত হয়।

সূরা হিজর (১৫:২২)

আমি বায়ুকে বীজ সঞ্চালনের উপায় করেছি এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছি, ফলে তোমাদেরকে তা পান করিয়েছি; তোমাদের পক্ষে তা সংরক্ষণ করা সম্ভব ছিল না।

আল্লাহর নিখুঁত নির্মাণশৈলী

আল্লাহ তাআলা চান, তাই বাতাসকে মেঘ সঞ্চালনের উপায় করেছেন। কখনো মেঘ জমাট বাঁধে, কখনো ছড়িয়ে যায়, আবার কখনো কালো হয়ে ভয়াবহ বজ্রঝড় সৃষ্টি করে। এগুলো সবই আল্লাহর কুদরতের ইশারা—

বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করা,

মানুষের পানীয় ও জীবিকার জন্য পানি সরবরাহ করা,

আকাশের সৌন্দর্য ও বৈচিত্র্য ফুটিয়ে তোলা।

শিক্ষণীয় বিষয়

মেঘের ভেসে চলা, বৃষ্টি ঝরানো, বজ্রপাত ও বিদ্যুতের ঝলক—এসব কিছুই মানুষের নিয়ন্ত্রণে নয়। এগুলো সবই মহান আল্লাহর হুকুমে পরিচালিত হয়। মুমিন বান্দার উচিত এসব দেখে আল্লাহর মহিমা স্মরণ করা, তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাঁর অসীম ক্ষমতার সামনে নিজেকে বিনয়ী করা।

✒️ লেখক: Md Islam Uddin Talukder

20/08/2025

আওয়ামী লীগ পালায় না এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাইতে হবে। ওবায়দুল কাদেরের ভাইরাল বক্তব্য।

https://dailyswadhinsangbad.com/2025/08/19/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%...
19/08/2025

https://dailyswadhinsangbad.com/2025/08/19/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac/

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান গ....

https://dailyswadhinsangbad.com/2025/08/17/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%...
18/08/2025

https://dailyswadhinsangbad.com/2025/08/17/%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4/

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন মাঝপাড়ায় অভাব-অনটনে দিন ক....

15/08/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দেশ-বিদেশের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, মিলাদ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন।

এই দিনে এক বাণীতে বেগম খালেদা জিয়া বলেন,
“আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশ ও জনগণের জন্য আজীবন কাজ করে যেতে চাই। বাংলাদেশ যেন গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পথে এগিয়ে যায়—এটাই আমার কামনা।”

তিনি আরও বলেন,
“দেশের মানুষই আমার শক্তি। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও দোয়া আমাকে সবসময় দেশের জন্য কাজ করার প্রেরণা জোগাবে।”

এ প্রসঙ্গে সাংবাদিক Md Islam Uddin Talukder বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর জন্মদিনে আমরা সবাই তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও শক্তিশালী প্রত্যাবর্তন কামনা করি।

https://dailyswadhinsangbad.com/2025/08/14/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a...
15/08/2025

https://dailyswadhinsangbad.com/2025/08/14/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%95/

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যা....

15/08/2025

সুনামগঞ্জে ঐক্যের অঙ্গীকারে ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের মাধ্যমে, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও মহকুমা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ক্যাপ্টেন আব্দুল অদুদ সাহেবের বাড়িতে এ কার্যালয়ের উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।

উদ্বোধনী বক্তব্যে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন—
“বিএনপি গণমানুষের দল। সুনামগঞ্জ-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় সুনামগঞ্জ বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, আছে এবং থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়ার পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।

সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়া।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম পাটান, মইনুল ইসলাম, আব্দুল মজিদ, শামছুল হক, জুলহাস আহমদ পাটান, হোসেন আমির, আক্তার হোসেন রানু, জাকিরুল ইসলাম তপু, শুয়েব চৌধুরী, শফিউল হক, আবুল হায়াত, মোঃ জামাল উদ্দিন, ওমর ফারুক, শুয়েব আহমদ, জুয়েল মিয়া, সাদেক পাটান, ফরহাদ আহমেদ পাটান, পারভেজ আহমদ, হোসেন আহমদ জুয়েল, সালেহ হক রাজীব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীরনগর ইউপি বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী ও
বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম,
তানিম রহমান এবং মোঃ সালেহ হক রাজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কার্যালয় উদ্বোধন শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এ মুনাজাতের আয়োজন করেন বিএনপির যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ পাটান।

হোসেন আহমেদ পাটান সাংবাদিকদের বলেন—
“আমাদের লক্ষ্য হচ্ছে সুনামগঞ্জের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। জনগণের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা তার পক্ষে কাজ করবো।”

পরে সমবেত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিতরণ করা হয় এক হাজার প্যাকেট খাবার।
সভায় বক্তারা ঘোষণা দেন—সুনামগঞ্জ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর শওকত, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক ও আব্দুল লতিফ জেপি—এই চার প্রার্থী দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির পক্ষে একযোগে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবেন।

পুলিশের ও শত মানুষের সামনেই সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা — রাষ্ট্রীয় নিরাপত্তা ও মানবতা প্রশ্নের মুখেএকটি ব্য...
07/08/2025

পুলিশের ও শত মানুষের সামনেই সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা — রাষ্ট্রীয় নিরাপত্তা ও মানবতা প্রশ্নের মুখে

একটি ব্যস্ত জনপদ। শত শত মানুষের আনাগোনা। পুলিশও আছে দায়িত্বে।
আর সেই জনসমক্ষে, দিনের আলোয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই
প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন‌কে কুপিয়ে হত্যা করল একদল বেপরোয়া দুর্বৃত্ত।

হ্যাঁ, আপনি ভুল শুনেননি—সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশের সামনেই!

এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা, সাংবাদিক নিরাপত্তা, এবং মানুষের ন্যূনতম মানবিকতা নিয়ে বড় একটি প্রশ্ন তুলে দিয়েছে।

তুহিনের "অপরাধ" ছিল—সে সত্য বলেছিল

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে স্থানীয় চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
ঘটনার দিন তিনি এক নারীকে প্রকাশ্যে হেনস্তার দৃশ্য ভিডিও করছিলেন।
এই সাহসই তার জন্য কাল হয়।

দুর্বৃত্তরা সেই সময় তুহিনকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে,
দাঁত-নখে ছিঁড়ে খায় সত্যের একজন সৈনিককে।

আর আশ্চর্যজনকভাবে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কোনো প্রতিরোধ করে না—
তাদের সামনে একজন সাংবাদিক মারা যায়,
তারা হয় দাঁড়িয়ে থাকে, না হয় মুখ ফিরিয়ে নেয়!

▪ পুলিশের ভূমিকা কি ছিল?

এই ঘটনার মূল প্রশ্ন এখন একটাই—
পুলিশ কি তখন নীরব দর্শক ছিল?
নাকি তাদের উপস্থিতি সত্ত্বেও কিছু করতে না পারার নামই এখন "আইন-শৃঙ্খলা রক্ষা"?

যদি পুলিশের সামনে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড ঘটে,
তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

▪ কে ছিলেন আসাদুজ্জামান তুহিন?

তুহিন ছিলেন সাহসী সাংবাদিক।
তিনিই সেই ব্যক্তি, যিনি ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে।

তিনি ছিলেন চুপ থাকা এই সমাজে সাহসী প্রতিবাদের প্রতিচ্ছবি।
তার কলমে ছিল মানুষের কান্না, তার প্রতিবাদে ছিল অসহায়ের কণ্ঠ।

আজ সেই তুহিন নেই—
রয়ে গেছে রক্তাক্ত রাস্তাটা,
রয়ে গেছে ভীত, আতঙ্কিত আরেকটা সমাজ।

তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমরা এই নির্মম, ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

🔴 আমরা এই হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
🔴 পুলিশ উপস্থিত থাকার পরও কেন কিছুই করলো না, তা তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
🔴 সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এই দায় এড়ানো যাবে না।
🔴 যারা সমাজে সত্য বলার চেষ্টা করে, তারা যদি রাষ্ট্রীয় সুরক্ষা না পায়—তবে সেটি গণতন্ত্র নয়, সেটি নিপীড়ন।

তুহিন আমাদের চোখ খুলে দিয়ে গেলেন

তুহিনের মৃত্যু আমাদের দেখিয়ে দিল—
সত্য বলা আজও কতটা ভয়ংকর, কতটা বিপজ্জনক।
কিন্তু একইসাথে তিনি আমাদের মনে করিয়ে দিলেন—
এই সমাজে কিছু মানুষ এখনো বেঁচে আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে না।

আমরা যেন তাকে ভুলে না যাই।

এই হত্যাকাণ্ড যদি ধামাচাপা পড়ে যায়,
তাহলে একদিন আমাদের সন্তানদেরও সত্য বলার সাহস থাকবে না।

✊ আমরা বলছি:

আর কোনো সাংবাদিক হত্যার ঘটনা যেন না ঘটে।
আর কোনো তুহিনকে যেন প্রাণ দিতে না হয়।
সত্যকে যেন আর রক্ত দিতে না হয়





#তুহিন_হত্যার_বিচার_চাই
#সাংবাদিক_নিরাপত্তা_চাই
#গাজীপুর_সাংবাদিক_হত্যা
#তুহিন_আমাদের_গর্ব

জাতীয় নির্বাচনের সময় কোথায় থাকবেন এনসিপির নেতারা কেন ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে?৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত...
07/08/2025

জাতীয় নির্বাচনের সময় কোথায় থাকবেন এনসিপির নেতারা কেন ৫ শীর্ষ নেতাকে শোকজ, কী বলা হয়েছে চিঠিতে?

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’—দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। অথচ এমন ঐতিহাসিক দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতা চুপিসারে কক্সবাজার সফরে যান। বিমানবন্দরে তাদের মুখে মাস্ক, সফরের তথ্য হাইকমান্ড অজ্ঞাত—সব মিলিয়ে শুরু হয় নানা গুঞ্জন ও ক্ষোভ।

এ নিয়ে গত (৬ আগস্ট) এনসিপির হাইকমান্ড ওই পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন তারা জাতীয় দিবসে অনুপস্থিত ছিলেন ও দলের অনুমতি ছাড়া সফর করলেন।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—
🔹 হাসনাত আবদুল্লাহ
🔹 সারজিস আলম
🔹 নাসীরুদ্দীন পাটওয়ারী
🔹 ডা. তাসনিম জারা
🔹 খালেদ সাইফুল্লাহ

সফরে সারজিস আলমের স্ত্রী এবং তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও ছিলেন।

সাধারণ মানুষের প্রশ্ন, “গণঅভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ দিনে কেউ কি কক্সবাজারে ঘুরতে যায়? তাও আবার একসঙ্গে একদল শীর্ষ নেতা?”
আরও কেউ কেউ বলছে, “যদি কোনো বৈঠক না-ই হয়, তাহলে এত গোপনীয়তা কেন? বড় লাগেজ, মুখে মাস্ক, সংবাদমাধ্যম থেকে লুকিয়ে থাকা—এসব কীসের আলামত?”

কারও মন্তব্য, “এই নেতারা যদি এখনই জনগণের অনুষ্ঠানে না থাকেন, তাহলে নির্বাচনের সময় তারা থাকবে তো? নাকি তখনও তারা ফাইভ স্টার হোটেলের আরামেই ব্যস্ত থাকবেন?”

চিঠিতে বলা হয়, ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে দলের অনুমতি ছাড়াই সফরে যাওয়া দায়িত্বজ্ঞানহীন ও সংগঠনবিরোধী আচরণ।

👉 যদিও ‘বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক’-এর গুঞ্জন এখনো প্রমাণিত নয়, তবে জনমনে প্রশ্ন উঠেছে—সত্যিই কী শুধু ঘুরতেই গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল আরও কিছু।

#৫আগস্ট #জুলাই_গণঅভ্যুত্থান #শীর্ষনেতা #শোকজ #রাজনীতি #বাংলাদেশ #জনগণের_প্রশ্ন

Address


Telephone

+8801322006249

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:

  • Want your business to be the top-listed Media Company?

Share