A N M Sayem

A N M Sayem শূণ্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই,
কারণ শূণ্য জানে তার হারানোর কিছুই নেই। 😀

Remember,being happy doesn't mean you have it all.It simply means you're thankful for all you have.📷 (2020)
31/07/2025

Remember,
being happy doesn't mean you have it all.
It simply means you're thankful for all you have.

📷 (2020)

CF Moto 125 launched today❕ price ⁉️
27/07/2025

CF Moto 125 launched today❕ price ⁉️

23/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।

করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।

কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?

কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?

কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।

বাবা হওয়ার পর এখন বুঝতে পারি আমার বাচ্চাটা একটু অসুস্থ হলেই নিজের কতটা অস্থির লাগে,আর আজকে কত বাবা-মা তাদের স্বপ্নের টুক...
21/07/2025

বাবা হওয়ার পর এখন বুঝতে পারি আমার বাচ্চাটা একটু অসুস্থ হলেই নিজের কতটা অস্থির লাগে,আর আজকে কত বাবা-মা তাদের স্বপ্নের টুকরো গুলোকে হারিয়ে ফেলল তাদের মানসিক যন্ত্রনা কি রকম হতে পারে আমার চিন্তা করতেও ভয় লাগে।
আর আমরা কি অসভ্য জাতি তাদের না বাঁচিয়ে ভিডিও করি ফেসবুক এর একটা কনটেন এর জন্য। এ জাতি নিয়ে কিছু বলার ভাষা নেই 🥲

21/07/2025

পুরনো, জর্জরিত, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা একটি যুদ্ধবিমান আজ ঢাকার মতো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরের আকাশে উড়তে গিয়ে স্কুলের ওপর পড়লো। এটা প্রশিক্ষণ বিমান নয়, যুদ্ধবিমান। এবং এটিকে কোনো অবস্থাতেই এমন এলাকায় উড়ানো উচিত ছিলো না।

নিরীহ শিশুদের জীবন গেল এই রাষ্ট্রীয় গাফিলতির জন্য। এটাকে ‘দুর্ঘটনা’ বলা মানে অন্যায়কে আড়াল করা।

এটা প্রথম না। বাংলাদেশ বিমান বাহিনীর অতীতে বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। বারবার পাইলট মারা গেছে, বিমান ভেঙে পড়েছে।

৮ এপ্রিল ২০০৮: F-7 বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত।

২০ ডিসেম্বর ২০১০: দুইটি PT-6 বিমান দুর্ঘটনায় দুই স্কোয়াড্রন লিডার নিহত।

৮ এপ্রিল ২০১২: Aero L-39 ক্র্যাশে একজন পাইলট নিহত।

২৬ এপ্রিল ২০১২: PT-6 ভারতীয় ভূখণ্ডে ক্র্যাশ, পাইলট আহত।

১৩ মে ২০১৫: Mi-17 হেলিকপ্টার ক্র্যাশ, ৩ জন গুরুতর আহত।

২৯ জুন ২০১৫: F-7MB বঙ্গোপসাগরে বিধ্বস্ত, ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ।

১১ জুলাই ২০১৭: Yak-130 ক্র্যাশ, দুই পাইলট ভাগ্যক্রমে বেঁচে যান।

২৭ ডিসেম্বর ২০১৭: দুই Yak-130 মুখোমুখি সংঘর্ষে ক্র্যাশ করলো।

৩ জানুয়ারি ২০১৮: Mi-17 হেলিকপ্টার শ্রীমঙ্গলে ক্র্যাশ করলো।

১ জুলাই ২০১৮: K-8W বিমান ক্র্যাশ, দুই স্কোয়াড্রন লিডার নিহত

২৩ নভেম্বর ২০১৮: F-7BG ক্র্যাশ, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর মৃত্যু।

৯ মে ২০২৪: Yak-130 ক্র্যাশ, এক পাইলট নিহত, একজন গুরুতর আহত।

পুরনো ফাইটার জেট, বারবার দুর্ঘটনার ইতিহাস, তবু সচেতন সিদ্ধান্ত না নেওয়ার মানে কী?

কেন এই বিমানগুলো এখনো উড়ছে?
কেন প্রশিক্ষণ হচ্ছে জনবহুল এলাকায়?
আর কত মৃত্যু হলে ব্যবস্থা নেবে রাষ্ট্র?

বাচ্চাদের প্রতি আমার সফট কর্ণার অনেক বেশি। বাচ্চাকাচ্চা ভীষণ ভালোবাসি আমি। এই ফুলের মত প্রাণগুলো কতটা কষ্ট পেয়ে মারা গেছে। এখনো হাসপাতালে কতজন কাতরাচ্ছে। ভাবতেই পারছিনা সত্যি অসম্ভব ব্যাথা হচ্ছে চিন্তা করলে। আজ স্কুলে পা রাখা শিশুরা ঘরে ফিরল না। শিক্ষকেরা মারা গেলেন ক্লাসরুমে।

এটা ব্যর্থতা না, এটা অপরাধ।
আর কতদিন?

21/07/2025

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।

21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল..!💥
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষ বারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে..!🤔

আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে..!🥺😔😭😭

21/07/2025

হাজারো বাবা মা-র বুক খালি হয়ে গেলো,, হাজারো স্বজনদের আহাজারি,, হাজারো শিশুর চিতকার,,, শহরের বুক জুড়ে হাজারো লাশের গন্ধ,,,😭😥

হে আরশের মালিক অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন🤲

Pray For Milestone 🤲🤲

21/07/2025

নিষ্পাপ শিশুদের আর্তনাদে প্রকম্পিত পুরো দেশ😪

ঢাকার মত জনবহুল শহরে যুদ্ধবিমান ট্রেনিং কেন, এর দায় আসলে কার?এর দায় আসলে আপনার আমার এলাকার পরিবার পরিকল্পনা কল্যাণ সংস্থ...
21/07/2025

ঢাকার মত জনবহুল শহরে যুদ্ধবিমান ট্রেনিং কেন, এর দায় আসলে কার?
এর দায় আসলে আপনার আমার এলাকার পরিবার পরিকল্পনা কল্যাণ সংস্থার।
যখন ঢাকার এক কোনায় এসব নিরাপত্তা এরিয়া নির্ধারণ করা হয়েছিল তখন আপনার জন্মও হয়নি। এখন এসে ফেসবুক পেয়ে এসব প্রশ্ন করতেছেন! অনেক টা ভাড়াটিয়া বাসায় থেকে বাড়ির মালিক রে প্রশ্ন করা আপনি কে ভাই??
একটি দেশের প্রাণকেন্দ্র হচ্ছে তার রাজধানী আর সেই রাজধানী কেন বিশ্বের বসবাস অনুপযুক্ত শহরের তালিকায়? কখনও প্রশ্ন জেগেছে মনে? বহিশত্রুর প্রধান টার্গেট থাকে দেশের রাজধানী তেমনি আমাদের পেটের ভাত যুগানোর প্রধান টার্গেট ঢাকা!! কেন ভাই?
গত দুদিন আগে রংপুরের LPG স্টেশন এর দুর্ঘটনা টা যদি কোন কারনে ঢাকার একটা কোনায় হত, পারমাণবিক বিস্ফোরণ এর চেয়ে কম হতনা ক্ষয়ক্ষতির পরিমাণ।
পুরাতন মুড়ির টিনের বিমান দিয়ে যে আমরা বহিঃশত্রুদের জানান দিতে পারছি এটাই বা কম কিসে? দেশের রাজধানীকে নিয়ন্ত্রণ করতে পারিনা আমরা পুরো দেশ কিভাবে নিয়ন্ত্রণ করি নাকি নামকাওয়াস্তে সব ছেড়ে দিয়েছি আল্লাহ ভরসায়!!
আজ দেশের রুয়েট, বুয়েট, চুয়েট রাজপথে আন্দোলন করতেছে ১০ম গ্রেডের পলিটেকনিক এর স্টুডেন্ট এর সাথে পরীক্ষা দেবার সুযোগ চেয়ে। হায়রে দেশ!!
বুয়েটে করতেছে অটো রিক্সা নিয়ে গবেষণা যা আমার গ্রামের বাড়ির পাশের সাইকেল মেকার বহু আগে থেকেই পারদর্শী।
আজ পর্যন্ত প্রোপার একটা ট্রাফিক নিয়ন্ত্রণ সিস্টেমের লাইট ভার্সন জনসমক্ষে আনতে পারল না দেশের নামকরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলো, কেন ভাই? কি কাজে এদের পিছনে জনগনের টাকা খরচ করা হচ্ছে?
সত্যি কথা বলতে বুয়েট থেকে পাশ করে সিভিল ইঞ্জিনিয়ার সাইটে এসে মেজারমেন্ট টেপটাও এসে ঠিকমত ধরতে পারেনা। (বহু এরকম দেখেছি)
ইচ্ছা করে জিগাইতে অর্জিত সার্টিফিকেট এ ঝালমুড়ি মাখিয়ে খেলে ঝালমুড়ির দাম বাড়বে কিনা?

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
18/07/2025

খনার চিকিৎসা বচন (১)

“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”

অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।

খনার চিকিৎসা বচন (২)

“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”

অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।

খনার চিকিৎসা বচন (৩)

“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”

অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৪)

“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”

অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৫)

“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”

অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।

খনার চিকিৎসা বচন (৬)

“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”

অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।

খনার চিকিৎসা বচন (৭)

“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”

অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।

খনার চিকিৎসা বচন (৮)

“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”

অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

(সংগৃহীত)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A N M Sayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share