
19/07/2025
আমার মায়ের বড় ছেলে নাই আমরা ২ বোন। ভাইটা আমার ছোট। তাই আমার মায়ের যেকোনো বিপদে অবশ্যই আমি দৌড়াবো ইনশাআল্লাহ। এটা আমদের ২ বোনের দায়িত্ব ও কর্তব্য। কে কি করলো না করলো আমি আমার মা- বাবার পাশে থাকবো তাদের মৃত্যু অবধি এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইন-শা-আল্লাহ। আর আমার মায়ের এমন শিক্ষা না যে,আমি আমার সংসারের কাজ না করে কিছু করি। আমি সব দিক ঠিক রাখার যোগ্যতা রাখি। আলহামদুলিল্লাহ। আমাকে যে যেভাবে ডিজার্ভ করবে সেভাবেই পাবে। যে ভালোবাসার যোগ্য ভালোবাসা পাবে যে উসটার যোগ্য উসটা খাবে।