গল্প কথা -অন্যা :

গল্প কথা -অন্যা : THIS PAGE DEDICATED TO PERSONAL LIFESTYLES BLOG & DAILY WORK ISSUE'S OTHERS NEWS. SO PLEASE SUPPORT ❤
(75)

11/07/2025

🤍🤍🤍🤍🤍

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এ...
10/07/2025

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

01/07/2025

#ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই-২৪। 💔😢
"আমরা কখনো তোমাদের কে ভুলবো না" 🥺

28/06/2025

Happy Birthday Sir... ❤️💜🤍

১০০টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে একেকটি ডিভাইস। ঢাকাজুড়ে এমন ৫০টি এয়ার পিওরিফায়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিস...
01/05/2025

১০০টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে একেকটি ডিভাইস। ঢাকাজুড়ে এমন ৫০টি এয়ার পিওরিফায়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। সম্পূর্ণটাই বসবে পৃষ্ঠপোষকতায়। করপোরেশনের কোনো টাকা খরচ হবে না।

প্রতিটি যন্ত্রে বড়সড় এক 'সাকশন ইউনিট' থাকে। ঘন্টায় হাজার হাজার ঘনমিটার বায়ু টেনে নেয় এগুলো। এরপর ফিল্টারের সাহায্যে বাতাসের ধুলোবালি, ক্ষতিকর কণা, কিছু গ্যাসীয় দূষক ও দুর্গন্ধ শোষণ করে। সৌরশক্তি ব্যবহার করেও চালানো যায় এগুলো।

শুধু বাতাস পরিশোধন নয়, বায়ুদূষণের উৎস নিয়ন্ত্রণেও কাজ করছে সরকার। বায়ুদূষণ রোধে ২০ বছরের আগের ভাঙাচোরা যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেইসাথে যাদের বাসায় সোলার প্যানেল আছে, তাঁদের গৃহকরে ৫% ছাড় দেওয়ারও পরিকল্পনা চলছে।

ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

18/04/2025

Watch Full Video..!🤣

12/04/2025
09/04/2025

দেশের মানুষের দারিদ্র্যতার কথা বলতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিলেন ড.ইউনূস। এই মানুষটার প্রতি অন্যরকম একটা মায়া, মমতা, ভালোবাসা কাজ করে!🖤

08/04/2025

শোনো মহাজন, আমরা অনেক জন.✊🇧🇩🇵🇸

©Tahmid Mottaki Chowdhury

Address

Dhaka

Telephone

+8801734991451

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কথা -অন্যা : posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share