নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ

নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ, Digital creator, Dhaka.

আপনাদের নাটোরের ছেলে/মেয়েদের Reels /Long /Funny/Natoke/ দেখতে পেজ টি ফলো দিয়ে রাখুন। নাটোরের সকল ভাই বোনদের সাপোর্ট চাই ।ভালোবাসার সকল মানুষদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া।

গ্রাম থেকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ।।আল্লাহ্ রহমতে প্রায় সব বিভাগ দেখা শেষ।।এখন বাকি কিছু জেল...
15/07/2025

গ্রাম থেকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ।।

আল্লাহ্ রহমতে প্রায় সব বিভাগ দেখা শেষ।।
এখন বাকি কিছু জেলা।।

শুভ রাত্রী।।।
14/07/2025

শুভ রাত্রী।।।

এই নীল সমুদ্রের গভীরতায় হারিয়ে যেতে ইচ্ছে করে।নিস্তব্ধ ঢেউগুলো যেন হৃদয়ের নিঃশব্দ চাওয়াগুলো মনে করিয়ে দেয়।প্রতি ঢেউ এসে ...
12/07/2025

এই নীল সমুদ্রের গভীরতায় হারিয়ে যেতে ইচ্ছে করে।
নিস্তব্ধ ঢেউগুলো যেন হৃদয়ের নিঃশব্দ চাওয়াগুলো মনে করিয়ে দেয়।
প্রতি ঢেউ এসে যেমন তীরে ধাক্কা দেয়,
ঠিক তেমনই তোমার স্মৃতি এসে ভাসিয়ে নিয়ে যায় আমাকে।

এই সমুদ্রের মতোই তুমি — রহস্যময়, গভীর আর অতল।
তোমার এক চাহনিতেই হারিয়ে যাই,
তোমার এক কথায় ডুবে যাই ভালোবাসার নিঃশেষ সাগরে।

আজ সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু একটাই অনুভব —
"এই বিশাল নীল জলরাশির মতোই,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গভীরতা।"

#সমুদ্র #ভালোবাসা #মনহারানো #কবিতারমন #নীলভুবন

অনেক ক্লান্ত ছিলাম।।।তোমাকে দেখে সব ক্লান্ত দুর হলো।।প্রিয় কক্স।।
11/07/2025

অনেক ক্লান্ত ছিলাম।।।
তোমাকে দেখে সব ক্লান্ত দুর হলো।।
প্রিয় কক্স।।

জানি তুমি আছো গো বনপাড়াতে,ভালোবেসে আসবে কি নাটোরে?নাম ধরে বারেবারে ডাকবো না আর,ভুলেও চাইবো না আপন করে।বলবো না আর ভালোবাস...
10/07/2025

জানি তুমি আছো গো বনপাড়াতে,
ভালোবেসে আসবে কি নাটোরে?
নাম ধরে বারেবারে ডাকবো না আর,
ভুলেও চাইবো না আপন করে।

বলবো না আর ভালোবাসো তুমি মোরে,
থাকো সুখে দূরে দূরে মনভরে।
ভাঙা হৃদয় সয়ে নিই একা একা,
ভালোবেসে চেয়েছিলাম শুধুই দেখা।

দিন যায়, রাত নামে স্মৃতির পরে,
তবু তুমি আসো না নাটোরে।
তোমার শহর বনপাড়া রয়ে যায় মন জুড়ে,
আর আমি একলা হই শুধু কান্নার সুরে।

গানটি আমার নিজের লেখা
কেউ একটু সুর দেন।

আমার এক বন্ধুর স্যাকা খাইছে বনপাড়ার এক মেয়ের কাছে।।
গানটি তাকে উৎসর্গ করলাম।

🛑 ডিবি হারুনের ভাতের হোটেল আজ বন্ধ।এই সেই হারুন,যে এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই ধরে নিয়ে যেত।ডিবি অফিসে বসিয়ে চ...
09/07/2025

🛑 ডিবি হারুনের ভাতের হোটেল আজ বন্ধ।

এই সেই হারুন,
যে এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই
ধরে নিয়ে যেত।
ডিবি অফিসে বসিয়ে চর্মচোষা নির্যাতন চালাতো,
ভাঙত মন, পিষে ফেলত আত্মা।

তারপর ক্যামেরার সামনে জোর করে বসিয়ে
শো অফ করত—
“দেখুন, আমি কতো যত্ন করে ভাত খাওয়াচ্ছি।”
বাস্তবে সেই ভাত গলায় যেত চোখের পানি চেপে রেখে,
আর হৃদয়ে চলত যন্ত্রণার ক্ষুধা।

এই সেই হারুন সাহেব—
যে এক সময় ভিলেন ছিল রাষ্ট্রের পোশাকে,
আর পরবর্তীতে “মানবিক রাঁধুনি” নামের নাটক বানালো।

কিন্তু ইতিহাস ভুলে না।

আজ তার হোটেলে তালা ঝুলছে।
তালার ওপাশে পড়ে আছে নির্যাতিতদের আত্মার কান্না।

তারা-ই ছিলেন তার হাতের শেষ শিকার,
শেষ কাস্টোমার।

---

❌ জুলুম চিরস্থায়ী নয়।
হোটেল যতই “ভাত” দিক, ইতিহাস জানে সেটা “রক্তমাখা।”

---

#ডিবিহারুন #ভাতেরভিলেন #জুলুমেরচেহারা #প্রতিবাদেরনিচে_পিষে_ফেলা #ভাতখাওয়ানোরনাটক #হারুন_হোটেলবন্ধ

🕊️ আমার দাদির ভাই — বারেক দাদা(বৃটিশ আর্মির এক গর্বিত প্রাক্তন সদস্য)আমি আমার আপন দাদাকে কোনো দিন দেখি নাই…তবে আজ যখন আম...
09/07/2025

🕊️ আমার দাদির ভাই — বারেক দাদা
(বৃটিশ আর্মির এক গর্বিত প্রাক্তন সদস্য)

আমি আমার আপন দাদাকে কোনো দিন দেখি নাই…
তবে আজ যখন আমার দাদির ভাই বারেক দাদার পাশে বসে ছিলাম,
মন থেকে যেন আওয়াজ এলো —
"এই মানুষটিই হয়তো আমার দেখা না পাওয়া দাদারই ছায়া…"

🌾 আমার দাদির জন্মস্থান ছিল চাঁদপুর জেলার ছোট সুন্দর, মহময় গ্রামে।
সেখানেই বারেক দাদার জন্ম এবং এখনও তিনি সেখানেই আছেন।

📜 ১৯৬৫/৬৭ সালের দিকে আমার আপন দাদা চাঁদপুর থেকে নাটোরে বেড়াতে যান।
নাটোরের প্রকৃতি, পরিবেশ, মানুষ… সবকিছুর প্রেমে পড়ে যান তিনি।
ফলে, তিনি সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে নাটোরেই থাকার।
সাথে চলে আসেন আমার দাদি, চাচা, ফুফু ও দাদার ভাইয়েরাও।

🧔 আমার বাবার জন্মও হয় নাটোরে।
তিনি মাত্র একবার, ১৯৯৯ সালে, মামার বাড়ি চাঁদপুরে এসেছিলেন বারেক দাদাকে দেখতে।

✨ আর আমি — আলহামদুলিল্লাহ — ২০২৫ সালে
আমার দাদির পৈতৃক ভিটা নিজের চোখে দেখলাম।
সেই মাটির গন্ধ, সেই বাড়ির চিহ্ন… হৃদয়ে গেঁথে গেলো।

📸 আজ বারেক দাদা অনেক অসুস্থ।
তাঁর মুখে এখন আর আগের শক্তি নেই, কিন্তু চোখে ভেসে ওঠে জীবনের দীর্ঘ পথচলা…

দয়া করে সবাই এই সম্মানিত বৃদ্ধ দাদার জন্য দোয়া করবেন —
যিনি শুধু একজন মানুষ নন,
আমাদের পরিবারের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়।

🤲
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন,
ও তাঁর জীবনের সব নেক আমল কবুল করেন।

আমিন।

---

📍 "ছবির মানুষটি শুধু একজন দাদাই নন, তিনি আমাদের পারিবারিক শেকড়ের স্মৃতি ধরে রেখেছেন আজও।"
📍 "আমি আমার দাদাকে দেখিনি, তবে বারেক দাদার পাশে বসে সেই শূন্যতা আজ কিছুটা কম মনে হলো…"

ভাইটির  বাড়ি আমাদের  নাটোরে এই ভাইটি কিছুক্ষণ আগে  রায়মনি হাসমতের মোড় মোটর সাইকেল দুর্ঘটনা হয় 😭।  উনাকে  কেউ যদি চিনে থা...
09/07/2025

ভাইটির বাড়ি আমাদের নাটোরে এই ভাইটি কিছুক্ষণ আগে রায়মনি হাসমতের মোড় মোটর সাইকেল দুর্ঘটনা হয় 😭। উনাকে কেউ যদি চিনে থাকেন অথবা কোন আত্মীয়-স্বজন থাকেন। ত্রিশাল হসপিটালে যোগাযোগ করেন।উনি একটি কোম্পানিতে মার্কেটিং কাজ করে
মোবাইল:০১৯২৭১৯৮১৩৪
আকরাম হোসেন
post

09/07/2025

এই মুহুর্তে কুমিল্লা আলেখার চর থেকে সরাসরি আজকে বৃষ্টির খবর।

পোষ্টটি সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোদ রইল।তার পরিবার তার সন্ধান চাই।মেয়ে টি কে কোথায় দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগ কর...
09/07/2025

পোষ্টটি সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোদ রইল।
তার পরিবার তার সন্ধান চাই।মেয়ে টি কে কোথায় দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন।
01742687460 নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ.

সন্ধান চাই তার পরিবার।।যদি কেউ কোথাও কারো সাথে দেখে থাকেন।।আটকিয়ে তার পরিবার কে নক করুন।।স্কিন সটে তার পরিবারের সদ্যসের ...
08/07/2025

সন্ধান চাই তার পরিবার।।
যদি কেউ কোথাও কারো সাথে দেখে থাকেন।।
আটকিয়ে তার পরিবার কে নক করুন।।
স্কিন সটে তার পরিবারের সদ্যসের ফেসবুক আইডি দেওয়া আছে।

📍 কিশোরগঞ্জ কুলিয়ারচরআজকের একটি মর্মান্তিক ঘটনা… 😔৯ হাজার লিটার ডিজেল বহনকারী যমুনা তেলের গাড়ি একটি অটোরিকশাকে বাঁচাতে গ...
08/07/2025

📍 কিশোরগঞ্জ কুলিয়ারচর
আজকের একটি মর্মান্তিক ঘটনা… 😔

৯ হাজার লিটার ডিজেল বহনকারী যমুনা তেলের গাড়ি একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে খাদে পড়ে যায়।

🧍‍♂️ ড্রাইভার সহ আরেকজন আহত হয়েছেন এবং বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

🚛 গাড়িটিতে থাকা ৯ হাজার লিটার ডিজেল সম্পূর্ণ তেল রাস্তায় ছড়িয়ে পড়ে —
যা পুলিশ আসার আগেই অনেক এলাকাবাসী নিজেদের মতো করে সংগ্রহ করে নিয়ে যায়। 😞

📸 কিছু ছবি সেই লজ্জাজনক চিত্র বহন করছে।

---

😭 আমরা এমন কোথায় যাচ্ছি?
😭 মানবতা কোথায় হারিয়ে গেল?
😭 দুর্ঘটনা না হয়ে গেলে তেল লুটতো?

মানবতা জাগ্রত হোক, বিবেক ফিরে আসুক।

পেজ টি ফলো/পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

Address

Dhaka

Telephone

+8801317174128

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাটোরের ছেলের বাংলাদেশ ভ্রমণ:

Share