08/08/2025
আম্মাজান আয়েশা রাঃ হতে বর্ণিত।তিনি বলেন,
‘‘আমি রাসূলুল্লাহ(ﷺ)-কে বললাম,সাফিয়ার বেঁটে হওয়াটাই আপনার জন্য যথেষ্ট।এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের পানিতে মিশানো হয়, তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে!’'
(তিরমিযি,২৫০২।)
ব্যাখ্যাঃ এ হাদীস থেকে কয়েকটি কথা জানা যায়।
১)সতীনদের পারষ্পরিক বিদ্বেষ এমনি এক মজ্জাগত ব্যাপার যে,কোনো স্ত্রীলোক যতই পরহেজগার-মুত্তাকী হোক না কেন,তা কোনো আকারে তার থেকে প্রকাশ পাবেই।এই অনুভূতি নির্মূল করা সম্ভব নয়।তবে উত্তম শিক্ষার মাধ্যমে এই তিক্ততার পরিমাণ কমানো যেতে পারে।এ কারণেই রাসূল(ﷺ) ঠিক সময়ে আয়েশা রাঃ কে সতর্ক করে দিয়েছেন।
২)স্বামী বা পরিবার প্রধানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে,সে পরিবারের সদস্যদের দ্বীনি প্রশিক্ষণ ও নৈতিক সংশোধনের ব্যাপারে মুহূর্তের জন্যও অমনোযোগী হবে না।
৩)জিহ্বার ব্যবহার অর্থাৎ কথাবার্তা বলার সময় অত্যাধিক সচেতন থাকতে হবে। এক্ষেত্রে সামান্য অসতর্কতা দুনিয়া ও আখিরাতের দিকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।এ ব্যাপারে মহিলাদের সর্বাধিক সতর্ক থাকতে হবে।
…
[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ১৮২।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী। ]