Jariyah جارية

Jariyah جارية Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jariyah جارية, Dhaka.

নূহ (আঃ) এর মত নবীর ফলোয়ার সংখ্যা ছিল খুবই কম কিন্তু তারপরেও তিনি সফল। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সফলতার মানদন্ড নয়। সফলতার মানদন্ড হচ্ছে আল্লাহর ক্ষমা লাভ করা এবং জান্নাতে প্রবেশ করা।
Revival of Sunnah ➡️ Jariyah পেইজটি সম্পূর্ণ অলাভজনক একটি দ্বীনি প্লাটফর্ম। আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াতি কাজ করা। আমাদের সকল কন্টেন্ট কপিরাইট ফ্রী। দাওয়াতের উদ্দেশ্যে আমাদের কনটেন্ট

গুলো কপি, শেয়ার, রি-আপলোড করতে পারবেন। তবে দয়া করে মূলভাব পরিবর্তন করে বিকৃতভাবে উপস্থাপন করবেন না। এরকমটা করলে তার কোনো দায়ভার আমরা নেবনা।

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে :
https://www.facebook.com/107681237370672/posts/362809041857889/

আমাদের ইউটিউব চ্যানেল লিংক : https://youtube.com/channel/UCykQgqs5JJA2lCVeUzsKU7Q



নিজেদের ইসলামিক পেইজ বা হালাল প্রোডাক্ট প্রমোট অথবা আমাদের কোনো কন্টেন্টের স্পনসর হতে চাইলে মেইল করুন নিচের ঠিকানায়। যেহেতু অলাভজনক প্ল্যাটফর্ম তাই এই অর্থ শুধু পেইজ এবং দ্বীনের কল্যাণে ব্যয় করা হবে ইন শা আল্লাহ্।

[email protected]

অথবা প্রধান অ্যাডমিনের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। আইডি লিংক:
https://www.facebook.com/edulhassanofficial

সহকারী অ্যাডমিন আইডি লিংক:
https://www.facebook.com/famifuad

08/08/2025

আম্মাজান আয়েশা রাঃ হতে বর্ণিত।তিনি বলেন,
‘‘আমি রাসূলুল্লাহ(ﷺ)-কে বললাম,সাফিয়ার বেঁটে হওয়াটাই আপনার জন্য যথেষ্ট।এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের পানিতে মিশানো হয়, তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে!’'
(তিরমিযি,২৫০২।)
ব্যাখ্যাঃ এ হাদীস থেকে কয়েকটি কথা জানা যায়।
১)সতীনদের পারষ্পরিক বিদ্বেষ এমনি এক মজ্জাগত ব্যাপার যে,কোনো স্ত্রীলোক যতই পরহেজগার-মুত্তাকী হোক না কেন,তা কোনো আকারে তার থেকে প্রকাশ পাবেই।এই অনুভূতি নির্মূল করা সম্ভব নয়।তবে উত্তম শিক্ষার মাধ্যমে এই তিক্ততার পরিমাণ কমানো যেতে পারে।এ কারণেই রাসূল(ﷺ) ঠিক সময়ে আয়েশা রাঃ কে সতর্ক করে দিয়েছেন।
২)স্বামী বা পরিবার প্রধানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে,সে পরিবারের সদস্যদের দ্বীনি প্রশিক্ষণ ও নৈতিক সংশোধনের ব্যাপারে মুহূর্তের জন্যও অমনোযোগী হবে না।
৩)জিহ্বার ব্যবহার অর্থাৎ কথাবার্তা বলার সময় অত্যাধিক সচেতন থাকতে হবে। এক্ষেত্রে সামান্য অসতর্কতা দুনিয়া ও আখিরাতের দিকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।এ ব্যাপারে মহিলাদের সর্বাধিক সতর্ক থাকতে হবে।

[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ১৮২।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী। ]

07/08/2025

আয়িশা রাঃ বলেন,আমার এক অসুস্থতার সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, ‘‘তুমি যদি আমার আগে মৃত্যুবরণ কর তাহলে আমি তোমার তত্ত্বাবধান করে তোমাকে গোসল করিয়ে,কাফন পরিয়ে,তোমার জন্য সালাত আদায় করে তোমাকে দাফন করব।"
(সুনান ইবন মাজাহ,১৪৬৫;সুনানু দারিমি,৮১।)
আল্লামা মুফতি সাইয়িদ মুহাম্মাদ ইমামুল ইহসান রাহিমাহুল্লাহ বলেন, এর কারণ হল মৃত্যুর কারণে রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়তা ও বৈবাহিক সম্পর্ক ভঙ্গ হয় না।নিচের হাদীস থেকে তা জানা যায়।

উমার রা: এবং ইবন আব্বাস রা: বলেন,
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন -
‘‘কিয়ামতের দিন সকল সম্পর্ক ও বংশপরিচয় বিচ্ছিন্ন হয়ে যাবে;শুধুমাত্র আমার সম্পর্ক ও আমার বংশপরিচয় ছাড়া।"
(তাবারানী একাধিক নির্ভরযোগ্য সনদে।তাবারানী,আল মু'জামুল কাবীর,২৬৩৩,১১৬২১।)

[ফিকহুস সুনানি ওয়াল আসার,হাদীসভিত্তিক ফিকহ,২য় খন্ডের ১০৫ নং পৃষ্ঠা হতে নেওয়া।
অনুবাদ-শাইখ ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ]

06/08/2025

এক কুরআনপ্রেমিক আরব শাইখ,তার কুরআনি ভাবনাটুকু এভাবে তুলে ধরেছেন!
“ সবসময় চেষ্টা করি,রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে।তাহলে তাড়াতাড়ি ওঠা যাবে।দেরী করে ঘুমুতে গেলে ফজরের জামাত ধরা যায় না।ঘুম চোখে নামাজ পড়তে আমার একদম ভালো লাগে না।নিজেকে মুনাফিক মুনাফিক মনে হয়।খালি একটা আয়াত চোখের সামনে ভাসে:

“নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে,তিনি তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেন এবং তারা যখন সলাতের জন্য দাঁড়ায়,তখন শৈথিল্যভরে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে।"
(সূরা আন নিসা,১৪২)
→একটুখানি তাদাব্বুর,পৃষ্ঠা ৫&৬।
||শাইখ আতিক উল্লাহ||

04/08/2025

এতদিন পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও রাসূল ﷺ নিয়মিত জামা'আতে সালাতের ইমামতি করছিলেন।বৃহস্পতিবার (৮ই রবিউল আউয়াল) মাগরিবের সালাতেও তিনি ﷺ ইমামতি করেন।এরপর তাঁর অসুস্থতা বৃদ্ধি পায়।তিনি মসজিদে যেতে সক্ষম হন না।তখন তিনি ﷺ আবু বকর রাঃ-কে ইমামতি করার নির্দেশ দেন।
তাঁর অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে।তিনি এ সময়ে বারবার বলেছিলেন,
“সালাত!সালাতের বিষয়ে সাবধান! (কোনোরূপ অবহেলা করবে না) এবং তোমাদের দাস-দাসীদের(অধীনস্থগণের) বিষয়ে সাবধান!”
[ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ, আস সুনান ১/৫১৮। ]

সীরাত সূত্র: কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা,পৃষ্ঠা ১৪৩। শাইখ ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

উল্লেখিত হাদীসের ব্যাখ্যায় শাইখ আব্দুল গাফফার হাসান নদভী বলেন,
অর্থাৎ নামাজের প্রতি খেয়াল রাখো এবং অধিনস্থ লোকদের সাথে সদ্ব্যবহার করো,তাদের উপর অত্যাচার-নির্যাতন করো না।এ হাদীসে নামাজের জন্য তাকিদ ও অধীনস্থ কাজের লোকদের সাথে সদ্ব্যবহারের কথা একত্রে উল্লেখ করা হয়েছে।বাহ্যত এদিকে ইঙ্গিত করা হয়েছে যে,নামাজের মাধ্যমে আল্লাহর মহানত্ব এবং তাঁর ভয় মানুষের মনে বসে গেলে,সে সমাজের দুর্বল থেকে দুর্বলতম সৃষ্টির অধিকারের উপর হস্তক্ষেপ করার দুঃসাহস করতে পারে না।
[দেখুন ,এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ১৬২।]

04/08/2025

আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন:

‘‘তোমাদের কেউ যেন কোন কঠিন বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা না করে।যদি অগত্যা মৃত্যু কামনা করতেই হয় তাহলে সে যেন এভাবে বলেঃ হে আল্লাহ্! আপনি আমাকে বাঁচিয়ে রাখুন যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণ বয়ে আনে।অন্যথায় আমাকে মৃত্যু দিন যদি আমার মৃত্যু বরণ করাটা আমার জন্য কল্যাণ বয়ে আনে’’।
___ বুখারী,হাদীস ৬৩৫১।মুসলিম,হাদীস ২৬৮০।

ব্যাখ্যাঃ ইসলামে আত্মহত্যা তো দূরের কথা,মৃত্যু কামনা করা পর্যন্ত জায়েয নয়। কারণ আল্লাহ তা'আলার অসংখ্য নিয়ামতের মধ্যে জীবন অন্যতম বড় নিয়ামত।এই নিয়ামত নিঃশেষ হওয়ার কামনা করা মূলত নিয়ামতের অকৃতজ্ঞতা ও অমর্যাদার শামিল। তাই মৃত্যু কামনা করা একটি গোনাহের কাজ।

[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ১৩৪।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী।]

03/08/2025

তাওয়াক্কুলঃ
উমার ইবনুল খত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ ) -কে বলতে শুনেছি, [রাসূল (ﷺ ) বলেছেন] যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থ ভরসা কর তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিযক দান করবেন, যেরূপ পাখিকে রিযক দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয় এবং দিনের শেষে ভরা পেটে (বাসায়) ফিরে আসে।
সহীহ: তিরমিযী ২৩৪৪, ইবনু মাজাহ ৪১৬৪, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১০, মুসনাদে আহমাদ ২০৫, আবূ ইয়া'লা ২৪৭।
ব্যাখ্যাঃ পাখিদের সাথে উপমা দিয়ে রাসূলুল্লাহ (ﷺ ) এ সত্য তুলে ধরেছেন যে,হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকার নাম আল্লাহর উপর ভরসা (তাওয়াক্কুল) নয়;বরং আল্লাহর দেওয়া সুযোগ-সু্বিধা ও উপায়-উপকরণসমূহ কাজে লাগিয়ে ফলাফলের জন্য তাঁর উপর নির্ভর করার নামই হচ্ছে তাওয়াক্কুল।

[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ১০২।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী। ]

02/08/2025

রাসূলুল্লাহ (ﷺ )বলেছেন,
‘হে মানুষ! আল্লাহ তায়ালাকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অনুসন্ধান করো। কারণ, কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক প্রাপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে না। যদিও রিজিক লাভ করাটা তার জন্য বিলম্বিত হয়। সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাশ করো। যা হালাল, তা গ্রহণ করো; যা হারাম, তা পরিত্যাগ করো।’
(ইবনে মাজাহ, হাদিস : ২,১৪৪)

ব্যাখ্যাঃ এ হাদীসে কয়েকটি দ্বীনি সত্য তুলে ধরা হয়েছে।
১)কোনো ব্যক্তি যদি রিজিক লাভে ব্যর্থতা অথবা বিলম্ব অনুভব করে তবে তার হতাশ হওয়া উচিত নয়।আল্লাহ তা'আলা তার জন্য যে পরিমাণ রিজিক নির্ধারণ করে রেখেছেন তা সে বিলম্বে হোক বা ত্বরিতে,অবশ্যই লাভ করবে।
২)কোনো কোনো মানুষ আল্লাহর অবাধ্য হওয়া স্বত্ত্বেও বাহ্যত স্বাচ্ছন্দ্যে ও বিলাসিতার মধ্যে জীবন যাপন করছে।কিন্তু তা মূলত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি অবকাশ মাত্র। এর পরেই তাদের উপর আল্লাহর গযব নিপতিত হবে।প্রকৃত স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েশ কেবল আল্লাহ তা'আলার আনুগত্যের মাধ্যমে লাভ করা যায়।


[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ৯৮।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী। ]

01/08/2025

#বিপদাপদের সাওয়াব----

শাদ্দাদ ইবন আউস রাঃ বলেন,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
"মহান আল্লাহ বলেন,আমার কোনো মুমিন বান্দাকে যদি আমি বিপদে-কষ্টে ফেলি এবং তখন সে আমার দেওয়া বিপদের কারণে আমার প্রশংসা করে,তাহলে সে তার শয্যা থেকে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে উঠে।আর মহামহিমাময় প্রভু বলেন,আমি আমার বান্দাকে বেঁধে রেখেছি এবং তাকে বিপদগ্রস্থ করেছি।সে সুস্থ থাকা অবস্থায় তোমরা তার জন্য যে সাওয়াব লিখতে এখনও সেইরূপ সাওয়াব লিখতে থাকো।
➪ 𝙍𝙚𝙛𝙚𝙧𝙚𝙣𝙘𝙚: মুসনাদে আহমাদ,১৭১১৮।শাইখ শুয়াইব আরনাঊত রাহিমাহুল্লাহ বলেছেন,হাদীসটি সহীহ লি-গাইরিহি।
*হাদীসটি আল্লামা মুফতি সাইয়্যিদ মুহাম্মাদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ এর "ফিকহুস সুনানি ওয়াল আসার,হাদীসভিত্তিক ফিকহ" ২য় খন্ডের ৮৭ নং পৃষ্ঠা হতে নেওয়া।*

31/07/2025

বুরাইদা রাঃ বলেন,রাসূলুল্লাহ(ﷺ) আমাদেরকে খুতবা প্রদান করছিলেন। এমতাবস্থায় (শিশু) হাসান এবং হুসাইন (রাঃ) আসলেন।তাদের গায়ে দুইটি লাল জামা ছিল।তাঁরা হাঁটছিলেন এবং পদস্খলিত হয়ে পড়ে যাচ্ছিলেন(আছাড় খাচ্ছিলেন)।তখন রাসূলুল্লাহ(ﷺ) মিম্বার থেকে নেমে আসেন।তিনি তাদের দুইজনকে কোলে তুলে নেন এবং তাঁর নিজের সামনে রাখেন।অতঃপর তিনি বলেন,আল্লাহ সত্যই বলেছেন,
" তোমাদের ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি তো এক
পরীক্ষা। " (সূরা তাগাবুন,আয়াত ১৫।)
আমি এই দুই শিশুকে দেখলাম তারা হাঁটছে এবং পড়ে যাচ্ছে ,তখন আমি সবর করতে পারলাম না।আমার কথা কেটে দিলাম এবং তাদেরকে তুলে নিয়ে আসলাম।

➪ 𝙍𝙚𝙛𝙚𝙧𝙚𝙣𝙘𝙚:সুনান তিরমিযি,৩৭৭৪।ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন।
মুসনাদে আহমাদ,২২৯৯৫।
হাদীসটি আল্লামা মুফতি সাইয়্যিদ মুহাম্মাদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ এর "ফিকহুস সুনানি ওয়াল আসার,হাদীসভিত্তিক ফিকহ" ২য় খন্ডের ৪৯ নং পৃষ্ঠা হতে নেওয়া।

30/07/2025

রাসূলুল্লাহ (ﷺ) ইন্তেকালের পর উম্মে আয়মান রাঃ কে যখন তার কান্না নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন,
"আমি তাঁর(ﷺ) জন্য কাঁদিনি, আমি কী জানি না তিনি যেখানে গিয়েছেন সেটা এ দুনিয়ার চেয়ে তাঁর জন্য অনেক ভালো? কিন্তু আমি কাঁদছি আল্লাহর কাছ থেকে আসা ওহীর জন্য যা আমাদের মাঝে আসা বন্ধ হয়ে গেল।"
(ইবন সাদ,২/২, ৮৩-৮৪।)

➪ 𝙍𝙚𝙛𝙚𝙧𝙚𝙣𝙘𝙚:(বই- ‘মুহাম্মদ ﷺ, আরবের আদি ইতিহাস ও ঐতিহ্যনির্ভর জীবনী, পৃষ্ঠা ৪১৫।)

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

29/07/2025

🔴গা*জার পাশে দাঁড়ান 🔴

আজ তারা খাবার পাচ্ছে না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ হবে।

যার যা সামর্থ্য আছে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান।

অর্থ কালেকশন চলছে....
সার্বিক তত্ত্বাবধানে : প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
🔴 Reference (PFood)
Bkash :
+8801821505154 (Bkash Agent, Cash Out)
01690035544 (Personal)
Rocket :
018850381907 (Personal)
Nagad :
+8801870-078336 (Nagad Agent, Cash Out)
01885038190 (Personal)
01690035544 (personal).
——————
🏦Bank Details :
Bank Name : Islami Bank Bangladesh limited
Acccount Name : Abubakar Md. Zakaria
A/C No : 20501330201879708
Routing No : 125500948
Swift code : IBBLBDDH133
Branch : Kushtia branch

মূল পোস্টের লিংক: https://m.facebook.com/story.php?story_fbid=1277886040413656&id=100045768158768&mibextid=Nif5oz

আমাদের গা*জার ভাই বোনদের জন্য দোআ ছাড়া কিছুই তো করতে পারছি না। অন্তত যে যা পারি আর্থিকভাবে সাহায্য করি তাদের।

29/07/2025

" কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার অপেক্ষা দামী কোনো জিনিস দান করতে করতে পারে না।"
(তিরমিযী,আস সুনান:হা/১৯৫২।)

ব্যাখ্যাঃ অর্থাৎ পিতা-মাতার পক্ষ থেকে সন্তানদের জন্য উত্তম রীতিনীতি,আচার-ব্যবহার ও সৌজন্যবোধ শিক্ষা দেওয়ার চেয়ে অধিক ভালো ও মূল্যবান আর কোনো উপহার-উপঢৌকন হতে পারে না।

[এন্তেখাব হাদীস,পৃষ্ঠা ৬৫।শাইখ আব্দুল গাফফার হাসান নদভী। ]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jariyah جارية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jariyah جارية:

Share