
19/08/2025
মারমা সম্প্রদায়ের মানুষদের একটা জিনিস আমার বেশ ভালো লাগে।
রাস্তার পাশে পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য বটবৃক্ষের বা বড় গাছের নিচে একটা ছোট্ট ছাউনি তৈরী করে প্রায়ই প্রতিদিন সেখানে মাটির তৈরী মটকা তে পানির ব্যবস্থা করে।
এইটাকে তাদের ভাষায় " রিফোং ঝাং " বলে। 💙🌼
রি অর্থ পানি ফোং অর্থ ঢাকনি (যে পাত্রে পানি ঢাকুনি দিয়ে রাখা হতো ) আর চাং/ঝাং এর অর্থ মাচা ঘর বা উঁচু ঘর।
পাহাড়ের এক সময় রাস্তা মোড়ে (রিফোং ঝাং) ছনের ছাউনি মাচা ঘরে মাটির পাত্রে পানি রাখা হতো।
তখনকার বর্তমান সময়ের মতো রাস্তায় রাস্তায় দোকান পাট ছিলনা। দূরদূরান্ত থেকে পথিকরা হেটে বাজার কিংবা গ্রাম থেকে গ্রামে যাওয়ার বাস্তায় মোড়ে (রিফোং ঝাং) রাখা হতো, ক্লান্ত পথিকরা বিশ্রাম নিতো পানি তৃষ্ণা মেটাতো।
মারমারা বিশ্বাস করে যে,পানি অপর নাম জীবন তাই পানি দান করলে অচিন্তনীয় পূর্ণ লাভ করে। তাই এটিও একটি ধর্মের কাজ বলে পরবর্তী সময়ে রিফোং ঝাং এর (ধর্ম ঘর) নামে পরিচিত লাভ করে। এখনো দেখি, সাংগ্রাই বা কোন ধর্মীয় অনুষ্ঠানে সেচ্ছায় মারমা তরুন তরুণীরা ঠান্ডা শরবত পানি বিনামূল্যে দান করে থাকে।
এইটা প্রায়ই মারমা গ্রামে আমি দেখেছি। এই মানবিক গুণাবলি গুলো আমাদের তাদের থেকে শেখা উচিত 🌼🌼