12/07/2025
যেখানে ন্যায়ের দাবিতে কণ্ঠ তুললেই মৃত্যুর আদেশ—সেই দেশ কি আমার জন্মভূমি হতে পারে?"
"চাঁদে যাওয়া নিয়ে গর্ব, অথচ ন্যায়ের পক্ষে দাঁড়ানোয় পিঠ ভাঙা হয়—এ কোন সভ্যতা?
"এই দেশ চাঁদে যায়, কিন্তু সত্য বললেই মাটিতে ফেলে পেটায়।
অপরাধ কী ছিল?—আমি শুধু সত্য বলেছিলাম।"
"ন্যায়ের জন্য দাঁড়ালে, লাশ হয়ে শুয়ে পড়তে হয় এই দেশে।"
চাঁদে পৌঁছানোর গর্বে যারা ভাসে, তারা মাটিতে পিষে ফেলে প্রতিবাদী কণ্ঠকে!
এই দেশ আমার জন্মভূমি, কিন্তু আমার কণ্ঠের স্বাধীনতা নেই!"
একটি দেশ তখনই অন্ধ হয়, যখন সত্যকেই শত্রু ভাবে।"জন্মই কি আমাদের সবচেয়ে বড় অপরাধ ছিল?"কথা বলার চেয়ে চুপ থাকাই নিরাপদ—এই কি আমাদের স্বাধীনতা? 😭😭