TNB.24NEWS-Tangail News Bell

TNB.24NEWS-Tangail News Bell Shining News, Shining Allo
news media

লেফটেন্যান্ট তৌকির ইসলামকে আজ রাজশাহীর উপশহর ঈদগাহ মাঠে আসরের নামাজের পর জানাজা শেষে সুপরা কবরস্থানে সমাহিত করা কবে ।
22/07/2025

লেফটেন্যান্ট তৌকির ইসলামকে আজ রাজশাহীর উপশহর ঈদগাহ মাঠে আসরের নামাজের পর জানাজা শেষে সুপরা কবরস্থানে সমাহিত করা কবে ।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)
সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।
যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।
এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আহত শতাধিকের মধ্যে বেশিরভাগ...
21/07/2025

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আহত শতাধিকের মধ্যে বেশিরভাগই স্কুল শিশু

13/07/2025

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল কমিশন বা বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

17/06/2025

ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি [email protected] ইমেইলে পাঠাবেন প্লিজ 🙂

কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।

আর অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে [email protected] এ এগুলো প্রেরণ করুন।

কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়বো, ইনশাআল্লাহ।

মূল পোস্ট কমেন্টে দেয়া থাকবে- উপরের এই দুই টা ব্যপার ছাড়া অন্য কোন ব্যপারে ইমেইল না করাই ভাল হবে।

ধন্যবাদ

[সহযোগিতা পোস্ট]

06/06/2025

'২০২৬ সালের এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন।'
প্রধান উপদেষ্টা

25/05/2025

কোরবানির কাঁচা চামড়া ১০দিন পর ঢাকায় ঢুকবে না:
বাণিজ্য উপদেষ্টা

25/05/2025

সিম রেজিষ্ট্রেশনে নতুন নিয়ম
১ জনের নামে ১০টির বেশি সিম রেজিষ্ট্রেশন করা যাবে না। যাদের ১০টি বেশি আছে সেগুলো ট্রান্সফার করতে হবে।

  মালয়েশিয়া শ্রম বাজার
15/05/2025


মালয়েশিয়া শ্রম বাজার

10/05/2025

যুদ্ধবিরতি ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাধুবাদ ড. ইউনূসের

06/05/2025

হুইলচেয়ারে চলাচল করা খালেদা জিয়া সবাইকে অবাক করে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়িতে ঢোকেন

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজন...
05/05/2025

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এই অভিযোগে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।
.24NEWS /Tangail News Bell

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when TNB.24NEWS-Tangail News Bell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNB.24NEWS-Tangail News Bell:

Share