Saiful's Homoeo Vlog's

Saiful's Homoeo Vlog's হোমিওপ্যাথিকে সবার মাঝে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য...

বিরল প্রতিভার অধিকারী, আমৃত্যু আর্তমানবতার সেবায় নিবেদিত প্রান, কালজয়ী মহাপুরুষ, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক- ক্র...
02/07/2024

বিরল প্রতিভার অধিকারী, আমৃত্যু আর্তমানবতার সেবায় নিবেদিত প্রান, কালজয়ী মহাপুরুষ, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক- ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান ১৮৪৩ সালের ২ জুলাই ইহধাম ত্যাগ করতে বাধ্য হলেন। মৃত্যুকালে তিনি বলতে পেরেছিলেন-

"আমি বৃথা জীবন ধারণ করি নাই।"

মৃত্যুদিনে তার স্মৃতির প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা।
"জয় হোক হোমিওপ্যাথির"

18/05/2024

সরকার হোমিওপ্যাথি চিকিৎসার উপর জোর দিচ্ছে, বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। জানিয়েছেন ভবিষ্যতে প্রত্যেক শিল্প কারখানায় হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগ করা হবে।

Saiful's Homoeo Vlog's

03/04/2024

ডিএইচএমএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে...
অতি দ্রুতই বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের ওয়েবসাইটে সকলেই দেখতে পারবো ইনশাআল্লাহ।

♣Time for chicken pox♣সময় এখন জল বসন্তের। বসন্তের সাতকাহনের আদিখ্যেতা।>>>এস,বি, সবুজ মন্ডল
22/03/2024

♣Time for chicken pox♣
সময় এখন জল বসন্তের।
বসন্তের সাতকাহনের আদিখ্যেতা।
>>>এস,বি, সবুজ মন্ডল

ব্রণ কি কি কারনে হতে পারে ও এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনার চেষ্টা করছি...পরিণত বয়সেও নিয়মিত ব্রণের সমস্যায় ভুগ...
26/02/2024

ব্রণ কি কি কারনে হতে পারে ও এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনার চেষ্টা করছি...

পরিণত বয়সেও নিয়মিত ব্রণের সমস্যায় ভুগছেন?
যে কোনো ঋতুতেই পিছু ছাড়ছে না ব্রণ?
আবার এমনও হচ্ছে, ব্রণ চলে গেলেও রয়ে যাচ্ছে কালচে দাগ!!!

তবে এখন প্রশ্ন হচ্ছে– পরিণত বয়সেও ব্রণ হয় কেন? প্রতিদিনের জীবনযাত্রায় খাওয়া-দাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূষণ সব কিছুর ওপরই নির্ভর করে ত্বকের স্বাস্থ্য। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনার প্রতিদিনের জীবনযাত্রার প্রতি নজর দিতে হবে।

আসুন জেনে নিই ব্রণের সমস্যা থেকে বাঁচতে কী করবেন আর কি করবেন না...

১. অতিরিক্ত মানসিক চাপের কারণেও ত্বকে ব্রণ হতে পারে। তাই মানসিক চাপ কমিয়ে প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমোতে হবে।

২. কাজের প্রয়োজনে হয়তো ফোন দিয়ে কথা বলে যাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। ফোনে কথা বলার সময় ত্বকে চাপ পড়ে। ফোনে ও হাতে থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, যা খালি চোখে দেখা যায় না। এদের কারণেও ত্বকে ব্রণ হয়ে থাকে। তাই ফোনে কথা বলার সময় ব্যবহার করুন হেডফোন।

৩. নিয়মিত মেকআপ করলে ব্রাশ ও স্পঞ্জ পরিষ্কার করুন। মেকআপ সামগ্রী বারবার ব্যবহারের ফলে এতে জন্মায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া। এসব ব্যাকটেরিয়া থেকেও হতে পারে ব্রণ। তাই মেকআপ সামগ্রী সব সময়ে পরিষ্কার রাখুন।

৪. ঘন ঘন মুখ ধোয়ার কারণে ত্বকে ব্রণ হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। তাতেও কিন্তু বাড়তে পারে অ্যাকনের সমস্যা।

৫. মেনোপজ, মাসিক ঋতুচক্রের আগে ও পরেও অনেকের ব্রণ হয়। যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য ওষুধ খান, তাদেরও এ সমস্যা হতে পারে। এসব বিষয় নিয়ে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

৬. ত্বক ভালো রাখার জন্য ডায়েটে বাদ দিন প্রসেসড সুগারযুক্ত খাবার। প্রসেসড সুগার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়ার পাশাপাশি টেস্টোস্টেরনের মাত্রাও বাড়িয়ে দেয়। হরমোনের ভারসাম্য নষ্ট হলে ডিপ সিস্টিক অ্যাকনে দেখা দেয় মুখের ত্বকে, যা বেশ যন্ত্রণাদায়ক, তেমনই দাগ রেখে যায় অনেক সময়।

৭. দুধের মতো ডিমও অনেক সময় ত্বকের সমস্যার কারণ হতে পারে। ডিম থেকে অ্যাকনে, অ্যাকজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা দেখা যায়।

৮. প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান ত্বক ভালো রাখে। এছাড়াও আরও অনেক উপায়ে ত্বক ভালো রাখা যায়।

এবার আসুন জেনে নেই ব্রনের সমস্যায় কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবহার...

ব্রণের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সম্পর্কে আলোচনা করবো ও জানবো...
যুবক, যুবতী সহ সকল বয়সী মানুষের ব্রণ দূর করার হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে...

♦♦♦
Calceria picreta
১৩ থেকে ২০ বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ দূর করার একটি কমন হোমিওপ্যাথিক ঔষধ হল ক্যালকেরিয়া পিক্রেটা (Calceria Picreta).

Kali Brom
কেলি ব্রোম (Kali Brom): যাদের মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হয় কেলি ব্রোম তাদের ক্ষেত্রে (Kali Brom) খুব ভালো কাজ করে। ব্রণ থেকে যদি ভাতের মতো পদার্থ বের হয় তাহলে (Kali Brom) কার্যকরী। এছাড়াও মুখে, বুকে, কাধে এবং ঘাড়ের ব্রণ দূর করার ক্ষেত্রে (Kali Brom) সর্বোৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ । ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ ক্লার্কের মতে, ”খুব কম ব্রণই আছে যা (Kali Brom) নিরাময় হয় না।” সাধারণ মুখের ব্রণ ও চর্মস্ফীতিযুক্ত বয়ঃব্রণের ক্ষেত্রে (Kali Brom) একটি উত্তম ঔষধ। অতিরিক্ত কামচর্চা ও হস্তমৈথুনকারী ব্যাক্তিদের বয়ঃব্রণ দূর করার চিকিৎসায় কার্যকরি একটি শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ।

Pulsatilla
পালসেটিলা (Pulsatilla) যদি ব্রণ রিচ ফুড/সমৃদ্ধ খাবার (সমৃদ্ধ খাদ্য যা ক্যালরিতে ভরা হওয়ার কারণে অল্পেই পেট ভরে যায়) বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর থেকে খারাপ হয় এবং গরমে বা উত্তাপে বৃদ্ধি হয় তখন আসবে পালসেটিলা (Pulsatilla)। এটি বিশেষত বয়ঃসন্ধিকালীন সময়ে বা ‍ঋতুস্রাবের কাছাকাছি সময়ে ব্রণ ফেটে যায়, রোগীর গরম পছন্দ নয়, তাজা খোলা বাতাস রোগির খুবই পছন্দ থাকে ।

Calcarea Sulph
মুখে পুঁজযুক্ত বা রক্তের ছিটযুক্ত ফুস্কুড়ি জন্মাতে থাকলে ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulphurica) ভাল কাজ করে থাকে।

Calcarea Phos
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos): মেয়েদের মুখের ব্রণে এটি একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ।

Sanguinaria Canadensis
স্যাঙ্গুইনেরিয়া (Sanguinaria Can) যে সকল নারীদের অল্প ঋতুস্রাব হয় এবং যাদের রক্ত সঞ্চালন ক্ষীণ
(লো প্রেসার) তাদের ব্রণে (Sanguinaria Can) ওষুধটি উপকারী।

Sulphur Iod
সালফার আয়োড (Sulphur Iod) তরুন-তরুনীদের মুখে ব্রণ, ব্রণে পুঁজ সহ প্রচন্ড ব্যথা হলে সালফার আয়োড (Sulphur Iod) বেশ উপকারী।

Bovista
অতিরিক্ত কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ফলে ব্রণ হলে বোভিষ্টা (Bovista) বেশ উপকারী।

Thuja occidentalis
থুজা অক্সিডেন্টালিস (Thuja occi) মুখের ব্রণের জন্য থুজা একটি ভাল হোমিওপ্যাথিক ঔষধ। ব্রণের ভেতর থেকে যদি চালের মত বের হয় তাহলে Thuja প্রয়োগে তা আরোগ্য লাভ করতে সহায়তা করে ।

Berberis Aquifolium
বার্বেরিস একুইফোলিয়াম Q (Berberis Aquifolium): দীর্ঘদিনের বয়ঃব্রণে “বার্বেরিস একুইফোলিয়াম” বাহ্যিক ও আভ্যন্তরিকভাবে প্রয়োগে বিশেষ উপযোগী বলে প্রমাণিত হয়েছে। Dr. Dewey এর মতে “চামড়া রূক্ষ, খসখসে এবং বয়ঃব্রণ কিছুতেই আরোগ্য হতে চায় না, সেখানে বার্বেরিস একুইফোলিয়াম উপযোগী (Berberis Aquifolium is useful where the skin is rough and the acne persistent.)’’। ডাঃ বোরিকও ঔষধটির বিশেষ প্রশংসা করেছেন। ঔষধটির মূল অরিস্ট ১ থেকে ২ বিন্দু মাত্রায় দিনে ২ বার খেতে হবে। এবং বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে তুলায় করে অলিভ অয়েলের সাথে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে।
এটি ব্যবহারে অনেকের মুখের কালো দাগ ও ত্বক উজ্জ্বল হতেও দেখা গিয়েছে।

Sulphur
সালফার (Sulphur) পুরাতন ব্রণের রোগীদের জন্য উপযোগী। অত্যন্ত ফাটা ব্রণের জন্য এটি খুব দরকারী হোমিওপ্যাথিক ওষুধ।

Calcarea Carb
ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb) শীতকাতর ও অতি মাত্রায় ঘামে এমন রমনীদের যৌন সম্ভোগপ্রবৃত্তি দমন করে রাখার কারণে বয়ঃব্রণ হলে ক্যালকেরিয়া কার্ব ভাল কাজ করে।

Acid Phos
এসিড ফস (Acid Phosphoricum): হস্তমৈথুন বা অতিরিক্ত শুক্রানুক্ষয় জনিত কারনে মুখে ব্রণ উঠলে এসিড ফস (Acid Phosphoricum) অত্যন্ত কার্যকরী একটি ঔষধ।

Antim Crud
এন্টিম ক্রুড (Antim Crud) মুখমন্ডলের উপরেই বিশেষভাবে প্রকাশ পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র, লাল বর্নের বয়ঃব্রণ, হজমজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি, মাতালদের ও যাদের জিহ্বায় ঠিক দুধের মত সাদা প্রলেপ থাকে তাদের মুখের ব্রণ চিকিৎসায় এন্টিম ক্রুড অধিক কার্যকারিতার সাথে ব্যবহার হয়ে থাকে।

Aurum Mur Nat
অরাম মিউর নেট্রোনেটাম (Aurum Muriaticum Natronatum) বাত-ব্যথা ও জরায়ুপীড়া গ্রস্থ মহিলাদের চিকিৎসায় কাজে লাগতে পারে।

Arsenicum Brom
আর্সেনিক ব্রোমেটাম (Arsenicum Bromatum) ব্রণের উপর ইহা একটি অত্যুৎকৃষ্ট হোমিও ঔষধ হতে পারে।

Psorinum
সোরিনাম (Psorinum): সব ধরনের সাধারণ ব্রন, গোলাপী রঙের ব্রন ঋতুকালে বাড়ে, কফি, চর্বিযুক্ত, চিনিযুক্ত খাদ্যে, মাংস খেলে বেড়ে যায় যখন অন্য কোন সুনির্বাচিত ওষুধ প্রয়োগে সঠিক আরোগ্য হয়না তখন সোরিনাম (Psorinum) প্রয়োগের দরকার পড়ে।

Natrum Mur
নেট্রাম মিউর (Natrum Mur): শুষ্ক চেহারা, কাঁচা লবণ খেতে ভালবাসে এবং গোসলে রোগের উপশম এরুপ ব্যক্তির ব্রণে নেট্রাম মিউর উপকারী।

বিঃ দ্রঃ-
হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি একটি সাদৃশ্য বিধানের চিকিৎসা পদ্ধতি, তাই এগুলো লক্ষণের সাথে কারো কোন লক্ষণ মিলে গেলে নিজে নিজে ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকুন। আপনার ব্রণের সমস্যা পরিলক্ষিত হলে নিকটস্থ হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের নিকটে শরণাপন্ন হোন।

ধন্যবাদ।

02/11/2023

আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ আজ মহান জাতীয় সংসদে পাস হলো।

ডিএইচএমএস সকল বর্ষের পরীক্ষার রুটিন
17/10/2023

ডিএইচএমএস সকল বর্ষের পরীক্ষার রুটিন

13/03/2023

আগামীকাল ডিএইচএমএস পরীক্ষার ফলাফল প্রকাশের খুবই সম্ভাবনা রয়েছে।

হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে ও শরীরে এ ওষুধ দ্রুত কাজ করানোর পদ্ধতি...♦হোমিওপ্যাথিঃইহা হলো জার্মান চি...
09/03/2023

হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে ও শরীরে এ ওষুধ দ্রুত কাজ করানোর পদ্ধতি...

♦হোমিওপ্যাথিঃ

ইহা হলো জার্মান চিকিৎসক ডা. স্যামুয়েল হ্যানিম্যান কর্তৃক ১৭৯০ সালে উদ্ভাবিত এক চিকিৎসা পদ্ধতি।
হোমিওপ্যাথি হল একটি বৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ১৭৯০ সালে জার্মান চিকিৎসক ডা. স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন। প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিশ্বাস করেন- যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে একটি রোগের উপসর্গ সৃষ্টি করে সেই একই পদার্থ অসুস্থ মানুষের মধ্যে একই ধরনের উপসর্গ নিরাময় করতে পারে। এই মতবাদকে বলা হয়- সিমিলিয়া-সিমিলিবাস-কিউরেন্টার, বা "সদৃশ সদৃশকে আরোগ্য করে"। হোমিওপ্যাথিক ঔষধকে রেমিডি বলা হয় এবং হোমিওপ্যাথিক ডায়োলেশন ব্যবহার করে তৈরি করা হয়। সকল হোমিওপ্যাথিক চিকিৎসকরা দাবি করেন যে, এই ধরনের প্রস্তুতকৃত ঔষধ, রোগীকে খাওয়ানোর পরে রোগের চিকিৎসা বা নিরাময় করতে পারে।
যত রোগ আছে তার পেছনের কারন হলো "মায়াজম"।
ডা. হ্যানিম্যান বিশ্বাস করতেন সকল অসুখের মূলে রয়েছে "মায়াজম" নামক একধরনের প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথিক ওষুধ এই "মায়াজম" দূর করার জন্য শতভাগ কার্যকর। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে যে সকল প্রাসঙ্গিক বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে তা হোমিওপ্যাথির পুরোই বিপরীত।

♦হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করেঃ

সদৃশ ওষুধ কীভাবে আমাদের দেহে কাজ করে? প্রথমেই আমাদের জানা দরকার জীবনী শক্তির কাজ সম্পর্কে। মানব দেহে সংঘটিত সকল কাজের ক্ষমতার উৎস হলো জীবনী শক্তি। আমাদের দেহ জীবনী শক্তির ক্ষমতাবলে ভাইটাল ফোর্স প্রয়োগ করে নিদিষ্ট নিয়মকানুন অনুসারে সুস্থ, অসুস্থ ও আরোগ্যের সময় যাবতীয় কাজ সম্পন্ন করে।
(তথ্য : ডা. সামুয়েল হ্যানেমান- "অর্গানন অব মেডিসিন" ৬ষ্ঠ সংস্করণ, অনুচ্ছেদ ৯-১৫)
চিকিৎসা বিজ্ঞানী হোমিওপ্যাথিক আবিষ্কারক ডা. সামুয়েল হ্যানিম্যান বলেছেন, হোমিওপ্যাথিক ওষুধ স্নায়ুর মাধ্যমে কাজ করে। ওষুধ যাতে বেশিসংখ্যক স্নায়ুকে স্পর্শ করে ভালোভাবে কাজ করতে পারে, এ জন্য ওষুধের একটি অনুবটিকাকে পানিতে দ্রবীভূত করে প্রয়োগ করতে হবে। জিহ্বা, মুখ ও পাকস্থলির স্নায়ুগুলো খুব সহজেই এই ওষুধের ক্রিয়া গ্রহণ করতে পারে। নাকে ও শ্বাসযন্ত্র দিয়ে ঘ্রাণ এবং মুখ দিয়ে আঘ্রাণ নিলেই সংশ্লিষ্ট আবরণীর ওপরের স্নায়ুও এ কাজে সাহায্য করতে পারে, বিশেষত একই ওষুধ যদি মর্দনের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণভাবেও প্রয়োগ করা হয়।
চিকিৎসা বিজ্ঞানী ডা. হ্যানিম্যান তার বিশ্বখ্যাত "অর্গানন অব মেডিসিন" পুস্তকে উল্লেখ করেছেন, হোমিওপ্যাথিক ওষুধের কাজ দুই ধরনের (১) রোগ সৃষ্টি করা ও (২) রোগ আরোগ্য করা। তিনি তার নিজের ও ৫০ জন সহকর্মীর সুস্থ দেহে প্রায় ১০০টি ওষুধ স্থূলমাত্রায় বার বার প্রয়োগ করে পরীক্ষণ করেন। তখন এসব ওষুধের লক্ষণ তাদের ওপর প্রকাশ পায়। সেই লক্ষণগুলো ভাল ভাবে সংগ্রহ করে হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকায় এবং রেপার্টারি গ্রন্থে তা লিখে রাখেন। যাতে চিকিৎসার সময় এগুলো ব্যবহার করা যায়।
অপরদিকে রোগী চিকিৎসার সময় ডা. হ্যানিম্যান রোগীর রোগ লক্ষণের সদৃশ লক্ষণ সম্পন্ন ওষুধ সূক্ষ মাত্রায় প্রয়োগ করে রোগীকে আরোগ্যর পদ্ধতি আবিষ্কার করেন। ১৭৯০ সালে আবিষ্কৃত তার এ চিকিৎসা পদ্ধতির নামই হলো হোমিওপ্যাথি। তিনি আরো প্রমাণ করেন যেকোনো ওষুধ সুস্থ মানুষের ওপর যে রোগ লক্ষণ সৃষ্টি করে তা সৃদশ লক্ষণের রোগীকে আরোগ্য করতে পারে। অর্থাৎ ওষুধের রোগ সৃষ্টিকারী ক্ষমতার মাধ্যমেই এর রোগ আরোগ্যকারী ক্ষমতা নিহিত।
অতএব, মহাত্মা হ্যানিম্যান ও তার পরবর্তী গবেষণায় প্রমাণিত হয়েছে যে, হোমিওপ্যাথিক ওষুধ স্নায়ুর মাধ্যমে কাজ করে।

♦হোমিওপ্যাথি যেভাবে দ্রুত কাজ করেঃ

যেকোনো ছোট বা জটিল শারীরিক সমস্যায় অনেকেই আছেন অ্যালোপ্যাথির পরিবর্তে পুরোপুরি ভরসা রাখেন হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি মূলত বিভিন্ন উদ্ভিদের থেকে সংগ্রহ করা রস। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে অনেকে মনে করেন। তবে নিয়ম না মেনে খেলে এ ওষুধ থেকেই হতে পারে নানান শারীরিক সমস্যা।
অনেক সময় দেখা যায়, ওষুধ খাওয়ার পর তা কাজ করছে না। এমন পরিস্থিতিতে কী করবেন তা কি জানা আছে? মনে রাখবেন, যখনই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করবেন, তার দুই সপ্তাহ আগে থেকেই নিজের শরীরকে এ ওষুধের জন্য তৈরি করে নেবেন। কোনোরকম নেশাজাতীয় বদঅভ্যাসে যুক্ত থাকলে তা ছেড়ে দিতে চেষ্টা করুন। একেবারে না পারলে অন্তত ওষুধ খাবার সময়টাতে বন্ধ রাখুন।হোমিওপ্যাথি খাওয়ার আগে পানিতে ভালো করে মুখ কুলিকুচি করে নিন। বিশেষত কিছু খাওয়ার পর মুখ না ধুয়ে কখনোই ওষুধ খাবেন না।
হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে কিছু না খাওয়াই ভাল। এমনকি পানি খাওয়া থেকেও বিরত থাকুন। হোমিও ওষুধ দানা আকারে থাকলে তা কখনোই সরাসরি হাতে নিয়ে খাবেন না। ওষুধ খাবার সময় পরিষ্কার টিস্যুর সাহায্য নিতে পারেন।
এভাবে খেলে এক মাসের মধ্যে ওষুধের কার্যকারিতা শতভাগ লক্ষ করা যাবে আপনার শরীরের মধ্যে।

পরিশেষে বলি - দিন দিন পুরো পৃথিবীতেই হোমিওপ্যাথিক ওষুধের গ্রহণযোগ্যতা বাড়ছে, তাই আপনি ও আপনার পরিবারকে সব সময় হোমিওপ্যাথিক ওষুধ সেবন করান। সকল ক্ষেত্রে পার্শ্ব-প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করুন দেখবেন সবকিছু বদলে যাবে। সকল প্রকার অসুখ বিসুখ থেকে সব সময় মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে জীবনীশক্তি জীবের সব ক্ষমতার উৎস এটা উপলব্ধি করে হোমিওপ্যাথিকে চিকিৎসা ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে যতই ব্যবহার করা যাবে জনস্বাস্থ্যের ততই উন্নতি হবে।
তাই,
"হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ্য থাকুন"

শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় শাক হল পালং শাক। এটা খেতে খুবই সুস্বাদু পাশাপাশি পালং শাকের গুনাগুন অনেক। জেনে নিন পালং শাক...
05/02/2023

শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় শাক হল পালং শাক। এটা খেতে খুবই সুস্বাদু পাশাপাশি পালং শাকের গুনাগুন অনেক। জেনে নিন পালং শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ।

♦পালং শাকের পুষ্টিগুণঃ
পালং শাকে ফলিক অ্যাসিড, ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন B2 আছে। এছাড়াও পালং শাকে ভিটামিন কে, আয়রন ও ম্যাগনেসিয়াম আছে।

শীতকালে কাঁচাবাজারে কমদামে প্রচুর পালং শাক পাওয়া যায়। তাই শরীরের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি পূরণ করতে অন্যান্য তরকারির পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ পালং শাক নিয়মিত খাবেন।

♦পালং শাক এর উপকারিতাঃ
পালং শাকে চর্বি থাকে না তাই মুটিয়ে যাবার ভয় নেই। পালংশাকে থাকা আয়রন রক্তে লোহিত কণিকা গঠন করে, তাই দুর্বল শরীরে তাড়াতাড়ি শক্তি তৈরি করতে পালং শাক খুব উপকারী।

পালং শাকে সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন কে আছে, যা অন্য আর কোন শাকে এত পরিমাণ নেই।

চুল পড়া বন্ধ করতে নিয়মিত পালং শাক খাবেন। ত্বককে উজ্জ্বল রাখার জন্য এবং ক্যানসার প্রতিরোধ করার জন্য আমাদের প্রতিদিন পালং শাক খাওয়া উচিত। হাড় সুরক্ষা করার জন্য ভিটামিন কে দারুণ উপকারী। রাতকানা এবং অল্প বয়সে অন্ধত্ব দূর করতে পালং শাকের অবদান অপরিসীম।

কোষ্ঠকাঠিন্য হলে পালং শাক খান, কোষ্ঠকাঠিন্য নিরাময় হবে। পালং শাকে সুগার নেই, তাই যাদের ডায়াবেটিস আছে তারাও নিশ্চিন্তে নিয়মিত পালংশাক খেতে পারবেন কোন সমস্যা হবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful's Homoeo Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful's Homoeo Vlog's:

Share