বোলঝুরি - Boljhuri

বোলঝুরি - Boljhuri পড়তেছি, দ্যাখতাছি, ল্যাখতাছি ।
এভাবেই বাইচ্যা আছি ।

বয়স হলে আর নিজের কি কোন এবাউট থাকে? সব এবাউট টার্ন নিয়া বনবাসে যায়।
তহন বনে বয়সা বয়সা শুকনা পাতা গণা লাগে।
পাতাপুতা গুইণ্যা যে সময় থাকে তাতে যা দেখি, , যা মনে আহে এইখানে বইলা শান্তি শান্তি ফিল নেই।

15/04/2025

সময়টা ২০০৮, ডিপ্লোমার শেষ দিকে। কয়েকদিনের জন্য মাগুরাতে যাওয়া হল, ঘুরতে। বন্ধুবর রাজনের বাটিতে। তিনবেলা বাসাতে খাওয়া। আর ইচ্ছে মত ঘোরাঘুরি ।
এমরান হাশমি সবে সবে তুমুল হিট, অভিনয়গুণে না। তার মুভি মানেই হিট গান। মুভি চলবে কিনা কে জানে, তবে গান আধটা হলেও সুপারহিট হত।
তখন গান মনে থাকত মুভির অভিনেতা অভিনেত্রীর নামে।
যা হোক, তখন সবে সবে রিলিজ হইল, জান্নাত মুভির গান, "জারা সি দিল ম্যে দে জাগা ..." উফফ এফ এম, সিডি, ডিভিডি, টেপ... আইসক্রিমের ভ্যান, পিকনিকের বাসের মাইক সব খানে। পথের ধারে, ধানের আইলে, চায়ের দোকানে বেঞ্চে সে গানের সুর।
২৫শের এপ্রিলের ১৫ আজ, হটাত সাজেশন এল মিউজিক প্লেয়ারে। অফিসের ডেস্কটেস্ক ফিকে হয়ে গেল... ফিরে গেলাম সেই গরম তপ্ত রাস্তার ধার, ধানখেতের আইল আর উষ্ণ স্মৃতির মদিরাতে।

রাজন কোথায় আছে সঠিক জানি না, আরিফ চাচুর সাথে লাস্ট কবে কথা হইছে ভুলে গেছি। তবে গানের সাথে স্মৃতিগুলো ট্রিগার্ড হয়ে অদ্ভুত অনুভূতি হইতেছে।

06/01/2025

লেখাগুলো হয়ে উঠুক ফুলের মত, তাই নতুন নামে শুরু, বোল ঝুরি।

30/12/2024

সব বালোর সাথে... কারা?

16/03/2021

আগামী শুক্রবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত FFBC-2021 এর গ্র‍্যান্ড ফাইনাল!⚔️ এদিন সবাই মিলে খেলা দেখে জিতে নিতে পারবে এক্সক্লুসিভ সব পুরস্কার!

৩০ হাজার জন একসাথে লাইভ স্ট্রিমিং দেখে আনলক করো মুখমণ্ডলে লাগানো বাংলাদেশের পতাকা। এবার দেখিয়ে দাও তোমাদের শক্তি!! 🇧🇩 🎉

05/03/2021
05/03/2021

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বোলঝুরি - Boljhuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share