15/04/2025
সময়টা ২০০৮, ডিপ্লোমার শেষ দিকে। কয়েকদিনের জন্য মাগুরাতে যাওয়া হল, ঘুরতে। বন্ধুবর রাজনের বাটিতে। তিনবেলা বাসাতে খাওয়া। আর ইচ্ছে মত ঘোরাঘুরি ।
এমরান হাশমি সবে সবে তুমুল হিট, অভিনয়গুণে না। তার মুভি মানেই হিট গান। মুভি চলবে কিনা কে জানে, তবে গান আধটা হলেও সুপারহিট হত।
তখন গান মনে থাকত মুভির অভিনেতা অভিনেত্রীর নামে।
যা হোক, তখন সবে সবে রিলিজ হইল, জান্নাত মুভির গান, "জারা সি দিল ম্যে দে জাগা ..." উফফ এফ এম, সিডি, ডিভিডি, টেপ... আইসক্রিমের ভ্যান, পিকনিকের বাসের মাইক সব খানে। পথের ধারে, ধানের আইলে, চায়ের দোকানে বেঞ্চে সে গানের সুর।
২৫শের এপ্রিলের ১৫ আজ, হটাত সাজেশন এল মিউজিক প্লেয়ারে। অফিসের ডেস্কটেস্ক ফিকে হয়ে গেল... ফিরে গেলাম সেই গরম তপ্ত রাস্তার ধার, ধানখেতের আইল আর উষ্ণ স্মৃতির মদিরাতে।
রাজন কোথায় আছে সঠিক জানি না, আরিফ চাচুর সাথে লাস্ট কবে কথা হইছে ভুলে গেছি। তবে গানের সাথে স্মৃতিগুলো ট্রিগার্ড হয়ে অদ্ভুত অনুভূতি হইতেছে।