Sakib & Simrana

Sakib & Simrana Sakib & Simrana's journey

যদি রাত পোহালে শোনা যেত ,আপা ভাগে নাই 😖👀
04/08/2025

যদি রাত পোহালে শোনা যেত ,

আপা ভাগে নাই 😖👀

04/08/2025

তেহারী ঘর - এখন নাজিরা বাজার এ ❤️

03/08/2025

Rat 3 ta 12 te ki dekhlam eta 😳

নির্বাচন না..জাতি এখন অপেক্ষা করতেছে অপু বিশ্বাসের পো-স্টে-র জন্য 🌚
03/08/2025

নির্বাচন না..

জাতি এখন অপেক্ষা করতেছে অপু বিশ্বাসের পো-স্টে-র জন্য 🌚

📌 নতুন পেজ খুলেছেন? ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"তাহলে এই পোস্টটা আপনার জন্য। একটু ধৈর্য ধরে পড়ুন, ইনশাআল্লাহ ক...
03/08/2025

📌 নতুন পেজ খুলেছেন? ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"
তাহলে এই পোস্টটা আপনার জন্য। একটু ধৈর্য ধরে পড়ুন, ইনশাআল্লাহ কাজে লাগবেই।

আমরা অনেক সময় দেখি—
কেউ Facebook থেকে ইনকাম করছে,
কেউ Bonus পাচ্ছে,
আবার কেউ Facebook Stars দিয়ে আয় করছে।
তখন নিজের মনে প্রশ্ন জাগে— "আমি কি পারব না?"
হ্যাঁ, অবশ্যই পারবেন। শুধু নিয়মগুলো জানতে হবে আর নিয়মিত কাজ করতে হবে।

---

🌟 Facebook Stars কী? ইনকাম করবেন কিভাবে?
আপনার পেজে যদি অন্তত ৫০০ ফলোয়ার থাকে, তাহলে Facebook আপনাকে Stars Setup করার সুযোগ দেবে।
⭐ মানুষ যখন আপনার কনটেন্ট পছন্দ করবে, তখন আপনাকে স্টার পাঠাবে।
প্রতি ১টা Star মানে ০.০১ ডলার = প্রায় ৮৩ পয়সা।
১০০টা স্টার মানে প্রায় ১০০ টাকা ইনকাম!
ছোট ছোট অনেক স্টার মিলে বড় একটা আয় দাঁড়ায়।

👉 আপনি চাইলে ভিডিও, লাইভ বা পোস্টে বলতেই পারেন:
"ভালো লাগলে একটা ছোট্ট স্টার দিয়ে উৎসাহ দিন!"
মানুষ খুশি হয়ে সেটা করবেই ইনশাআল্লাহ।

🎁 Facebook Bonus কী? কারা পায়?
Bonus মানে ফেসবুক নিজে থেকেই আপনাকে টাকা দেবে—
যদি আপনার কনটেন্ট ভালো পারফর্ম করে।

তবে...
Bonus পাওয়া যায় না চাইলেই। Facebook আপনাকে Invite করলে তবেই পাবেন।
Facebook কাদের Invite করে?
✅ যাদের পোস্টে বেশি রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার থাকে
✅ যাদের কনটেন্ট মানুষ দেখে, শেয়ার করে
✅ যারা নিয়মিত কাজ করে এবং অন্যদের সাপোর্ট করে

তাই— Engagement বাড়ান। সবার সঙ্গে যুক্ত থাকুন।

🚫 কিছু ভুল যা আপনার রিচ কমিয়ে দেয়:
❌ Follow back না পেলে Unfollow করা
❌ অন্যদের পোস্টে একটিও লাইক বা কমেন্ট না করা
❌ শুধু নিজের কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকা

যতই কম ফলোয়ার থাকুক না কেন, যদি আপনি ধারাবাহিকভাবে ভালো কনটেন্ট দেন এবং পরস্পরকে সাপোর্ট করেন—
ফেসবুক আপনাকেই একদিন সুযোগ দেবে ইনশাআল্লাহ।

✨ শেষ কথা:
– ফেসবুকে সবাই ছবি, লেখা, ভিডিও দেই
– কিন্তু যারা নিয়ম করে কাজ করে, তারা আজ সত্যি ইনকাম করছে
– তাই হিংসা নয়, বরং সহযোগিতা করুন
একটা Like, একটা Comment, একটা Share—কাউকে এগিয়ে দিতে পারে অনেক দূর

শুরুটা কঠিন, কিন্তু নিয়ম মেনে চললে ইনকাম আসবেই।
আল্লাহ ভরসা, এগিয়ে যান—আপনিও পারবেন ইনশাআল্লাহ। ❤️

Beautiful cafe in Pattaya 🌴🌈
30/07/2025

Beautiful cafe in Pattaya 🌴🌈

Lost in the wild beauty of the tiger park 🥴🐅
29/07/2025

Lost in the wild beauty of the tiger park 🥴🐅

★সতর্কবার্তা⚠️যারা content Monetization  ✅সেট আপ পেয়েছেন,তারা অনেকেই সেট আপ পাওয়া মাত্রই পে-আউট সেট আপ করতে চলে যান...🙂এ...
27/07/2025

★সতর্কবার্তা⚠️যারা content Monetization ✅সেট আপ পেয়েছেন,তারা অনেকেই সেট আপ পাওয়া মাত্রই পে-আউট সেট আপ করতে চলে যান...🙂
এমন ও অনেকে আছে তারা কিছু নামধারী পেইজের দ্বারস্থ হয় যারা কিনা টাকার বিনিময়ে এই মনিটাইজেশন সেট আপ ও পে আউট সেট আপ করে দেয় তাও আবার ১০০০- ২০০০ টাকার বিনিময়ে।

-আমি আপনাদের উদ্দেশ্য বলবো যেখানে আপনার মনিটাইজেশন মাত্র অন হয়েছে, এখনো কোন ডলার জমা হয় নি বা হতে দেরি আছে।
তারা কেবল মনিটাইজেশন সেট আপ টা ২ ক্লিকেই সেট করে ফেলতে পারবেন।

-আর এটা সেট আপ করার পরে যখন আস্তে আস্তে ডলার জমা হতে শুরু করবে তখনই আপনারা পে-আউট একাউন্ট যোগ করবেন। আর এটা অত্যন্ত সহজ একটা কাজ।
অযথা মনিটাইজেশন সেট আপ পেয়েই কাউকে টাকা খাইয়ে পে-আউট একাউন্ট সেট করতে যাবেন না প্লিজ।

নতুনদের জন্য শুভকামনা..💝💝

যে পরিশ্রমী সে কখনও অন্যের উপর নির্ভর করে না 🙂
27/07/2025

যে পরিশ্রমী সে কখনও অন্যের উপর নির্ভর করে না 🙂

বাংলাদেশ এর মাটি তে বর্তমানে   এর অভাব নাই 😂
27/07/2025

বাংলাদেশ এর মাটি তে বর্তমানে এর অভাব নাই 😂

Prayers For All the Milestones Students 🤲We deeply mourn the sad demise 💔
22/07/2025

Prayers For All the Milestones Students 🤲
We deeply mourn the sad demise 💔

Address

Mazed Sardar Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sakib & Simrana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib & Simrana:

Share