
21/06/2024
বিকালে গোলবারের নীচে যে পোলাটা দাড়ায়া আছে, আজকে জুমার পরে ওর বিয়া আছিলো। 😆
প্রতিবছর কোরবানির ঈদের কুমিল্লা জিলাস্কুলের সকল ব্যাচের ছেলেপেলেদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, যার নাম CZS Super Cup. এবারের ফাইনালের অন্যতম টিম FC Skylarks, যার গোলকিপার সে।
দেড়টায় জুমা, চারটায় ম্যাচ। মাঝের এই আড়াই ঘন্টায় বিয়ের মত আনুষ্ঠানিকতা সেরে আসা অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করে আসতে আসতে তাই ম্যাচ কিছুক্ষণ লেট হলো। বিয়ের আসর থেকে তাড়াতাড়ি কবুল বলে বিয়ের জামাকাপড়েই পাত্র মাঠে হাজির। মাঠেই ড্রেস আপ চেঞ্জ করে গোলবারের নীচে দাঁড়িয়ে গেল। 😆
মূলসময়ে ১-১ গোলে ড্র হবার পরে এক্সট্রা টাইমেও খেলা নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ালো ম্যাচ। ট্রাইব্রেকারে ৩-১ গোলে Hostel FC কে হারিয়ে পাত্রের দল FC Skylarks চ্যাম্পিয়ন! ট্রাইব্রেকারে জয়ের অন্যতম কারিগর আজকের বিয়ে-পালানো গোলকিপার! 😆
বিয়ের আসর থেকে দ্রুত পলায়ন কাজে দিয়েছে আজকে। Salute to Muntasir Rahman Mahin! 😆
(লেখাটি সংগৃহীত করা হয়েছে আবু মাহিয়ান মোঃ আদিব ভাইয়ার টাইমলাইন থেকে)