23/08/2024
প্রিয় ভাই/বন্ধু/দেশবাসী
দেশজুড়ে ভয়াবহ বন্যা চলছে। হাজার হাজার মানুষ পানির মধ্যে আটকা পড়েছে, তাদের জরুরি উদ্ধার দরকার।
বন্যাকবলিত নোয়াখালী, ফেনী এবং পার্বত্য অঞ্চলের মানুষের সাহায্যের জন্য জরুরি তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিল দুটি ধাপে বিতরণ করা হবে। প্রথমে, জরুরি ভিত্তিতে উদ্ধার তহবিল সরবরাহ করা হবে। পরে, বর্তমানে অধ্যয়নরত ছাত্রদের পরিবার, প্রাক্তন ছাত্ররা, বা ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তির জন্য সিদ্ধান্ত অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।
যারা টাকা পাঠাতে চান নিম্নোক্ত যে কোন মাধ্যমে পাঠাতে পারেন।
01939636060 (bKash, Personal)
018397375763 (Rocket)
0129701010635 (Md. Mamun Or Rashid, Sonali Bank PLC, Ibrahimpur Branch, Dhaka Cantonment, Dhaka-1206, SWIFT Code: BSONBDDH, Routing Number: 200262080, savings)