Amaratma Keshav Das JPS

Amaratma Keshav Das JPS সব জীব হৈল পার "প্রেমের" বাতাসে।
পড়িয়া রহিল লোচন "আপনার" দোষে।।
((হরে কৃষ্ণ))

শ্রীশ্রী রাধা-গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব ২০২৫ 🥀🙏(দ্বিতীয় দিন)
06/08/2025

শ্রীশ্রী রাধা-গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব ২০২৫ 🥀🙏(দ্বিতীয় দিন)

আজকের ভগবানের অপূর্ব সুন্দর দর্শন 🥀❤️🥰🙏
06/08/2025

আজকের ভগবানের অপূর্ব সুন্দর দর্শন 🥀❤️🥰🙏

শ্রীশ্রী রাধা-গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব ২০২৫ 🥀🙏(প্রথম দিন)
05/08/2025

শ্রীশ্রী রাধা-গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব ২০২৫ 🥀🙏(প্রথম দিন)

05/08/2025

শ্রীশ্রী রাধা-গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব ২০২৫

05/08/2025

🌼 ছোট্ট শিশুদের শ্লোক আবৃত্তি 🌼
নির্ভেজাল কণ্ঠে বৈদিক শ্লোকের মাধুর্য!
এই ভিডিওতে আমাদের ছোট্ট প্রভু ও মাতাজীরা মনমুগ্ধকরভাবে উচ্চারণ করছে প্রাচীন সংস্কৃত শ্লোক, যা শিশুদের মনে ধর্মীয় ভাবনার বীজ বপন করে।
শুদ্ধ উচ্চারণ ও সহজ ছন্দে উপস্থাপিত এই আবৃত্তি শিশুদের ভক্তি, মনোসংযোগ ও সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাবে।

🕉️ শ্লোক শুনুন, শিখুন ও ভাগ করুন — আগামী প্রজন্মের সঙ্গে সনাতন ধারা বজায় রাখুন।

---

হ্যাশট্যাগসঃ
#শিশুদেরশ্লোক #সংস্কৃতশিক্ষা #ভক্তিশিক্ষা

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবা ভোলানাথের অপূর্ব দর্শন 🥀❤️🥰🙏
04/08/2025

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবা ভোলানাথের অপূর্ব দর্শন 🥀❤️🥰🙏

29/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডি স্মরণে ইসকন স্বামীবাগ আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য শত শত ভক্তের উপস্থিতিতে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ উজ্জ্বলন ও প্রার্থনা জানানো হয়।

নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে, নিবেদয়ামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর।। 🙏🙏শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অর্থাৎ...
28/07/2025

নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে, নিবেদয়ামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর।। 🙏🙏

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অর্থাৎ "শ্রাবণ সোমবার"—হিন্দু শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক এক তিথি। বিশেষ করে এই দিনে শিবের স্নান, পূজা ও উপবাস করলে ভক্তরা শিবের আশীর্বাদে জীবনের নানা কষ্ট থেকে মুক্তি পায়। দ্বিতীয় সোমবারটি আবার "মধ্যমা শ্রাবণ সোমবার" হিসেবেও পরিচিত, যার মাহাত্ম্য শাস্ত্রে বিশদভাবে বর্ণিত হয়েছে।

---

🕉️ শ্রাবণ দ্বিতীয় সোমবারে শিব স্নানের মাহাত্ম্য:

1. অতীব পবিত্র ও ফলপ্রদ দিন:
এই দিনে ভগবান শিবকে গঙ্গাজল, দুধ, দই, মধু, ঘৃত, চন্দন ইত্যাদি দিয়ে স্নান করানো হয়। এতে অশেষ পুণ্য অর্জিত হয় ও পূর্বজন্মের পাপ বিনষ্ট হয়।

2. মানসিক ও শারীরিক কষ্ট লাঘব:
শিবকে স্নান করিয়ে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করলে জীবনের দুঃখ-কষ্ট হ্রাস পায় এবং মন শান্ত হয়।

3. সন্তানপ্রাপ্তি ও গৃহস্থ সুখ:
যেসব দম্পতি সন্তান কামনা করেন, তাদের জন্য এই দিনের স্নান-পূজা অত্যন্ত শুভ। ‘শিব-পার্বতী’ কে একত্রে পূজা করলে গৃহস্থ জীবন সুখময় হয়।

4. অকাল মৃত্যুর নাশ:
দ্বিতীয় সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের স্নান ও অর্চনা করলে অকাল মৃত্যু ও মহামারী থেকে রক্ষা পাওয়া যায়।

5. দোষ মুক্তি ও শান্তি লাভ:
যাদের কুষ্ঠি অনুযায়ী শনি, রাহু, কেতুর দোষ আছে, তারা এই দিনে শিবস্নান ও রুদ্রাভিষেক করলে তদের দোষ প্রশমিত হয়।

---

📿 স্নানের উপকরণ ও পদ্ধতি:

উপকরণ: গঙ্গাজল, দুধ, দই, ঘৃত, মধু, চিনি, বেলপাতা, চন্দন, ধুতুরা ফুল, আকন্দ, দূর্বা, ফলমুল।

পদ্ধতি:
১. সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে শিবলিঙ্গে জল ও পঞ্চামৃত দিয়ে স্নান করানো।
২. তারপর বেলপাতা, ফুল, ধূপ, দীপ ও প্রসাদ অর্পণ।
৩. "ওঁ নমঃ শিবায়" বা "মহামৃত্যুঞ্জয় মন্ত্র" জপ।
৪. ব্রাহ্মণকে দান করলে বিশেষ ফল লাভ হয়।

---

✨ উল্লেখযোগ্য ফলাফল:

পাপ মোচন

পরিবারে শান্তি

আরোগ্য লাভ

মনের বাসনা পূর্ণতা

শিবলোক প্রাপ্তি

🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏

আজকের ভগবানের অপূর্ব সুন্দর দর্শন🥀❤️🥰🙏
27/07/2025

আজকের ভগবানের অপূর্ব সুন্দর দর্শন🥀❤️🥰🙏

26/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডি স্মরণে ইসকন স্বামীবাগ আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য শত শত ভক্তের উপস্থিতিতে প্রার্থনা জানানো হয়।

Address

Dhaka

Telephone

+8801843256844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amaratma Keshav Das JPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category