
12/07/2022
মৃত্যুর উদ্দাম নৃত্য! যাত্রা শেষের গান…
গনচিতার উদগ্র উল্লাসে মুখরিত শ্মশান!
পবিত্র গঙ্গাবক্ষে ভেসে যায় লাশ!
কান পেতে শোনো মানবতার দীর্ঘশ্বাস!
শবের লোভে শকুনেরা নিশি জাগে…
চেনা পৃথিবীটা আজ বড় অচেনা লাগে!