20/06/2025
জুন মাসের ১৬ তারিখে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা সারা জীবন ভুলার মতো না। এই বাইক ছিল আমার ভাইয়ের একটা স্বপ্ন আর সেই স্বপ্ন তার জীবনের অর্ধেকটা সময় শেষ। আল্লাহ পাকের কি খেলা বুঝা বড় দায় একটা হাস্যজ্জল মানুষ আমাদের থেকে হারিয়ে গেল যেটা মানার মত না😭। আল্লাহ পাক আমার এই ভাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আর আমার এই বোনকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।