Towfike Vlogs

Towfike Vlogs ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি।
https://www.youtube.com/

26/03/2024

Chawkbazar Iftar Hat
puran Dhaka Iftar bazaar

কেউ যদি আপনার পেছনে লাগে ভয় পাবেন না।কারণ আপনি তো তার আগেই আছেন।
19/01/2024

কেউ যদি আপনার পেছনে লাগে ভয় পাবেন না।
কারণ আপনি তো তার আগেই আছেন।

জীবনে সফল হতে হলে দক্ষ পরিশ্রমের বিকল্প নেই। দক্ষতা না থাকলে কান্নাকাটি করে বা অভিযোগ করে কোন লাভ নেই।
17/01/2024

জীবনে সফল হতে হলে দক্ষ পরিশ্রমের বিকল্প নেই।
দক্ষতা না থাকলে কান্নাকাটি করে বা অভিযোগ করে কোন লাভ নেই।

তামিলনাড়ুর ১৪০০ বছরের পুরনো পাথর নগরী মহাবলীপুরমমহাবলীপুরম মূলত প্রাচীন একটি মন্দির নগরী। চেন্নাই শহর থেকে ৫৮কিলোমিটার দ...
03/11/2022

তামিলনাড়ুর ১৪০০ বছরের পুরনো পাথর নগরী মহাবলীপুরম

মহাবলীপুরম মূলত প্রাচীন একটি মন্দির নগরী। চেন্নাই শহর থেকে ৫৮কিলোমিটার দূরের এই নগরীতে মন্দিরসহ অন্যান্য নিদর্শন স্থাপিত হয়েছিলো সপ্তম ও অষ্টম খ্রিষ্টাব্দে পল্লব রাজাদের সময়ে। কথিত আছে, পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহ বর্মন মামল্লের রাজত্বকালে এই নগরীটি বিশেষ গুরুত্ব অর্জন করেছিলো।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভূক্ত এই নগরীর সংরক্ষিত অংশে পা দেয়ার পর প্রথমেই চোখের সামনে ভেসে উঠবে খোদাই করা প্রকাণ্ড পাথর ও পাথর সংলগ্ন গুহা মন্দিরও নান্দনিক কারুকার্যের প্রাচীন গুহাচিত্র। এই বৃহত্তর অনাবৃত শিলা কারুকার্য অর্জুনের আক্ষেপ নামে পরিচিত। পাথরের গায়ে অঙ্কিত এমন সুক্ষ কারুকাজ রীতিমতো অবিশ্বাস্য। সঙ্গত কারণে শুরুতেই এক ঝটকায় পর্যটকদের ১৪০০ বছর পেছনে টেনে নিয়ে যায় মায়াবী এই মন্দির নগরী। আর মহাচ্ছন্ন হয়ে যেনো এক ঘোরের মধ্যে এখানে ঘুরতে থাকে সবাই।

08/08/2022

১৩৫ টাকায় অকটেন কিনতে গিয়ে Broken 💔

02/08/2022

আমরা এক ফোটা পানি পাই না!!
ওটা খালি নালা দেওয়া না দেওয়া সামান!!

31/07/2022

বৃষ্টির দিনে বাসায় আপুর হাতের মজার খিচুড়ি 😋🤤
কয়েক পদের সবজি সাথে গরুর মাংসের স্বাদ খিচুড়িটা মুখে লেগেই আছে🤤

কান্তজীর মন্দির ( দিনাজপুর ) কান্তজীর মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত, কেউ কে...
25/07/2022

কান্তজীর মন্দির ( দিনাজপুর )
কান্তজীর মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত, কেউ কেউ একে কান্তজীউ মন্দির বা কান্তনগর মন্দির নামে চিনেন আবার অনেকের কাছে কান্তজীর মন্দিরটি নবরত্ন মন্দির নামেও সুপরিচিত। ১৮ শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেঁপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত।

কান্তজীর মন্দিরের শিলালিপি থেকে পাওয়া তথ্য মতে, তৎকালীন মহারাজা জমিদার প্রাণনাথ রায় এই মন্দিরের নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ১৭২২ সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তাঁর পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় ১৭৫২ সালে মন্দিরের নির্মাণ শেষ করেন। তখন কান্তজীর মন্দিরটি ৭০ ফুট উঁচু ছিলো কিন্তু ১৮৯৭ সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্থ হয়, বর্তমানে এর উচ্চতা ৫০ ফুট। বর্গাকার এই মন্দিরের বাইরের দেয়ালজুড়ে প্রায় ১৫,০০০ টেরাকোটা টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। তিন ধাপ বিশিষ্ট এই মন্দিরের চারদিক থেকে ভেতরের দেবমূর্তি দেখা যায়। ১ম তলার সকল প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান দেখতে পাওয়া যায়, আবার দুটো ইটের স্তম্ভ পর পর স্থাপন করে খিলানগুলোকে পৃথক করা হয়েছে। স্তম্ভগুলো দেখতে চমৎকার এবং অলংকরণযুক্ত। মন্দিরের ১ম তলায় ২১ টি, ২য় তলায় ২৭ টি এবং ৩য় তলায় ৩ টি দরজা-খিলান রয়েছে। কান্তজীর মন্দিরের পশ্চিম দিকে বারান্দা থেকে উপরে যাবার সিঁড়ি রয়েছে।
Photo : MD Sazzad Ibn Ayhman ভাই ❤

18/07/2022

ঘুরে এলাম দেশের উত্তরের জেলা নীলফামারীর চা বাগান ☕
এক বছরেই ফলন হচ্ছে মান উপযোগী চা।
#চা_বাগান #নীলফামারী

10/07/2022

গ্ৰামের বাড়িতে ঈদ সেই সাথে ছোট ভাইদের সাথে অন্যরকম ঈদ আনন্দ 🎆
❤ঈদ মোবারক❤

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Towfike Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Towfike Vlogs:

Share