Jafor ahmad islamic tv

Jafor ahmad islamic tv Assalamu alikum

06/08/2025

মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফেরালে নামাজ আদায় কি ভাবে করবে? ゚viralシ

04/08/2025

ইমামের সাথে নামাজ আদায় করা অবস্থায়, মুসুল্লি ব্যক্তির তাসাহহুদ শেষ হাওয়ার আগে ইমাম সালাম ফেরালে তখন মুসুল্লি কি করবেন। ゚viralシ

01/08/2025

Quran Tilawat ゚viralシ

30/07/2025

নামাজ শুরু করার সময় ইন্নী ওয়াজ্জাহতু পড়া কি জরুরি?

28/07/2025

সূর্যোদয়ের কত সময়ের পর নামাজ পড়া যাবে? ゚viralシ

26/07/2025

নামাজ শুরু হয়েছে, কিন্তু সামনে যায়গা খালি, তখন পেছনে যাঁরা আছে তিনারা কি করবে? ゚viralシ

24/07/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমি মর্মাহত, স্তম্ভিত, আমি বাকরুদ্ধ, আমি ক্ষতবিক্ষত, নিষ্পাপ শিশুদের মৃত্যুর মিছিল,আর আগুনের দগ্ধ নিষ্পাপ শিশুদের আহাজারি দেখে, স্রষ্টার কাছে প্রার্থনা তিনি যেন এই নিষ্পাপ শিশুদের এবং যে সকল অভিভাব মৃত্যুর মিছিলে শরিক হয়েছে ও মানুষ গড়ার কারিগর আগুনে দগ্ধ হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আহত হয়ে যারা হসপিটালের বেডে শুয়ে আছেন হে আমার প্রতিপাল তাদেরকে খুব দ্রুতই সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করেন। আর একটি প্রাণও যেন ঝরে না পরে হে আমার মালিক আমার আরজি আপনি কবুল করেন।
রাষ্ট্রের সেবক যারা আছেন আমরা জানি আপনারা ছোট্ট দেশটিকে সুন্দরভাবে সাজাতে চেষ্টা করে যাচ্ছেন তবে আপনাদের কাছে আমার আরজী দেশের কোটি কোটি টাকা অপচয় না করে দেশের মানুষের কল্যাণকর হয় এমন সব বাহন ক্রয় করুন। চাই সেটা আকাশ পথ বা স্থল পথ। মানুষের জান মালের ক্ষতি হবে না এমন সব বাহন ক্রয় করা উচিত। আর যেখানে জনবহুলদের বসবাস ঐ সকল জায়গা এড়িয়ে চলার ব্যবস্থা করুন। যে জায়গাগুলোর মধ্যে মানুষ শূন্য রয়েছে ওই জায়গাগুলোকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করুন। দয়া করে মানুষের বসবাসযোগ্য জায়গায় চাই সেটা আকাশ পথ হোক অথবা স্থলভাগ হোক মানুষের জান মালের ক্ষতি হয় এমন জায়গায় এড়িয়ে চলার ব্যবস্থা করুন। পরিশেষে বলছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল।
(জাফর আহমাদ ইসলামিক টিভি)

22/07/2025

কোরআন শরীফ থেকে তেলাওয়াত।

20/07/2025

নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলতে গিয়ে যদি কেহ আল্লাহর আলিফ টান দিয়ে হাত বাঁধে তাহলে নামাজ আদায় হবে কিনা। ゚viralシ

18/07/2025

প্রথম রাকা'তে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করা জরুরী কিনা? ゚viralシ

16/07/2025

কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছেন হাঃমাওঃজাফর আহমাদ ゚viralシ

15/07/2025

তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বলে হাত বাধার পর যদি কেহ আল্লাহু আঁকবার বলে, তাহলে নামাজ আদায় হবে কিনা? ゚viralシ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jafor ahmad islamic tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jafor ahmad islamic tv:

Share