Voice Of Rasel

Voice Of Rasel আল্লাহ তাকে সাহায্য করে, যে অন্যকে সাহায্য করে।❤️
(9)

প্রায় বারো বছর আগে আমি রাস্তায় হাঁটছিলাম। সামনে এক বৃদ্ধা মা, মাথায় বোরকা। হঠাৎ এক “সভ্য মানুষ” তাঁকে বোরকা পরার জন্য গা...
26/08/2025

প্রায় বারো বছর আগে আমি রাস্তায় হাঁটছিলাম। সামনে এক বৃদ্ধা মা, মাথায় বোরকা। হঠাৎ এক “সভ্য মানুষ” তাঁকে বোরকা পরার জন্য গালাগালি শুরু করল। আমি তখন ছোট, সঙ্গে মা-বাবা। আমরা চুপ। প্রতিবাদ করিনি। কারণ আমরা ভীতু।
কিন্তু ভেবে দেখুন তো—আল্লাহ যদি সত্যিই চান মানুষ কাপড় পরুক, তাহলে আমাদের গায়ে জন্মের সময়ই শার্ট-প্যান্ট সেলাই করে দিতে পারতেন। কিংবা অন্তত মোরগ-মুরগির মতো পালক, কচ্ছপের মতো খোলস দিয়ে পাঠাতেন। দেননি কেন?আল্লাহর কি কাপড়ের স্টক ফুরিয়ে গিয়েছিল? জন্মের সময় গায়ে কাপড় নেই, ম*রা পর আবার কাপড় চাপিয়ে ক*বর, কেন?
তাহলে কাপড় আসলে কার সংস্কৃতি? বোরকা যদি সংস্কৃতি হয়, তবে সেটা কি আল্লাহ বুঝতে পারেন না? তাহলে কাপড় পরাইতো কোনো সংস্কৃতি নয়।
এগুলোই ওদের প্রশ্ন , আমার না !
তাই ওদের হাফ নেং * টা থাকতে পছন্দ ....
আজও এক উপস্থাপিকা বোরকা নিয়ে প্রশ্ন তুলল। কিন্তু আমি কিছু বলব না, আমরা কিছু বলব না। কারণ আসল ক্ষমতা তো তাদের হাতে—যারা নীতি বানায়, নিয়ম ঠিক করে, কাপড়-চোপড় মাপজোখ দেয়। তারা নির্ধারণ করবে আমরা কী পরব। ঠিক যেমন তারা নির্ধারণ করে কে দেশপ্রেমিক, কে দেশদ্রোহী, কে স্বাধীন, আর কে পরাধীন।চলুন আদিম যুগে ফিরে যাই ...
কারণ আমাদের সাহস নেই তাদের প্রশ্ন করার , তুই কে আমাদের বোরকা নিয়ে প্রশ্ন করার , এ অধিকার তোকে কে দিয়েছে ... .. মাঝে মাঝে মনে হয় মানুষ থেকে পশুরা বেশী সভ্য।

18/08/2025

ছেলে কে বাইক নয় জীবন দিন। মেয়ে কে মোবাইল না শিক্ষা দিন।

চিন্তা করতে পারেন একটা জিনিষ? একজন মানুষরে আপনারা মৃত্যুর ৫০ বছর পরেও মারতে পারেন নাই। কী করেন নাই আপনারা? ক্যান্টনমেন্ট...
16/08/2025

চিন্তা করতে পারেন একটা জিনিষ?
একজন মানুষরে আপনারা মৃত্যুর ৫০ বছর পরেও মারতে পারেন নাই।

কী করেন নাই আপনারা? ক্যান্টনমেন্টের প্রবেশ দুয়ারে থাকা কোটি টাকার সুবিশাল ভাস্কর্য থেকে শুরু করে পাড়া মহল্লার চিপায় কাঁচা হাতে বানানো উনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাস্কর্য গুলা ভাঙ্গলেন।

প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ডিগ্রি কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাঁর যতগুলা ছবি আছে, যত ম্যুরাল আছে সব ভাঙ্গলেন। উনার নামে যতগুলা হল, ডাইনিং হল, লাইব্রেরী আছে সব ভাঙ্গলেন। যত বই আছে উনার নামে যা পাইলেন সব পুড়াইলেন। রকমারিতে ব্যান করলেন। প্রকাশকদের হুমকি দিয়া প্রিন্টিং বন্ধ করাইলেন।

রাস্তাঘাট, মহাসড়ক, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে পুরান ঢাকার চিপা গল্লির নাম সব পরিবর্তন করলেন। উনার নামকে অপমানিত করার জন্য পাবলিক টয়লেট পর্যন্ত বানাইলেন। পতিতালয়ের প্রবেশপথে নাম লেখলেন।

উনার রাজনৈতিক দলের পার্টি অফিস তো দখল করলেনই, সেটা মানলাম। উনার ব্যক্তিগত বাসভবনটাও বুলডোজার দিয়া গুরাইলেন, আগুন লাগাইলেন। যদিও সেটা আর তাঁর কিংবা তাঁর বংশধরদের ব্যক্তিগত সম্পত্তি নাই। সেটা সরকারী সম্পত্তি। তাও ভাঙ্গলেন।

কিন্তু কী লাভ হইলো? মুছতে পেড়েছেন সেই মানুষটাকে বাংলাদেশের কোটি কোটি মানুষের মন থেকে? মুছতে পেড়েছেন বাংলাদেশের ইতিহাস থেকে? বিশ্ব ইতিহাস থেকে? কোনদিনও পারবেন না! ৫০ বছরে যেই জিনিষ পারেন নাই, সেটা আগামী ৫০০০ বছরেও সম্ভব না! বরং তিনি এখন আরও বেশী প্রাসঙ্গিক। মানুষ এখন আরও বেশী অনুসন্ধান করছে তাঁর ব্যাপারে।
বিশ্বাস হয় না? গুগল ট্রেন্ডস-এ গিয়া চেক করেন। মেটা অ্যানালিটিক্সে গিয়ে চেক করেন। খেয়াল করে দেখেন, আমি কিন্তু মানুষটার নামও নেই নাই। কিন্তু আপনি চিনে গেছেন উনি কে। আপনি উনার বন্ধু হলেও চিনে গেছেন, উনার শত্রু হলেও চিনে গেছেন। হ্যাঁ, এটাই উনার শক্তি! যেই শক্তি আগামী হাজার বছরেও কোন বাঙ্গালি অর্জন করতে পারবে বলে মনে হয় না।
নাম নিলাম না, নাম নিবো না। আপনি উনাকে ভালোবাসলে নাম ছাড়াই ভালোবাসবেন। আপনি উনাকে ঘৃণা করলেও নামবিহীন এই পোস্ট দেখে অন্তরজ্বালায় জ্বলেপুড়ে মরবেন।
এমনই আরও নাম-ধাম না জানা ১০ কোটি মানুষ আছে বাংলাদেশে। আপনি এদের চিনেন না, জানেন না। এদের রাস্তায় দেখলে আপনি মনে করেন রিকশাওয়ালা, কুলি, মিন্তি, দোকানদার, সিগারেট বিক্রেতা, টং দোকানের মামা, বাজারের সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, হার্ডওয়্যার ব্যবসায়ী, ফার্মেসীর দোকানদার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সাধারণ চাকুরীজীবী, সরকারি চাকুরীজীবী, বিশাল কর্পোরেট চাকুরীজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পী, ব্যান্ড সংগীত শিল্পী, লেখক, প্রকাশক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ... আরও কত কত নাম না জানা পেশা! এদের বেশিরভাগ মানুষরে আপনারা একবার দেখার পরেই ভুলে যান।
এই নাম-ধাম অজানা ১০ কোটি মানুষের সাথে "সেই মানুষটার" একটা সম্পর্ক আছে। এই সব নাম-ধাম অজানা মানুষরা সেই মানুষটাকে অনেক ভালোবাসে! অনেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু কোনদিন বলে নাই! বলার দরকার হয় নাই। এখন আবার অনেকে ভয়ে বলে না। ভয়ের সঙ্গত কারণও আছে।

কিন্তু সেই দিনকে ভয় পাও হে জালিম! যেদিন এরা বলা শুরু করবে! এরা শুধু বলবেই না, বরং যার যা কিছু আছে তাই নিয়ে এরা শত্রুর মোকাবিলা করবে! খুব দ্রুত এরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে! সেইদিন হবে আখেরি বোঝাপড়ার দিন!

সেই আখেরি বোঝাপড়ার দিনের অপেক্ষায় রইলাম। ৫৪ বছরের প্রতিশোধের অপেক্ষায় রইলাম। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা যাতে শরীরে কিঞ্চিৎ শক্তি অবশিষ্ট রাখে।
আর সেই নাম না নেয়া মানুষটার প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা। সেই কিঞ্চিৎ বেঁচে থাকা শক্তি দিয়ে যাতে কাঁচা হাতে গড়া সেই মানুষটির একটা ছোট ভাস্কর্য যাতে আমি পুনঃপ্রতিস্থাপন করে যেতে পারি।

বর্ষা স্নাত পাবনা জেলার বিল
04/08/2025

বর্ষা স্নাত পাবনা জেলার বিল

এদেশে বারে বার ট্রাজেডি হয়।একদিনের শোক প্রকাশ অথবা একটি দিবস ঘোষণা।তদন্ত কমিটি হয় বছরের পর বছর তার তদন্ত হয়।এক মিনিট নির...
23/07/2025

এদেশে বারে বার ট্রাজেডি হয়।
একদিনের শোক প্রকাশ অথবা একটি দিবস ঘোষণা।
তদন্ত কমিটি হয় বছরের পর বছর তার তদন্ত হয়।
এক মিনিট নিরবতা পালন,
তারপর আবার অপেক্ষা নতুন কোন বিপদ ঘটার।

কিছু রাজনৈতিক দল যাবে চিকিৎসার দায়িত্ব নিবে।
সেটা নিয়ে মিডিয়ায় ভাইরাল হবে।
তারপর তারা ফিরে যাবে রানু মন্ডল, বা ভবন বদ্যকরের মতো কোন পুরনো স্কিপে।
এদেশে ভবন ধ্বসের পরে, নিউজ হয় নিয়ম মেনে করা হয়নি।
অথবা অনুমোদন ছিলো না।

কোটি কোটি টাকা দুর্নীতি হয়, তহবিল হয়, তবুও কোন দুযোগ হলে,
হাত পেতে টাকা তুলতে হয় জনগনের নিকট থেকে। অথবা শেষ ভরসা
রেমিটেন্স যোদ্ধারা।
যাদের আমরা এয়ারপোর্টে সুবিধা/ সম্মান দেই না। যাদের লাকেজ চুরি না করলে আমাদের ইনকাম বাড়ে না। তাদের কাছে মিনতী করি । তারাও বেহায়ার মতো দেশ টাকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে বিনা হিসাবে রেমিটেন্স পাঠায়।

সঠিক গোয়েন্দা তথ্য থাকার পরেও আমরা সেটাকে মুল্যায়ন করি না।
তাদের ব্যবহার করি রাজনৈতিক অথবা পকেট ভারি করার জন্য।
অথচ তারা নির্বোধ দেশ প্রেমিকের মতো দেশের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।
হ্যাকারদের দিয়ে আমরা কামলা বানিয়ে ফ্যাক্ট চেকিং সেক্টর বানিয়ে রেখেছি।

যখন অন্যরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন আমাদের মেধার মুল্যায়ন বিজ্ঞান মেলার কয়েকটা পুরুষ্কারের মাঝে সীমাবদ্ধ তারা বাধ্য হচ্ছে দেশ ছেড়ে মেধা নিয়ে বিদেশে পাড়ি জমাতে।

নিউজ মিডিয়ার কথাবাদ দিলাম। তারা যখন যে ক্ষমতায় তার গুনগান করতে ব্যস্ত। তাদের নিউজের ধরনে দেখলে মনে হয় ভারতীয় চ্যানের মতো সবাই জানে তথ্য ভিত্তিহীন তারপরেও সবাই দেখে।
যেমন আগে টিয়ে পাখি দিয়ে হাত গননা করা হত।

চলুন অপেক্ষা করি নতুন কোন টপিকের জন্য।
এদেশে জনগনের সেবা করার জন্য ,
জনগনকেই বলি দেয়া হয়।
দেশটাকে অনেক ভালোবাসি
দেশটাকের দেখুন মিডিয়া ও সোস্যাল মিডিয়ার বাইরে থেকে।

https://pizbangla.com/post-details.php?id=4092
21/07/2025

https://pizbangla.com/post-details.php?id=4092

“যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, আগে তার মতো জ্বলতে হবে।” — অ্যাডলফ হিটলার

নদীর চিংড়ি মাছ।
19/07/2025

নদীর চিংড়ি মাছ।

17/07/2025

বৃষ্টির দিনে কী করতে ভালোবাসেন? গরম চা আর বই, নাকি বৃষ্টিতে ভিজে মজা?

17/07/2025

💡"সাফল্য সেখানে আসে যেখানে পরিশ্রম আর স্বপ্ন মিলিত হয়।" আপনার স্বপ্ন কী? কমেন্টে বলুন! #প্রেরণা

17/07/2025

🌿 প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে শান্ত করে। গত সপ্তাহে কোথাও বেড়াতে গিয়েছিলেন? আপনার প্রিয় জায়গাটির ছবি শেয়ার করুন! 🏞️

17/07/2025

📚 শিক্ষা আমাদের জীবনের মূল চাবিকাঠি। প্রতিদিন একটি নতুন জিনিস শিখুন, এটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আজ কী শিখলেন? #শিক্ষা

Address

Gopalgonj
Dhaka
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share