Krittika's Diary

Krittika's Diary Welcome to Krittika's Diary official page

Midnight 🥹
31/07/2025

Midnight 🥹

অনেকে বলে AI হচ্ছে ভবিষ্যৎ! না ভাই, আমরাই এখন ওই ভবিষ্যতের যুগে বাস করছি! ১৫টি AI টুল — ১৫টা কাজ মাত্র ৫ মিনিটে করে ফেলা...
31/07/2025

অনেকে বলে AI হচ্ছে ভবিষ্যৎ! না ভাই, আমরাই এখন ওই ভবিষ্যতের যুগে বাস করছি!

১৫টি AI টুল — ১৫টা কাজ মাত্র ৫ মিনিটে করে ফেলা সম্ভব, যেটা গত বছর দু'এক আগেও চিন্তা করা যেতো না!

👇 নিচে একনজরে দেখে নিন কোন এএই টুল কোন কোন কাজ করে, আর বিকল্প কি কি আছে, যেগুলো আমরা অল্মোস্ট ফ্রিতেই ইউজ করতে পারি!

1️⃣ ChatGPT.com – যেকোনো প্রশ্নের উত্তর, কনটেন্ট লেখা, আইডিয়া জেনারেট সব এক জায়গায়।
👉 অল্টারনেটিভ: Gemini (Google Bard) – গুগলের ফ্রি AI চ্যাট সহকারী।

2️⃣ Reccloud.com/ai-clip-maker – YouTube/TikTok এর মতো শর্ট ক্লিপ বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: Opus Clip – AI দিয়ে অটো ভিডিও ক্লিপ কাটিং।

3️⃣ Krea.ai – এক্সপোর্টেবল লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি জেনারেট করে প্রফেশনালি।
👉 অল্টারনেটিভ: Looka.com – AI লোগো ডিজাইন টুল, লিমিটেড ফ্রি ইউজ অপশন্স আছে।

4️⃣ ElevenLabs.io – নিজের কণ্ঠস্বর ক্লোন করে, প্রফেশনাল ভয়েসওভার বানিয়ে দেয়।
👉 অল্টারনেটিভ: Google AI Studio – গুগলের ফ্রি ভয়েস ক্লোনিং টুল।

5️⃣ Gamma.app – মর্ডান ও সুন্দর প্রেজেন্টেশন বা ডকুমেন্ট ডিজাইন করে দেয় AI দিয়ে।
👉 অল্টারনেটিভ: Beautiful.ai – ফ্রি প্রেজেন্টেশন ডিজাইনার।

6️⃣ Suno.ai – আপনি শুধু গানের থিম বলবেন, ওটা পুরো মিউজিক বানিয়ে দেবে!
👉 অল্টারনেটিভ: Boomy.com – AI দিয়ে গান বানানোর সহজ টুল।

7️⃣ Runway.ml – গ্রিন স্ক্রিন রিমুভ থেকে ভিডিও এডিটিং পর্যন্ত সব কাজ করে স্মার্টলি।
👉 অল্টারনেটিভ: CapCut AI – মোবাইলে ব্যবহারযোগ্য ফ্রি AI ভিডিও এডিটর।

8️⃣ Relume.io – AI দিয়ে ওয়েবসাইট ডিজাইন এবং কন্টেন্ট অটো তৈরি করে দেয়।
👉 অল্টারনেটিভ: Durable.co – AI ওয়েবসাইট বিল্ডার, ফ্রি ট্রায়াল সহ।

9️⃣ Descript.com – ভয়েস ও ভিডিও একসাথে এডিট করা যায়, টেক্সট দিয়ে কন্ট্রোল করা যায়।
👉 অল্টারনেটিভ: Adobe Podcast (Enhance Speech) – ভয়েস ক্লিন ও এডিটের জন্য ফ্রি।

🔟 Fliki.ai – ব্লগ বা স্ক্রিপ্ট থেকে ভয়েসওভারসহ ভিডিও বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: TTSMaker.com – টেক্সট থেকে ফ্রি ভয়েসওভার বানাতে পারেন।

1️⃣1️⃣ Tome.app – শুধু টপিক দিলে হয়ে যাবে সুন্দর প্রেজেন্টেশন, AI সব তৈরি করে।
👉 অল্টারনেটিভ: SlidesAI.io – Google Slides-এর জন্য ফ্রি AI এক্সটেনশন।

1️⃣2️⃣ Perplexity.ai – কোনো কিছু রিসার্চ করতে চাইলে রেফারেন্সসহ একদম ইন-ডেপথ উত্তর দেয়।
👉 অল্টারনেটিভ: You.com – AI রিসার্চ + সার্চ ইঞ্জিন কম্বো।

1️⃣3️⃣ PicWish.com – ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফেস ক্লিন, ফটো এনহ্যান্স — সব ফ্রি।
👉 অল্টারনেটিভ: Remove.bg – ব্যাকগ্রাউন্ড রিমুভার (ফ্রি লিমিটেড ইউজে)।

1️⃣4️⃣ LumaLabs.ai – 3D ভিডিও মডেল বানিয়ে দেয় বাস্তবিক লুকে।
👉 অল্টারনেটিভ: Kaedim.com – AI দিয়ে 2D থেকে 3D বানানোর টুল।

1️⃣5️⃣ Pika.art – স্ক্রিপ্ট দিলেই সেটা সিনেম্যাটিক AI ভিডিওতে রূপ নেয়।
👉 অল্টারনেটিভ: Veo (Google) – নতুন ৩D/ভিডিও জেনারেশন টুল (আমার ব্যক্তিগত পছন্দের)।

📌 এখন আর “পারবো না” বলার দিন নেই!

Save this on your timeline :)
📤 শেয়ার করে রাখুন, যেন ফিউচারে ভুলে না যান!

21/07/2025

নিভে গেছে শত স্বপ্ন, কথা হারিয়ে গেছে 💔..কষ্টটা বোঝানোর মতো শব্দ নেই আমার কাছে এই শোক সহ্য করার শক্তি আল্লাহ্ যেনো সমস্ত বাবা-মাকে দান করেন .. আমীন 🤲🏻

21/07/2025

১.সন্তানকে পাওয়া যাচ্ছিলো না। তাকে খুঁজতে এসে মা মারা যান।

২. এক মা তার দুই সন্তানের মধ্যে মেয়েকে খুঁজে পান।ছেলেকে পাননি। ( এখন পেয়েছেন কিনা সেই আপডেট জানা যায় নাই)

৩. একই পরিবারের তিন সন্তান নিহত। তাদের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে।

৪.এখনও নিজের সন্তানের সন্ধান না পেয়ে মেডিকেল মর্গে খোঁজ নিচ্ছে বহু পরিবার।

৫.এক মা সংবাদ মাধ্যমের সামনে বলেন, তিনি তার সন্তানকে খুঁজতে এসে দেখেন তার সামনে একটা দেহ রাখা হইছে যেটা পুঁড়ে প্লাস্টিকের মতো হয়ে গেছে। দেখে বোঝা সম্ভব না এটা কার সন্তান!

৬. এক শিক্ষিকা বাচ্চাদের বাঁচাতে গিয়ে প্রথমে গুরুতর আহত হন। তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন।

৭. দূর্ঘটনার পর সাহায্যকারীরা সাহায্য নিয়ে আসলে সেনাবাহিনী তাদের কাছ থেকে হতাহতের সংখ্যা লুকায়। এবং তাদের মেরে রক্তাক্ত করে।

৮.মিডিয়া কোনো সঠিক তথ্য প্রচার করছে না।

৯.লাশ নিয়ে ব্যাপক রাজনীতি হচ্ছে।

১০.যারা বেঁচে গেলো তারা আজন্ম ট্রমাটাইজড হয়ে থাকবে।

১১.কাল এইচএসসি পরীক্ষা আছে। দেশে এতো বড় একটা দূর্ঘটনা ঘটার পরও বোর্ড কতৃপক্ষ এখনো কোনো নোটিশ প্রকাশ করে নি।হয়তো চায় শিক্ষার্থীরা এই মানসিক অবস্থা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করুক।

১২. নিউজে দেখাচ্ছে, ডাক্তার এসে জানাচ্ছেন যাদেরকেই আনা হচ্ছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম।

১৩.এক এইচএসসি পরীক্ষার্থীর মা ঘটনাস্থলে মারা গেছেন। যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই শিক্ষার্থী মায়ের জানাযায় শরীক হবে নাকি পরীক্ষায় বসবে সে জানে না।

১৪.আহত একজন ছাত্র এক বাচ্চাকে তুলতে গিয়ে দেখে বাচ্চাটা গলে যাচ্ছিলো!

আপাতত এই হচ্ছে অবস্থা!

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

©SabbirAhmed

21/07/2025

চারদিকে শুধু মৃত্যুর মিছিল।
আজকের দিনটা যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন!
জানিনা, সন্তান হারানো সেই পরিবারগুলো কীভাবে তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে আগুনে ঝলসে যেতে দেখে বেঁচে থাকবে! তাদের কান্না থামানোর ভাষা আমাদের নেই, কারণ তাদের বেদনার গভীরতা আমাদের কল্পনারও বাইরে।

একের পর এক প্রাণহানি আর অজুহাতের দিন শেষ হোক।

A long line in Jannah today, all my little flowers, gone too soon. Innocent souls taken in a moment, now blooming in the...
21/07/2025

A long line in Jannah today, all my little flowers, gone too soon. Innocent souls taken in a moment, now blooming in the gardens of Paradise. 🌸

Ya Allah, grant their families sabr and reunite them in the highest Jannah. 🤍🤲🏻

নিউজ ফিড দেখছি আর বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে 😢😢
21/07/2025

নিউজ ফিড দেখছি আর বুকের ভিতরটা মোচর দিয়ে উঠছে 😢😢

17/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🌻Daisy water bottle 🌻 ✅500 ML Bottle✅এই গরমে বাইরে গেলে ব্যাগে একটা পানির বোতল রাখা মাস্ট। যারা পানি বেশি পান করেন তাদের...
13/07/2025

🌻Daisy water bottle 🌻
✅500 ML Bottle
✅এই গরমে বাইরে গেলে ব্যাগে একটা পানির বোতল রাখা মাস্ট। যারা পানি বেশি পান করেন তাদের জন এই বোতল টা মাস্ট হ্যাভ।
✅ আকর্ষণীয় ডিজাইন
Inbox 📥 for order

゚viralシfypシ゚viralシalシ fans Krittika's Diary

🌸 স্টাইল আর কমফোর্ট একসাথে! 🌸🌸 স্টাইলিশ চুলের কাঁকড়া ক্লিপ 🌸আজকের হেয়ারস্টাইল হবে একদম পারফেক্ট!✨ চুলে দিন এক ঝলক সাজে...
10/07/2025

🌸 স্টাইল আর কমফোর্ট একসাথে! 🌸

🌸 স্টাইলিশ চুলের কাঁকড়া ক্লিপ 🌸
আজকের হেয়ারস্টাইল হবে একদম পারফেক্ট!

✨ চুলে দিন এক ঝলক সাজের ছোঁয়া,

📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

স্টকে থাকতেই নিয়ে নিন! 😍💫

💥"𝐅𝐥𝐨𝐫𝐦𝐚𝐫 𝐌𝐚𝐭𝐭𝐞 𝐏𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐋𝐢𝐩 𝐋𝐢𝐧𝐞𝐫 𝐒𝐞𝐭!"💄𝐌𝐚𝐭𝐭𝐞 𝐅𝐢𝐧𝐢𝐬𝐡.💄𝐒𝐨𝐟𝐭 𝐋𝐢𝐩𝐬.💄𝐃𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐅𝐚𝐝𝐞.💄𝐖𝐚𝐭𝐞𝐫 𝐑𝐞𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞.💄𝐌𝐨𝐢𝐬𝐭𝐮𝐫𝐢𝐳𝐞𝐝.💄𝐋𝐨𝐧𝐠 𝐋𝐚𝐬𝐭𝐢...
10/07/2025

💥"𝐅𝐥𝐨𝐫𝐦𝐚𝐫 𝐌𝐚𝐭𝐭𝐞 𝐏𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐋𝐢𝐩 𝐋𝐢𝐧𝐞𝐫 𝐒𝐞𝐭!"

💄𝐌𝐚𝐭𝐭𝐞 𝐅𝐢𝐧𝐢𝐬𝐡.
💄𝐒𝐨𝐟𝐭 𝐋𝐢𝐩𝐬.
💄𝐃𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐅𝐚𝐝𝐞.
💄𝐖𝐚𝐭𝐞𝐫 𝐑𝐞𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞.
💄𝐌𝐨𝐢𝐬𝐭𝐮𝐫𝐢𝐳𝐞𝐝.
💄𝐋𝐨𝐧𝐠 𝐋𝐚𝐬𝐭𝐢𝐧𝐠.

📌বর্তমানে Most Demanding Lip Liner হচ্ছে Flormar Lip Liner Pencil এর এই অসাধারন ১২ পিছ এর সেট টি!

📌স্বল্পমূল্যের মধ্যে এক সেট-এ পেয়ে যাচ্ছেন এত্তো জোস ১২ টি কালার। না নিলে কি যে মিস করবেন!! এগুলো লিপস্টিক ও লিপ লাইনার দুইভাবেই ব্যবহার করা যায়।
অরিজিনাল ফুল সেটটা নিতে দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krittika's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share