31/07/2025
অনেকে বলে AI হচ্ছে ভবিষ্যৎ! না ভাই, আমরাই এখন ওই ভবিষ্যতের যুগে বাস করছি!
১৫টি AI টুল — ১৫টা কাজ মাত্র ৫ মিনিটে করে ফেলা সম্ভব, যেটা গত বছর দু'এক আগেও চিন্তা করা যেতো না!
👇 নিচে একনজরে দেখে নিন কোন এএই টুল কোন কোন কাজ করে, আর বিকল্প কি কি আছে, যেগুলো আমরা অল্মোস্ট ফ্রিতেই ইউজ করতে পারি!
1️⃣ ChatGPT.com – যেকোনো প্রশ্নের উত্তর, কনটেন্ট লেখা, আইডিয়া জেনারেট সব এক জায়গায়।
👉 অল্টারনেটিভ: Gemini (Google Bard) – গুগলের ফ্রি AI চ্যাট সহকারী।
2️⃣ Reccloud.com/ai-clip-maker – YouTube/TikTok এর মতো শর্ট ক্লিপ বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: Opus Clip – AI দিয়ে অটো ভিডিও ক্লিপ কাটিং।
3️⃣ Krea.ai – এক্সপোর্টেবল লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি জেনারেট করে প্রফেশনালি।
👉 অল্টারনেটিভ: Looka.com – AI লোগো ডিজাইন টুল, লিমিটেড ফ্রি ইউজ অপশন্স আছে।
4️⃣ ElevenLabs.io – নিজের কণ্ঠস্বর ক্লোন করে, প্রফেশনাল ভয়েসওভার বানিয়ে দেয়।
👉 অল্টারনেটিভ: Google AI Studio – গুগলের ফ্রি ভয়েস ক্লোনিং টুল।
5️⃣ Gamma.app – মর্ডান ও সুন্দর প্রেজেন্টেশন বা ডকুমেন্ট ডিজাইন করে দেয় AI দিয়ে।
👉 অল্টারনেটিভ: Beautiful.ai – ফ্রি প্রেজেন্টেশন ডিজাইনার।
6️⃣ Suno.ai – আপনি শুধু গানের থিম বলবেন, ওটা পুরো মিউজিক বানিয়ে দেবে!
👉 অল্টারনেটিভ: Boomy.com – AI দিয়ে গান বানানোর সহজ টুল।
7️⃣ Runway.ml – গ্রিন স্ক্রিন রিমুভ থেকে ভিডিও এডিটিং পর্যন্ত সব কাজ করে স্মার্টলি।
👉 অল্টারনেটিভ: CapCut AI – মোবাইলে ব্যবহারযোগ্য ফ্রি AI ভিডিও এডিটর।
8️⃣ Relume.io – AI দিয়ে ওয়েবসাইট ডিজাইন এবং কন্টেন্ট অটো তৈরি করে দেয়।
👉 অল্টারনেটিভ: Durable.co – AI ওয়েবসাইট বিল্ডার, ফ্রি ট্রায়াল সহ।
9️⃣ Descript.com – ভয়েস ও ভিডিও একসাথে এডিট করা যায়, টেক্সট দিয়ে কন্ট্রোল করা যায়।
👉 অল্টারনেটিভ: Adobe Podcast (Enhance Speech) – ভয়েস ক্লিন ও এডিটের জন্য ফ্রি।
🔟 Fliki.ai – ব্লগ বা স্ক্রিপ্ট থেকে ভয়েসওভারসহ ভিডিও বানায় এক ক্লিকে।
👉 অল্টারনেটিভ: TTSMaker.com – টেক্সট থেকে ফ্রি ভয়েসওভার বানাতে পারেন।
1️⃣1️⃣ Tome.app – শুধু টপিক দিলে হয়ে যাবে সুন্দর প্রেজেন্টেশন, AI সব তৈরি করে।
👉 অল্টারনেটিভ: SlidesAI.io – Google Slides-এর জন্য ফ্রি AI এক্সটেনশন।
1️⃣2️⃣ Perplexity.ai – কোনো কিছু রিসার্চ করতে চাইলে রেফারেন্সসহ একদম ইন-ডেপথ উত্তর দেয়।
👉 অল্টারনেটিভ: You.com – AI রিসার্চ + সার্চ ইঞ্জিন কম্বো।
1️⃣3️⃣ PicWish.com – ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফেস ক্লিন, ফটো এনহ্যান্স — সব ফ্রি।
👉 অল্টারনেটিভ: Remove.bg – ব্যাকগ্রাউন্ড রিমুভার (ফ্রি লিমিটেড ইউজে)।
1️⃣4️⃣ LumaLabs.ai – 3D ভিডিও মডেল বানিয়ে দেয় বাস্তবিক লুকে।
👉 অল্টারনেটিভ: Kaedim.com – AI দিয়ে 2D থেকে 3D বানানোর টুল।
1️⃣5️⃣ Pika.art – স্ক্রিপ্ট দিলেই সেটা সিনেম্যাটিক AI ভিডিওতে রূপ নেয়।
👉 অল্টারনেটিভ: Veo (Google) – নতুন ৩D/ভিডিও জেনারেশন টুল (আমার ব্যক্তিগত পছন্দের)।
📌 এখন আর “পারবো না” বলার দিন নেই!
Save this on your timeline :)
📤 শেয়ার করে রাখুন, যেন ফিউচারে ভুলে না যান!