
26/07/2025
১০ লাখ টাকার হেরোইন সহ মামলাই গায়েব করে দিয়েছে মোহাম্মদপুরের ওসি ইফতেখার!
গত ৭ মে রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাদ্দাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লাখ টাকার হেরোইন সহ গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
সাদ্দামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলার প্রাথমিক বিবরণীর ড্রাফট, সাধারণ ডায়েরী সহ একাধিক ডকুমেন্টস পোষ্টে সংযুক্ত করা আছে।
১০ লাখ টাকার হিরোইন আটকের ঘটনায় সাদ্দামকে গ্রেফতার করলেও হেরোইন সহ সেই মামলাটি গায়েব করে দিয়েছে মোহাম্মদথানার ওসি ইফতেখার।
সাদ্দামকে হিরোইন সহ আটকের মামলায় গ্রেফতার না দেখিয়ে, তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি মামলায় তাকে কোর্টে চালান দেয়া হয়। কিন্তু আসামির কাছ থেকে জব্দকৃত হিরোইন কোর্টে জমা দেয়নি মোহাম্মদ থানা পুলিশ।
জানা গেছে, সাদ্দামের কাছ থেকে জব্দকৃত হেরোইন আদালতে জমা না দিয়ে হেরোইন এবং মামলাটি গায়েব করেছে মোহাম্মদপুর থানা। আর সাদ্দামকে আগের বছরের একটি মামলার ওয়ারেন্ট থাকায়,সেই মামলায় চালান দেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসিকে প্রশ্ন তোলেন, গত ০7 মে তারিখে ১০০ গ্রাম হেরোইন সহ আটক হওয়া মাদক ব্যবসায়ীর হেরোইন এবং মামলাটা কোথায়।
পোষ্টে ডকুমেন্টসগুলো সংযুক্ত।
সোর্স> Jawad Nirjhor ভাই