
16/07/2025
আপডেট: রাইজু মারা গেছে 😭😭😭
২৯ ডিসেম্বর ২০২৪ — তোমাকে আমরা রেস্কিউ করি,
৩১ জানুয়ারি ২০২৫ — তোমার ভাই রিজু ফ্লুতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়।
তুমিও তখন ফ্লুতে আক্রান্ত ছিলে, চিকিৎসা করে তোমাকে ভালো করেছিলাম।
কিন্তু এরপর মার্চ থেকে ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করে — পটি সমস্যা, ওষুধ চলতে থাকে,
তারপর হঠাৎ করেই প্যারালাইড হয়ে গেলে তুমি।
তাও আল্লাহর কাছে শুকরিয়া করতাম — "রাইজু বেঁচে আছে, আমাদের সাথে আছে।"
কে জানতো, ১৬ জুলাই দুপুর ১টায় তোমার জীবনের শেষ সময় আসবে!
এই ৮ মাসের ছোট্ট জীবনটা ছিল কষ্টে ভরা।
তবু তুমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলে আমাদের প্রতিটি দিন।
তুমি ছিলে আমাদের নাস্তার সঙ্গী, পরোটা খেতে খুব ভালোবাসতে, কোলে আসার জন্য ডাকতে।
আজ তোমার জায়গাটা খালি...
তোমার জন্য রাখা ওষুধগুলো এখনো আছে, কিন্তু তুমি নেই 😭
১৯৯ দিন — ৬ মাস ১৯ দিন আমাদের সাথে ছিলে তুমি।
আজ থেকে তুমি আল্লাহর হেফাজতে, কষ্টহীন, শান্তিতে।
আমাদের স্মার্ট, আদরের রাইজু — তোমারে খুব ভালোবাসি বাবা।
তুমি আমাদের মনে, আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবি।
😭😭😭