03/07/2024
ভবিষ্যতের গুগল সার্চ ইঞ্জিনে বিরাট পরিবর্তন! 🤯
গুগল সার্চ এখন থেকে আর আগের মতো থাকছে না! প্রতিদিনের গুগল ব্যবহারে যে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, তা আমাদের সার্চ রেজাল্টকে নতুন মাত্রা দিবে।
✅আগে:
আপনার মনে কোনো প্রশ্ন আসতো।
আপনি সেটা গুগলে সার্চ করতেন, রেজাল্ট পেতেন।
বেশিরভাগ স্পন্সর্ড থাকতো, নিচে স্ক্রল করে যেতে হতো।
সঠিক উত্তরের জন্য ২-৩টা আর্টিকেল পড়তে হতো।
অবশেষে উত্তর পেতেন।
✅এখন:
আপনার মনে কোনো প্রশ্ন আসবে।
আপনি সেটা গুগলে সার্চ করবেন, আর পেয়ে যাবেন...
সমস্ত উত্তর একসাথে, একটি সামারিতে।
আর কোনো স্ক্রল করা লাগবে না।
আর কোনো বাড়তি খোঁজাখুঁজি লাগবে না।
⭕স্পন্সর্ড আর্টিকেলও আর থাকবে না হয়তো?
এই শেষ কথাটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ গুগল সার্চ ৪৮ বিলিয়ন ডলারের এক বিশাল ইন্ডাস্ট্রি, তারা এমন একটা দানবকে এত সহজে ক্ষতিগ্রস্ত করবে না।
তবে!
এই ঘোষণা সত্যি আমাকে অবাক করেছে। গুগল এবার বুঝতে পেরেছে, পৃথিবী ক্রমাগত বদলে যাচ্ছে।
সার্চের ব্যবসায়িক মডেলও বদলে যাচ্ছে।
SEO পাল্টে যাচ্ছে (মানে গুগলে আপনার ওয়েবসাইট বা কনটেন্টের র্যাঙ্কিং যেভাবে হয়)। গুগলের AI (Gemini) দ্বারা সমাধান হিসেবে নির্বাচিত হওয়া এখন থেকে মুখ্য বিষয় হবে।
এটা আর শুধু “এসইও অপটিমাইজেশন” না...
এটা এখন “Gemini অপটিমাইজেশন”।
২০২৫ এর জন্য আপনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন❓
ABS Tech Studio
ABS Tech Studio
Abdullah Al Jaber