
15/01/2025
ভিডিওটা যতবার সামনে আসছে ততই অবাক হইছি, অই যে কথায় কথায় বলে না মানুষ? রাখে আল্লাহ মা-রে কে? অথচ মেয়েটাকে যখন তুলে নিয়ে যাচ্ছে তার পাশে থাকা বান্ধুবী নিজেও ভয়ে পালিয়ে গেছে, কোত্থেকে ছেলে একটা দৌড়ে এসে তাকে ধরে ফেললো, মনে হলো স্বয়ং আল্লাহ পাঠিয়েছে, অথচ পাশে আরেকটা ছেলে ছিলো, ওই ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল:)
সবকিছু মিলিয়ে একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে, সেইটা হলো
আল্লাহ ছাড়া আসলেই আমাদের সাহায্য করার কেউ নাই! 🙂