24/07/2025
হাসান বসরি (রাহিমাহুল্লাহ)-এর কাছে সংবাদ এল যে, এক লোক তাঁর গিবত করেছে।
তখন তিনি তার কাছে খেজুরভর্তি একটি ঝুড়ি পাঠিয়ে দিয়ে বললেন, ‘আপনি আমার গিবতের মাধ্যমে কিছু নেকি পাঠালেন, তাই আমি তার প্রতিদান পাঠালাম।’ এতে লোকটি লজ্জিত হলো এবং পরে আর কখনো তাঁর ব্যাপারে মন্দ কথা বলেনি।
[নববি শিষ্টাচার ও দুনিয়াবিমুখতার মূর্তপ্রতীক হাসান বসরি রহ., পৃষ্ঠা : ২৯