Mahfuza Mohon

  • Home
  • Mahfuza Mohon

Mahfuza    Mohon Social Media manager | Graphic Designer | Content Creator

  One Week Design Night  ফাইনালি আমি একটু সময় বের করতে পারলাম।  কেমন হলো?  বাহিরে বৃষ্টি পড়ছে বেশ কিছু ক্ষণ বৃষ্টি দেখার...
04/08/2025

One Week Design Night
ফাইনালি আমি একটু সময় বের করতে পারলাম।
কেমন হলো?

বাহিরে বৃষ্টি পড়ছে বেশ কিছু ক্ষণ বৃষ্টি দেখার পর মনে হলো ২দিন থেকে নিজের জন্য কাজ করা হয়নি তো বসলাম।

কি নিয়ে করবো ভাবতে ভাবতে মনে হলো বৃষ্টি নিয়ে কিছু করি। তো হোম ডেলিভারি থেকে বেস্ট অফশন আর কি হতে পারে?

আমার মনে হয়, হোম ডেলিভারি একটা blessing হিসেবে কাজ করে।
তো সেটা নিয়েই শুরু।

  One Week Design Night আজ রাতে আবার বিরিয়ানির দিকে মন গেল। কি যে হবে।  বুজতেছিনা। শেষ পর্যন্ত দেখি কি কি আসে।
31/07/2025

One Week Design Night
আজ রাতে আবার বিরিয়ানির দিকে মন গেল। কি যে হবে। বুজতেছিনা।

শেষ পর্যন্ত দেখি কি কি আসে।

  One Week Design Night  রাত বিরাতে মনের বাসনা মেটাই ডিজিটাল ভঙ্গিমায় 😣কোনটা  পছন্দ ? লালডা নাকি ধলাডা ?  কে ট্যাগ দিলাম...
30/07/2025

One Week Design Night
রাত বিরাতে মনের বাসনা মেটাই ডিজিটাল ভঙ্গিমায় 😣
কোনটা পছন্দ ? লালডা নাকি ধলাডা ?
কে ট্যাগ দিলাম । নতুন ট্রেন্ড ফলো , পোস্ট করলে অর্ডার হোম ডেলিভারী ফ্রি। 😁

30/07/2025

Satisfaction❤
Client কাজ দেখে কবুল বলে 😂

SCROLLING এখন আরো সহজInstagram এখন launch করেছে Auto-Scroll feature, যা automatically আপনার feed scroll করবে—just like T...
23/07/2025

SCROLLING এখন আরো সহজ

Instagram এখন launch করেছে Auto-Scroll feature, যা automatically আপনার feed scroll করবে—just like TikTok!
যারা just relax করে passive content দেখতে চায়, তাদের জন্য এটা একদম perfect!
এখন আর বারবার swipe করতে হবে না—Instagram নিজেই করে দিবে সব কাজ!
এই ফিচার কাদের জন্য:
✅ যারা hands-free experience চায়
✅ যারা uninterruptedভাবে content enjoy করতে চায়
✅ যারা TikTok-এর মতো smooth scroll পছন্দ করে

Instagram কি চায়? চলুন জেনে নেই
👉 Longer watch time
👉 More engagement
👉 Passive users-এর জন্য বেশি content consumption
Content creators, now is the time to focus on high-retention content—because passive viewers are coming!

অবিশ্বাস্য হলেও সত্যি — Zoom কলের সময়ও দেখা যায় না, স্ক্রিনশেয়ারে বা কোন স্ক্রিনশটেও দেখা যায় না—তবু আপনাকে লাইভ হেল্প...
16/07/2025

অবিশ্বাস্য হলেও সত্যি — Zoom কলের সময়ও দেখা যায় না, স্ক্রিনশেয়ারে বা কোন স্ক্রিনশটেও দেখা যায় না—তবু আপনাকে লাইভ হেল্প করতে পারে এই টুলটা!

কিভাবে সম্ভব?

সকলের সামনে চুপচাপ বসে থাকলেও, আপনি জানেন… কেউ একজন আপনাকে গোপনে সাহায্য করছে। আপনি যা দেখেন, যা শুনেন, সেই সব এখন একটা "অদৃশ্য AI" বুঝে ফেলছে...

🔥 পরিচয় করিয়ে দিই Cluely-এর সাথে — এটা ChatGPT না, এটা আপনার স্ক্রিনেই বসে থাকা এক ইনভিজিবল একজন মেন্টর বা এডভাইজর বা শক্তি!

কি অবাক হলেন?

চলুন আরেক্টু ডিটেইল জানি এই টুলটা সম্পর্কে...

আপনি স্ক্রিনে যা দেখছেন, ও ঠিক সেটাই বুঝে– কোড হোক, স্লাইড হোক, গুগল ডক, প্রশ্ন বা রিপোর্ট — আপনি কী নিয়ে কাজ করছেন, Cluely সব বুঝে!

মিটিং চলাকালীন কথা “শুনে”... কিন্তু কারো চোখে পড়ে না এবং একদম নীরবে কাজ করে যেতে পারে। ঠিক আমাদের ব্রেইনে থাকা চিন্তার মতো - অদৃশ্য!

যে কোন প্রশ্ন করুন — সাথে সাথে উত্তর পেয়ে যাবেন, এবং শুধু উত্তরই না – context-aware উত্তর পেয়ে যাবেন একদম, কোনো ট্যাবও বদলানো লাগবে না বা কোন ডিভাইসও কানেক্ট করতে হবে না!

“Undetectable by design” — কেউ জানবেই না আপনি AI ইউজ করছেন– না মিটিং-এ, না রেকর্ডিং-এ, না স্ক্রিনশেয়ারে!

আপনার চোখের তাকানোর দিক দেখেই টুলটা বুঝে নিবে যে কোথায় রাখলে আপনি ফোকাস হারাবেন না বা ঠিকঠাক সব কথা বলতে পারবেন বা কোন বিজনেস ডিল ক্লোজ করতে পারবেন।

📌 এই টুলটা দিয়ে কি কি করা যাবে?

💼 মিটিংয়ে বসে বসে টেনশনে থাকেন কী বলবেন?
Cluely রিয়েলটাইমে আপনাকে স্মার্ট কথা বলতে হেল্প করবে।
টক-শো তে যারা যান বা লাইভ পডকাস্ট করেন, তাদের জন্যেও বিশাল একটা গেইমচেঞ্জিং জিনিস হবে এটা!

📞 সেলস কল চলাকালীন যখন ক্লায়েন্টের প্রশ্ন শুনে ঘাম ছুটে যায়, তখন উপায়?
ওই সময়েই প্রোডাক্ট ইনফো আর objection handling ready করে রাখবে Cluely এবং আপনি কি বলবেন সেটাও বলে দিবে।
🎯 একা একা পড়াশোনা, কোডিং বা কনটেন্ট লেখা — Cluely silently support দিতে পারবে সবসময়।
– আপনার স্ক্রিন দেখে, context বুঝে হেল্প করে যাবে All the time!

😮‍💨 আমি তো প্রথমে ভাবছিলাম, আরেকটা “AI টুল” হবে। কিন্তু Cluely একটা পুরো লাইফস্টাইল কো-পাইলট!

NOTE: বাংলাদেশে এখনো এই টুলটা এভেইলএবল না। হয়তো অদূর ভবিষ্যতে পাবো এবং ইউজ করতে পারবো।
ফান ফ্যাক্টঃ যে এই অ্যাপটা বানিয়েছে, Roy Lee, তার বয়স মাত্র ২১ বছর। :)

সেইভ এন্ড শেয়ার :)
©️

জামাইয়ের মতো হলে  তক্ষনি  সব শেষ........................সেদিন জামাই বউ কথা বলছে। বউ অনেক ক্ষন থেকে  জামাইকে এই কথা সেই ক...
15/07/2025

জামাইয়ের মতো হলে তক্ষনি সব শেষ........................

সেদিন জামাই বউ কথা বলছে। বউ অনেক ক্ষন থেকে জামাইকে এই কথা সেই কথা বলছে জামাই শুধু হুম হুম করছে। আর নিজের মতো ফোন স্ক্রল করছে। তো কথা শেষে বউ বলছে কি বুঝতে পেরেছো?
জামাই হুম বলে। তো বউ চলে গেল নিজের কাজে।

এরপর হলো আসল কাহিনী। বউ রান্না ঘর থেকে এসে প্রশ্ন করলো

বউ: করেছো?
জামাই : কি করবো?
বউ : কেন তোমাকে যে বললাম।
জামাই : কখন বলছো? আমি তো শুনিনি। তুমি বললে আমি কেন শুনবো না।
বউ : তুমি তো সব শুনেছো , হুম বললে জন্যই তো আমি অন্য কাজে গিয়েছি।
এখন তুমি করো। জামাইয়ের আর কি করার করতে হলো। আরো ঝামেলা করে।

এখন কথা হলো - ক্লাইন্ড যখন কিছু বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছে - কোন টিউনে বলছে - কতোটা জোর দিয়ে বলছে তা খেয়াল করতে হবে।
এছাড়া জামাইয়ের মতো হবে। সময়মতো না করার জন্য দ্বিগুণ সময় দিয়ে কাজ করতে হয়।

কাজ শুরুর আগে মিটিং করে কাজ গুছিয়ে নিয়ে কাজ শুরু করুন।
সময় লাগুক কিন্তু সম্পূর্ণ তথ্য নিয়ে কাজ শুরু করলে কাজ গুলো দ্রুত করা যায়।

Mahfuza Mohon

Ben Silbermann - অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর এ্যাপস । No Negativity, No Violence , most clean apps ever. একবার apps এ ঢুকল...
15/07/2025

Ben Silbermann - অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর এ্যাপস । No Negativity, No Violence ,
most clean apps ever.
একবার apps এ ঢুকলে মন ভাল হয়ে যায়।

একমাত্র খাবার যা খুব কম মানুষ ই পছন্দ করে।আপনি কোন দলে?
15/07/2025

একমাত্র খাবার যা খুব কম মানুষ ই পছন্দ করে।
আপনি কোন দলে?

গত কাল জান মুখে চলে আসছিল। প্রতিদিনের মতো ফোনে কাজ করছিলাম।  আমার মতো  অলস মানুষদের জন্য ফোন বেস্ট অপশন।    এখন নিজের মত...
15/07/2025

গত কাল জান মুখে চলে আসছিল।

প্রতিদিনের মতো ফোনে কাজ করছিলাম। আমার মতো অলস মানুষদের জন্য ফোন বেস্ট অপশন। এখন নিজের মতো একটু ফোন দেখছিলাম। তো মাগরিবের আজান হলো উঠবো নামাজের জন্য।
স্বাভাবিক ভাবে এমনই হবে। কিন্তু না।

এরপর হলো সেই জান বের হওয়ার উপক্রম। মানে আগে মানুষ বলে জান আমার মুখের চলে আসে আমি ভাবতাম এটা কেমন কথা। জান কেমন করে মুখে আসে।
আসলে নিজের সাথে যতক্ষণ না ঘটে ততক্ষণ সেই সিচুয়েশনের যে আবেগ, দূঃখ, ভালবাসা, এক কথায় মানবিক গুন গুলোর প্রতি প্রতিক্রিয়া বোঝার উপায় নেই।

তবে এমন কিছুর অভিজ্ঞতাও প্রয়োজন আছে। মানুষ শেখে তার নিজের অভিজ্ঞতা থেকে। আপনি যতো কোর্স করেন আর যত মোটিভেশনের গল্প শুনুন। শিখবেন আপনি তক্ষুনি সেই পরিবেশের মুখোমুখি হলে।

যদি শেখা এতো সহজ হতো স্কুল কলেজ পড়েই কাজে নেমে পরতো। অভিজ্ঞতা অর্জনের জন্য মুড়িয়া হতো না।

আমিও তার ব্যতিক্রম না। তো আমি ফোনের পাওয়ার বাটন টা অফ করে ওযু করতে গেলাম। এসে ভাবছি চার্জে দিবো। ওমা, ফোন ওপেন হয়না। আমি ২/৩ বার পাওয়ার বাটন প্রেস করছি হচ্ছে না। আমার তো জান নাই।৷ কি হলো? ওফ হয়ে গেল নাকি। কারন আমার আগের Samsung galaxy 9+ এমন চলতে চলতে অফ। আর ওপেন হয়নি। কতো মেমোরি ছিল!

তো মূল কথায় ফিরি, আমি অন্য ফোন থেকে কল দিচ্ছি। কল যাচ্ছে কিন্তু শো করছে না। একটু জান ফিরলো, না বেঁচে আছে।

ওই যে ICU রোগীর মতো। একটু যেন আশা আছে। রোগীর সময় লাগবে কিন্তু অনেক ইর্ফোড দিতে হবে। আমিও নামাজ শেষ করে আল্লাহ আল্লাহ করে ফোনটা হতে নিলাম। চার্জে দিলাম। এর ২মিনিট পর দেখি একটু লাইট ওপেন হলো।

যাক ১০% থেকে ৬০% এ লাইফ রিকভারি চান্স বেড়ে গেল।

আরো ১মিনিট পর ১০০% সাকসেসফুল 🥰 আমার জান যেন জানের জায়গা পেল।

এখন সবাই ভাবেন ফোন নিয়ে এতো অস্থির কেন?

হুম আমি ফোন নিয়ে অস্থির। কারন এটা না যে ফেসবুক আছে, গেমস আছে, স্ক্রলিং আছে শপিং কতো কিছু।

কারণ আমার ৮০% কাজ হয় ফোন দিয়ে। ক্লাইন্ড আপডেট, ক্লাইন্ড কাজের অনেক কিছু ফোন থেকেই করি। কাজের সব ইনফো ফোনে।
এখন বলেন আমি কেন ফোন নিয়ে চিন্তিত হবো না।
এর থেকেও বড় কথা - আমার মা আমাকে এই ফোন কিনে দিয়েছে। আমার মা আমাকে যা দেয় সব অনেক আদরের আপন।

তাহলে কেন আমি আবেগি হবো না।

তবে এই ঘটনার জন্য একটা জিনিস বুঝতে পেরেছি। আমরা কতোটা টেকনোলজি নির্ভরশীল হয়েছি। আগে তো সব মনে থাকতো। এখন সব গুলাই খেয়েছি।
সাথে আরো একটা জিনিস বুঝতে পেরেছি তথ্য সব কাগজে লিখে রাখা উচিত।

তা না হলে হতে জান নিয়ে থাকতে হবে। এরপর সব ইনফো আমি লিখে রেখেছি।

মানুষ ঠেকে শিখে। তাই সিচুয়েশন থেকে শেখা উচিত।

Mahfuza Mohon

Ai দিয়ে পার্ফে্ক্ট ছবি। prompt লাগলে  কমেন্ট করুন " prompt." পেয়ে যান exclusive image prompt.
08/07/2025

Ai দিয়ে পার্ফে্ক্ট ছবি।

prompt লাগলে কমেন্ট করুন " prompt."

পেয়ে যান exclusive image prompt.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mahfuza Mohon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuza Mohon:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share