16/07/2025
অবিশ্বাস্য হলেও সত্যি — Zoom কলের সময়ও দেখা যায় না, স্ক্রিনশেয়ারে বা কোন স্ক্রিনশটেও দেখা যায় না—তবু আপনাকে লাইভ হেল্প করতে পারে এই টুলটা!
কিভাবে সম্ভব?
সকলের সামনে চুপচাপ বসে থাকলেও, আপনি জানেন… কেউ একজন আপনাকে গোপনে সাহায্য করছে। আপনি যা দেখেন, যা শুনেন, সেই সব এখন একটা "অদৃশ্য AI" বুঝে ফেলছে...
🔥 পরিচয় করিয়ে দিই Cluely-এর সাথে — এটা ChatGPT না, এটা আপনার স্ক্রিনেই বসে থাকা এক ইনভিজিবল একজন মেন্টর বা এডভাইজর বা শক্তি!
কি অবাক হলেন?
চলুন আরেক্টু ডিটেইল জানি এই টুলটা সম্পর্কে...
আপনি স্ক্রিনে যা দেখছেন, ও ঠিক সেটাই বুঝে– কোড হোক, স্লাইড হোক, গুগল ডক, প্রশ্ন বা রিপোর্ট — আপনি কী নিয়ে কাজ করছেন, Cluely সব বুঝে!
মিটিং চলাকালীন কথা “শুনে”... কিন্তু কারো চোখে পড়ে না এবং একদম নীরবে কাজ করে যেতে পারে। ঠিক আমাদের ব্রেইনে থাকা চিন্তার মতো - অদৃশ্য!
যে কোন প্রশ্ন করুন — সাথে সাথে উত্তর পেয়ে যাবেন, এবং শুধু উত্তরই না – context-aware উত্তর পেয়ে যাবেন একদম, কোনো ট্যাবও বদলানো লাগবে না বা কোন ডিভাইসও কানেক্ট করতে হবে না!
“Undetectable by design” — কেউ জানবেই না আপনি AI ইউজ করছেন– না মিটিং-এ, না রেকর্ডিং-এ, না স্ক্রিনশেয়ারে!
আপনার চোখের তাকানোর দিক দেখেই টুলটা বুঝে নিবে যে কোথায় রাখলে আপনি ফোকাস হারাবেন না বা ঠিকঠাক সব কথা বলতে পারবেন বা কোন বিজনেস ডিল ক্লোজ করতে পারবেন।
📌 এই টুলটা দিয়ে কি কি করা যাবে?
💼 মিটিংয়ে বসে বসে টেনশনে থাকেন কী বলবেন?
Cluely রিয়েলটাইমে আপনাকে স্মার্ট কথা বলতে হেল্প করবে।
টক-শো তে যারা যান বা লাইভ পডকাস্ট করেন, তাদের জন্যেও বিশাল একটা গেইমচেঞ্জিং জিনিস হবে এটা!
📞 সেলস কল চলাকালীন যখন ক্লায়েন্টের প্রশ্ন শুনে ঘাম ছুটে যায়, তখন উপায়?
ওই সময়েই প্রোডাক্ট ইনফো আর objection handling ready করে রাখবে Cluely এবং আপনি কি বলবেন সেটাও বলে দিবে।
🎯 একা একা পড়াশোনা, কোডিং বা কনটেন্ট লেখা — Cluely silently support দিতে পারবে সবসময়।
– আপনার স্ক্রিন দেখে, context বুঝে হেল্প করে যাবে All the time!
😮💨 আমি তো প্রথমে ভাবছিলাম, আরেকটা “AI টুল” হবে। কিন্তু Cluely একটা পুরো লাইফস্টাইল কো-পাইলট!
NOTE: বাংলাদেশে এখনো এই টুলটা এভেইলএবল না। হয়তো অদূর ভবিষ্যতে পাবো এবং ইউজ করতে পারবো।
ফান ফ্যাক্টঃ যে এই অ্যাপটা বানিয়েছে, Roy Lee, তার বয়স মাত্র ২১ বছর। :)
সেইভ এন্ড শেয়ার :)
©️