Farhana Mahbub Ema

Farhana Mahbub Ema Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Farhana Mahbub Ema, Digital creator, Dhaka.

অবাক করার মতো হলেও সত্যি, এই মেয়েটিই এখন বাংলাদেশের ডিজিটাল ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচিত নাম।✨Sunehra Tasnim যার প্রতিট...
05/08/2025

অবাক করার মতো হলেও সত্যি, এই মেয়েটিই এখন বাংলাদেশের ডিজিটাল ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচিত নাম।✨

Sunehra Tasnim যার প্রতিটি লুক মানেই হাজারো তরুণীর নতুন ফ্যাশন অনুপ্রেরণা, নতুন এক সৌন্দর্যের সংজ্ঞা।

এই নতুন ভিডিওতে সুনেহরাকে দেখা গেছে একাধিক রূপে:

-কখনো গোলাপ কানে গুঁজে নস্টালজিক এক বাংলার বউ।
-কখনো হালকা গোলাপি জর্জেটে স্বপ্নময় এক পরী।
-কখনো আবার নীল-সাদা এমব্রয়ডার্ড শাড়িতে যেন রূপকথার রাজকন্যা।

আর সবচেয়ে মুগ্ধ করার মতো ব্যাপার হলো- প্রতিটি লুকে তার ভিন্ন এক এক্সপ্রেশন, ভিন্ন এক কম্পোজার, ভিন্ন এক মেজাজ।👌

তার মেকআপ সবসময় থাকে সফট, স্কিন-ফ্রেন্ডলি আর লাইট-ওয়েট, ঠিক যেমন ট্রেন্ড এখন গ্লোবাল স্কিন কেয়ারে।

চুলের স্টাইলিং? ফ্লাওয়ার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কুইন ক্রাউন পর্যন্ত, সবখানে সুনেহরার নিজস্ব স্বাদ আর মেজাজের ছাপ স্পষ্ট।

কেউ কেউ ভাবতে পারেন, একটা সুন্দর মুখ থাকলেই বুঝি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা যায়। কিন্তু সুনেহরার এই ভিডিও গুলো প্রমাণ করে দেয়, এটা শুধু সৌন্দর্যের খেলা নয়, এটা এক ধরনের “ক্রাফট”।

প্রতিটি ফ্রেমের পেছনে থাকে স্টাইল প্ল্যানিং, পোশাকের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা অ্যাঙ্গেল, মুড বোর্ড, আর নিজের অভিব্যক্তি প্রকাশের নিঁখুত কৌশল।

আজ Sunehra Tasnim শুধু ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর নন,
তিনি নিজেই হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড।

তার রূপে রয়েছে নারীত্বের কোমলতা, ব্যক্তিত্বে রয়েছে আত্মবিশ্বাসের দীপ্তি, আর ফ্যাশন সেন্সে রয়েছে সময়ের চেয়ে এগিয়ে থাকার ছাপ। এই হলো সেই ম্যাজিক্যাল মিশ্রণ, যা তাকে করেছে সত্যিকারের ‘Digital Style Queen’ of Bangladesh. 👑

Collected post

ইদানিং আর কোনোকিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না। কারন আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা ...
25/07/2025

ইদানিং আর কোনোকিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না। কারন আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিনত হয়, তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি। যা হবার হবে না হলে নাই, আশা যত কম দুঃখ ও তত কম!


゚viralシfypシ゚

 #বন্ধুত্ব
21/07/2025

#বন্ধুত্ব

21/07/2025

চুলার আগুনের আঁচটা লাগতে না দেয়া সন্তান তাদের.‼️

শখের বশে একটা গোলাপ ও ক্যাকটাসের টব কিনে এনেছিলাম।🥀 সপ্তাখানেক বেশ যত্নের পর গাছগুলোর কথা বেমালুম ভুলে গেছি। অনেকদিন পর ...
20/07/2025

শখের বশে একটা গোলাপ ও ক্যাকটাসের টব কিনে এনেছিলাম।🥀 সপ্তাখানেক বেশ যত্নের পর গাছগুলোর কথা বেমালুম ভুলে গেছি। অনেকদিন পর হাতের কাজ সেরে টব দুটোর দিকে তাকিয়ে দেখি ক্যাকটাস দিব্যি আছে, গোলাপের চারাটা মরে গেছে। বিশেষ যত্নের দরকার নেই বলে বারান্দায় ক্যাকটাস স্থায়ী হয়েছে, গোলাপের চারাটি ফেলে দিয়েছি।

If life gives you a second chance, don't be a cactus. Be a rose seedlings. Life is too short to bloom for those who don't water you. কারো বারান্দায় স্থায়ী হতে গিয়ে ক্যাকটাস হবেন না। ক্যাকটাস কেউ খোঁপায় গুঁজে না।
যত্নে বাঁচুন, যত্নে ফুটুন।

~ Anika aneri

゚viralシfypシ゚

19/07/2025

🚉 ঝকঝক শব্দ, আলোছায়া আর কিছু না বলা অনুভব…
ট্রেন এগিয়ে যাচ্ছিল আপন গতিতে, জানালার পাশে বসে চুপচাপ দেখছিলাম রাতের শহরকে।
নদীর পানিতে ল্যাম্পপোস্টের আলো পড়ে ঝিলমিল করছিল, আর ট্রেনের সেই চেনা ঝকঝক শব্দ—
মনে হচ্ছিল যেন ভিতরের সমস্ত কথা না বলেই বলা হয়ে যাচ্ছে।

এমন কিছু মুহূর্ত আসে জীবনে,
যেখানে শব্দের চেয়ে অনুভব বড় হয়।
কোনো গন্তব্য নয়, শুধু চলার মাঝেই শান্তি খুঁজে পাই…

#রাতেরট্রেন #আলোছায়ারখেলা #ঝকঝকশব্দ #ট্রেনজার্নি #নিজেরজন্যসময় #নীরবভ্রমণ
#রাতেরভ্রমণ #নীরবতা #নিজেরজন্যসময়
゚viralシfypシ゚

আষাঢ়ে দোলনচাঁপা 🌿🤍এক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে দোলনচাঁপা এনে দিলো না! #দোলনচাঁপা  #প্রিয়মুহূর্ত    ゚viralシfypシ゚
15/07/2025

আষাঢ়ে দোলনচাঁপা 🌿🤍
এক জীবনের আফসোস থেকে যাবে কেউ আমাকে দোলনচাঁপা এনে দিলো না!

#দোলনচাঁপা #প্রিয়মুহূর্ত ゚viralシfypシ゚

🌃 রাতের শহর, এক টুকরো নীরব কবিতা...আলোকছায়ার খেলায় ঢাকা শহরের এক শান্ত সন্ধ্যা।সব ব্যস্ততা, শব্দ, কোলাহল যেন থেমে গেছে...
14/07/2025

🌃 রাতের শহর, এক টুকরো নীরব কবিতা...
আলোকছায়ার খেলায় ঢাকা শহরের এক শান্ত সন্ধ্যা।
সব ব্যস্ততা, শব্দ, কোলাহল যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য...
একটু থেমে তাকিয়ে দেখলে বোঝা যায়—এই শহরও ক্লান্ত হয়, বিশ্রাম নেয়।

🖤 রাতের এই দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়...
আকাশের মেঘ, বিল্ডিংয়ের আলো, নিচে ছোট্ট জলাশয়—সব মিলিয়ে এক নিঃশব্দ ভালোবাসা।

📸

#রাতেরশহর #শান্তসন্ধ্যা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Mahbub Ema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share