Rail Fans

Rail Fans rail lover rail video rail travel vlog

19/07/2025

Bangladesh railway new locomotive and powerful Meter gauge locomotive বর্তমান সময়ের আলোচিত ও শক্তিশালী লোকোমোটিভ ।
৩০০৮ #রেলগেট








01/07/2025

3016 the king locomotive of metre gauge
゚viralシ

আজকে ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে মাটি বহনকারী ট্রাকের সাথে সং*ঘর্ষ হয়। শুধু লোকোমটিভের ক্ষতি হয়েছে
28/03/2025

আজকে ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে মাটি বহনকারী ট্রাকের সাথে সং*ঘর্ষ হয়।
শুধু লোকোমটিভের ক্ষতি হয়েছে

আসন্ন টাইমটেবিলে স্টপেজ উল্লেখ থাকলেও ওয়েবসাইটে আসন বরাদ্দ উল্লেখ নেই মহিমাগঞ্জে। স্টপেজ দিবে কিনা সময় বলে দেবে।
09/03/2025

আসন্ন টাইমটেবিলে স্টপেজ উল্লেখ থাকলেও ওয়েবসাইটে আসন বরাদ্দ উল্লেখ নেই মহিমাগঞ্জে।
স্টপেজ দিবে কিনা সময় বলে দেবে।

09/03/2025

ট্রেন ভ্রমন পরিহার করে বাসে ভ্রমণ করুন ✅

বিস্তারিত কমেন্টে

হিন্দু ধর্মাবলম্বীদের মেলা উপলহ্মে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগর এক্সপ্রেস বিজয় উদয়ন পাহাড়িকা মেঘনা সীতাকুণ্ড দাড়াব...
25/02/2025

হিন্দু ধর্মাবলম্বীদের মেলা উপলহ্মে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগর এক্সপ্রেস বিজয় উদয়ন পাহাড়িকা মেঘনা সীতাকুণ্ড দাড়াবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন নামের ওই সেনাসদস্য বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্...
14/02/2025

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন নামের ওই সেনাসদস্য বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। আসন না পাওয়ায় তিনি আসছিলেন স্ট্যান্ডিং টিকিটে। শারীরিকভাবে অসুস্থ ওই সেনাসদস্য রেলওয়ের কর্মীদের অনুরোধ করেছিলেন তাকে বসানোর ব্যবস্থা করতে। কিন্তু রেলকর্মীরা তাকে বসানোর ব্যবস্থা করেননি।

কিন্তু ওই সেনাসদস্য লক্ষ করেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তার কাছে স্ট্যান্ডিং টিকিট থাকলেও তাকে বসানোর ব্যবস্থা করা হয়নি। ট্রেনে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় রেলওয়ের কর্মীরা তাকে ধাক্কাধাক্কি করেন। ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। পরে খবর পেয়ে রাতেই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনীর একটি দল। সিসিটিভি ফুটেজ দেখার পর ওই ট্রেনের টিটিইর অবস্থা 🥴

কার্টেসি- স্বাধীন (BRTI)

কক্সবাজারে চালু নতুন দুই ট্রেন, প্রথম দিনে আয় প্রায় ৫ লাখচট্টগ্রাম-কক্সবাজার নতুন রেলপথে চালু হওয়া সৈকত এক্সপ্রেস ও প্র...
04/02/2025

কক্সবাজারে চালু নতুন দুই ট্রেন, প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেলপথে চালু হওয়া সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে (১ ফেব্রুয়ারি) যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রথম দিনেই কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকা।

চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস কক্সবাজার পৌঁছানোর কথা ছিল সকাল ৯টা ৫৫ মিনিটে। তবে হাতি চলাচলকারী এলাকায় ট্রেনের গতি সীমাবদ্ধতা এবং অন্যান্য কাজ অসমাপ্ত থাকায় ট্রেনটি কক্সবাজার পৌঁছায় সকাল ১০টা ২৫ মিনিটে।প্রবাল এক্সপ্রেস (৮২২) থেকে প্রথম দিনেই কক্সবাজার স্টেশনে ৯২১টি টিকিট বিক্রি হয়েছে, যা থেকে আয় হয়েছে ২ লাখ ৮ হাজার ৯২৩ টাকা। সৈকত এক্সপ্রেস (৮২৪) থেকে টিকিট বিক্রি হয়েছে ১ হাজার ১৩৪টি, যা থেকে আয় হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫১৫ টাকা।

প্রথম দিনেই শুধুমাত্র কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে মোট ২ হাজার ৫৫টি টিকিট বিক্রি হয়।

বিরামপুর ঘোড়াঘাট রেলগেটে এই মাত্র ঢাকা গামি একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২। ট্র...
02/02/2025

বিরামপুর ঘোড়াঘাট রেলগেটে এই মাত্র ঢাকা গামি একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২। ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ।

বাংলাদেশ রেলওয়ে টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ভ্রমণ  করতে পারবেন। কমলাপুর ভিআইপি গেটের সামনে বাসগুলো  রাখা আছে।
28/01/2025

বাংলাদেশ রেলওয়ে টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। কমলাপুর ভিআইপি গেটের সামনে বাসগুলো রাখা আছে।

28/01/2025

সমাধান ছাড়াই আলোচনা শেষ আগামীকালও (২৯ জানুয়ারি ২০২৫) ট্রেন চলার সম্ভাবনা খুবই কম ...

একটি জরুরি বার্তাঃবাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে রেল যো...
28/01/2025

একটি জরুরি বার্তাঃ

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।

এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rail Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share