Ruzain And Mom

Ruzain And Mom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruzain And Mom, Digital creator, Dhaka.
(2)

আসসালামু আলাইকুম আমাদের মা মেয়ের পেইজ এ আপনাদেরকে স্বাগতম।যারা আমাদের পেইজে ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখুন।সামনে আমাদের অনেক ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইলো।

নাম আমার ভূতু 🫠।ভূতুকে কার কার মনে আছে😊।
14/07/2025

নাম আমার ভূতু 🫠।ভূতুকে কার কার মনে আছে😊।

একটা কিডনি তুলে নিয়ে আর একটা রেখে দিলে ঐটা নিয়া পরকিয়া করে বেড়াবে😒 বোন তুই একদম ঠিক কাজ করছোস 🥴।
13/07/2025

একটা কিডনি তুলে নিয়ে আর একটা রেখে দিলে ঐটা নিয়া পরকিয়া করে বেড়াবে😒 বোন তুই একদম ঠিক কাজ করছোস 🥴।

ওনার জীবনের গল্প শোনার পর নিজের জীবন নিয়ে করা সকল অভিযোগ ভুলে গিয়েছি😔।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন🤲।
13/07/2025

ওনার জীবনের গল্প শোনার পর নিজের জীবন নিয়ে করা সকল অভিযোগ ভুলে গিয়েছি😔।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন🤲।

এখনো কি বিচার হয়েছে?? বিচারের বেলায় এতো অবহেলা কেনো? আরো কতো প্রাণ গেলে বিচার ব্যবস্থা ভালো হবে???
12/07/2025

এখনো কি বিচার হয়েছে?? বিচারের বেলায় এতো অবহেলা কেনো? আরো কতো প্রাণ গেলে বিচার ব্যবস্থা ভালো হবে???

সে আমার বেলকনির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাজার হাজার গুণ 💁‍♀️💁‍♀️।
10/07/2025

সে আমার বেলকনির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাজার হাজার গুণ 💁‍♀️💁‍♀️।

06/07/2025

তারা মুখে বলে ভালোবাসি কিন্তু মনে মনে বলে ,
থাকলে থাকো না থাকলে চলে যাও🙂।

06/07/2025

তওবা😊
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-🤲
-পড়া শেষে বলে যাবেন আলহামদুলিল্লাহ🥰।

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে💔।তোমার জন্য হারিয়ে ...
06/07/2025

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে💔।
তোমার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম, শান্তি, আরাম, সবাই একদিন ফিরে আসবে। শুধু তোমার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাথা কাপড় গুলো আর যত্নসহ করে ধুতে হবে না,,💔।
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না। বাবার চুল ধরে টান দিবে না।
তার জন্য আলাদা খাবারের পেরেশানিটা থাকবে না💔।

ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না,, নতুন খেলনা দেখলে তার বাবার কিনবে না, এই হাতে তাকে আর গোসল করে দিতে হবে না খালি বুকটাই তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,,💔।

কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম সে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথা ও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেইদিনও গত হয়ে যাবে,,💔।
এইভাবে কত শত কাল, মাস, বছর, পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে, বুলি না ফোঁটা মুখটা কথার সাথে আমি মা তার মিলেই এই মায়ের সাথে অনেক কথা আর বলা হবে না💔।
এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে,, সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে, যে শৈশব তার স্মৃতিতে থাকবে না সেই শৈশব আমাদের স্মৃতি হয়ে সবসময় থাকবে😔💔💔।

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। অথচ এই সমাজ সর্বদা সন্...
05/07/2025

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?
পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়। বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য। তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা। সাইলেন্ট ট্রিটমেন্ট, ভার্বাল এ‍্যাবইউজমেন্ট বাজে ব‍্যবহার, ইমোশনালি হ‍্যারেজ হচ্ছেন, মাইন্ড গেইম এসব কিছুর মধ‍্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ।
বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয়। মানুষ ৬০ বছর বয়সে বুঝতে পারে জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল। সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে। হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে। অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমোক সন্তান এটা করে ওটা করে। এই সেই বহু সুনাম। আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করেনা। মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে। আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।
যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ।

আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে। বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা। দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পারসন নয় , সে হিপোক্রেট।
আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী। বাকি সব মিথ্যা। যে একজন সঠিক মানুষ পাইনা তার কপাল পোড়া। যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রোয়জন হয়না🥰

05/07/2025

১০ শে মহররম আশুরার দিনে রোজা রাখলে মহান আল্লাহ বিগত ১ বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ।শেয়ার করে অন্যকে জানিয়ে দিলেও সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ 🤲।

05/07/2025

বাবার বাড়ি থেকে খাঁচা ভর্তি লিচু এসেছে আমাদের জন্য 💁‍♀️।এই লিচু আর কেনা লিচুর মধ্যে আকাশ পাতাল সমপরিমাণ পার্থক্য 😊।

Address

Dhaka

Telephone

+8801707003413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruzain And Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruzain And Mom:

Share