Bangali banik- বাঙালি বনিক

Bangali banik- বাঙালি বনিক We spread happiness

31/07/2025

🧋 𝗕𝗼𝗯𝗮 𝘀𝗾𝘂𝗮𝗱 𝗚𝗼𝗮𝗹𝘀! 𝗗𝗶𝗳𝗳𝗲𝗿𝗲𝗻𝘁 𝗙𝗹𝗮𝘃𝗼𝗿𝘀, 𝗦𝗮𝗺𝗲 𝗼𝗯𝘀𝗲𝘀𝘀𝗶𝗼𝗻

“You might be powerful today, but never forget, time overpowers everyone.”
29/07/2025

“You might be powerful today, but never forget, time overpowers everyone.”

18/07/2025

🌸গোলমরিচের ৩০টি জাদুকরী টিপস

🟪 টেস্ট বুস্টিং টিপসঃ--

১.গোলমরিচ সবসময় রান্নার শেষ দিকে দিন - তাহলে ঝাঁজালো স্বাদ অক্ষুণ্ণ থাকবে।
২.গোটা গোলমরিচ বেটে নিন রান্নার ঠিক আগে। পাউডার করা মরিচ ২-৩ দিনেই স্বাদ হারায়।
৩. মাংসের মেরিনেটে গোলমরিচ দিয়ে ৩০ মিনিট রাখুন - মাংস অসাধারণ নরম হবে।
৪. চা বানানোর সময় এক চিমটি গোলমরিচ পাউডার দিন - ঠান্ডা-কাশিতে দারুণ কাজ করে।
৫. কাঁচা মরিচের সাথে গোলমরিচ মিশিয়ে ভর্তা বানান - স্বাদে হবে অন্যরকম।

🟪 স্টোরেজ হ্যাকসঃ--

৬.গোটা গোলমরিচ এয়ারটাইট কন্টেইনারে রাখুন - ৩ বছর পর্যন্ত ভালো থাকবে।
৭.ফ্রিজে গোলমরিচ রাখবেন না - আর্দ্রতায় নষ্ট হয়ে যাবে।
৮. চালের মধ্যে গোটা গোলমরিচ রাখুন - পোকামাকড় আসবে না।
৯.গোলমরিচ পাউডার বেশি দিন রাখতে চাইলে ফ্রিজে রাখুন ছোট কন্টেইনারে।
১০. কাঁচের পাত্রে গোলমরিচ রাখুন - প্লাস্টিকে স্বাদ নষ্ট হয়।

🟪 হেলথ বেনিফিট টিপসঃ--

১১.খালি পেটে গরম পানিতে গোলমরিচ পাউডার খেলে ওজন কমে।
১২. দাঁতের ব্যথায় গোলমরিচ পাউডার আর লবণের পেস্ট লাগান।
১৩.বদহজমে গোলমরিচ আর আদার চা খান - তৎক্ষণাত আরাম পাবেন।
১৪.গলা ব্যথায় গরম দুধে গোলমরিচ মিশিয়ে খান রাতে।
১৫. সর্দি-কাশিতে মধু আর গোলমরিচের মিশ্রণ দিনে ৩ বার খান।

🟪কুকিং হ্যাকসঃ--

১৬.ডিম ভাজার সময় গোলমরিচ ছিটিয়ে দিন - প্রোটিন শোষণ বাড়ে।
১৭. ভাতের সাথে ২-৩টা গোটা গোলমরিচ দিয়ে রান্না করুন - হজমশক্তি বাড়বে।
১৮. মাছের তেলে গোটা গোলমরিচ ফোড়ন দিন - তেলের গন্ধ নষ্ট হবে না।
১৯. সবজি রান্নার শেষে গোলমরিচ গুঁড়া ছিটান - ভিটামিন সি বাড়ে।
২০.ঝোলে গোটা গোলমরিচ দিন শুরুতে, পাউডার দিন শেষে।

🟪ইউনিক ট্রিকসঃ--

২১.গোলমরিচ আর হিং একসাথে ভেজে নিন - পেটের গ্যাস কমে।
২২. আমের আচারে গোটা গোলমরিচ দিন - বছরখানেক নষ্ট হবে না।
২৩. চিনির সাথে গোলমরিচ মিশিয়ে রাখুন - পিঁপড়া আসবে না।
২৪.গোলমরিচের তেল বানিয়ে রাখুন - যেকোনো রান্নায় ব্যবহার করুন।
২৫.লেবুর রসে গোলমরিচ মিশিয়ে সালাদ ড্রেসিং বানান।

🟪প্রিজারভেশন টিপসঃ--

২৬. আচার-চাটনিতে গোলমরিচ দিলে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে।
২৭. মসলার বয়ামে তুলসি পাতার সাথে গোটা গোলমরিচ রাখুন।
২৮.গোলমরিচ পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে গাছে স্প্রে করুন - পোকা তাড়াবে।

🟪 প্রো টিপসঃ--

২৯. কালো গোলমরিচ সবচেয়ে ঝাঁঝালো, সাদা গোলমরিচ সুগন্ধি, সবুজ গোলমরিচ মাইল্ড।
৩০.গোলমরিচ কেনার সময় দেখুন - ভারী, গোল এবং সামান্য কুঁচকানো হতে হবে।

🟪গোলমরিচের তেল তৈরির পদ্ধতিঃ--

এখানে গোলমরিচের তেল বানানোর একটি সহজ পদ্ধতি দেওয়া হল:

উপকরণ:-

১/২ কাপ গোলমরিচ (গুঁড়ো করা)
১ কাপ যে কোনও ভেজিটেবল অয়েল (যেমন নারকেল তেল, জলপাই তেল ইত্যাদি)
একটি পরিষ্কার কাঁচের জার

পদ্ধতি:-
১. প্রথমে, গোলমরিচ গুঁড়ো করে নিন।
২. একটি পাত্রে তেল গরম করুন।
৩. গরম তেলে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন।
৪. মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভেজে নিন।
৫. তেল ঠান্ডা হতে দিন।
৬. ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাঁচের জারে ঢেলে নিন।

এই তেল চুলে বা ত্বকে ব্যবহার করতে পারেন।

এই তেল ব্যবহারের কিছু উপকারিতা:-

চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
মাথার ত্বক পরিষ্কার রাখে।
ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে।
পেশী ব্যথায় আরাম দেয়।

🟪বোনাস টিপঃ--
গোলমরিচ শুধু মসলা নয়, এটি একটি প্রাকৃতিক ওষুধ! রোজ অল্প করে খান, স্বাস্থ্য ভালো রাখুন।

04/07/2025

𝗛𝗲𝗹𝗹𝗼 𝘀𝘂𝗺𝗺𝗲𝗿 !!!

01/07/2025
16/06/2025
01/05/2025

𝗙𝘂𝗲𝗹𝗶𝗻𝗴 𝘂𝗽 𝘄𝗶𝘁𝗵 𝗮 𝗴𝗹𝗮𝘀𝘀 𝗼𝗳 𝗠𝗮𝘁𝗰𝗵𝗮 𝗺𝗮𝗴𝗶𝗰!
ᩣシ

17/04/2025
I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
12/04/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

01/02/2025
28/01/2024

Address

Dhaka
1212

Telephone

+8801971099833

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali banik- বাঙালি বনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangali banik- বাঙালি বনিক:

Share