Mtv News Bangla এমটিভি নিউজ বাংলা

  • Home
  • Mtv News Bangla এমটিভি নিউজ বাংলা

Mtv News Bangla এমটিভি নিউজ বাংলা সত্যের সংগ্রামে নির্ভীক এক সাংবাদিকতা।।।
(4)

14/08/2025

কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।।।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আঃ রহিম রিপন।।।
প্রধান বক্তা ছিলেন এড আবেদ রাজা।।।
কাউন্সিলে মুক্তার সভাপতি, শফিক সম্পাদক ও রিপন সাংগঠনিক নির্বাচিত।।।

১৩ আগষ্ট, ২৫- বুধবার কাদিপুর ইউনিয়ন কমপ্লেক্সে ২০১৮ সালের নির্বাচনকালীন পুলিশী নির্যাতনে মৃত্যুবরণকারী এলাকার শহীদ গোলাম মোস্তফা, সদর ইউনিয়নের শাহিন চৌধুরী ও চেরাগ মেম্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধান বক্তার বক্তব্য শুরু করেন বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।।।

সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন। উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান।।।
বক্তব্য রাখেন উপজেলার যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান ও জলিল জামাল এবং সমন্বয়কারী বদরুজ্জামান সজল প্রমুখ।।।

আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদিন বাচ্চুসহ অন্য নেতৃবৃন্দ।।।

কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি মুক্তার আহমদ, সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ সকলকে সাথে নিয়ে দলকে শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেন।।।

12/08/2025
12/08/2025

মৌলভীবাজারে ব্যবসায়ী খুনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধনে বিএনপি নেতা এড আবেদ রাজা
ঘাতকদের গ্রেফতারের দাবিী জানান---

মর্মান্তিকভাবে মৌলভীবাজারে কুলাউড়ার সন্তান ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৫) গত ৭ আগষ্ট,২০২৫ মাগরিবের নামাযের প্রাক্কালে মৌলভীবাজারস্হ নিজ হার্ডওয়ার ব্যরসা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী স্হানে আততায়ীর উপুর্যুুপরী ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি...রাজেউন)

গত ৯ আগষ্ট সন্ধ্যায় কাদিপুরের নিজ বাড়ী আংগিনায় জানাযার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।।।

মরহুম ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।।।
জানাযা ও দাফনে বিএনপি নেতা এড আবেদ রাজাসহ কুলাউড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।।

এই পৈচাশিক হত্যাকান্ডের বিরুদ্ধে মৌলভীবাজারবাসী সোচ্চার হয়েছে।।।
তবে পুলিশ প্রশাসন এখনেও ঘাতক কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।।।

১১ আগষ্ট বিকালে কুলাউড়া চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে বিএনপি নেতা এড আবেদ রাজা অনতিবিলম্বে ঘাতকদের গ্রেফতারের দাবী জানান।।।

সভাপতিত্ব করেন কাদিপুরের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আঃ সালাম।বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।।।

12/08/2025

কুলাউড়ার ব্রাম্মণবাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।।।
প্রধান অতিথি ছিলেন এড আবেদ রাজা।।।
হাজী আপ্তাব মিয়া সভাপতি, লুৎফুর সাধারণ সম্পাদক এবং কাজী সোহেল সাংগঠনিক নির্বাচিত।।।

প্রধান অতিথির বক্তব্যে আবেদ রাজা দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।।।

০৯,আগষ্ট,২০২৫,শনিবার...
বিকালে ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুন্দর মিয়া।।।

উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান।।।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদ্বয় বদরুল হোসেন খান।।।
সমন্বয় করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জয়নাল আবেদিন বাচ্চু।।।

কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি হাজী আপ্তাব মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল সকলকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার অংগীকার ব্যাক্ত করেন।।।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং ব...
11/08/2025

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুজ...

প্রয়াত আরাফাত রহমান কোকো'র
৫৬তম জন্মদিনে জানাই
বিনম্র শ্রদ্ধা।।।

আগস্ট ১২, ২০২৫,মঙ্গলবার...

#কোকো #জন্মবার্ষিকী #শ্রদ্ধাঞ্জলী

11/08/2025

মৌলভীবাজার সদরে ৭ আগষ্ট,২৫ নির্মম হত্যাকাণ্ডের শিকার কুলাউড়ার ব্যবসায়ী রুবেলের জানাযা ৯ আগষ্ট, শনিবার বাদ আসর কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি নেতা এড আবেদ রাজা বলেন...

11/08/2025

কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীর উদ্যোগে প্রনীত ৮ দফা আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন
বিএনপি নেতা এড আবেদ রাজা...

সিলেটের সাথে ঢাকা- কক্সবাজারের উন্নত ট্রেন যোগাযোগ, টিকেট কালোবাজারী বন্ধ, কুলাউড়ার আসন বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুলাউড়া রেল স্টেশন প্রাংগণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এডভোকেট আবেদ রাজা।।।

সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক আঃ আজিজ।।। সন্চালনা করেন কুলাউড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ

সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই।।।

আরো বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ব্যবসাযী কল্যাণ সমিতির সভাপতি, বিএনপির সাবেক উপজেলা সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির উপজেলা আহ্বায়ক রেদোয়ান খানসহ গণ্যমান্য নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।।।

মানবনন্ধনে পরবর্তী আন্দোলনে কর্মসূচী ঘোষণা করা হয়।।।

10/08/2025

খিলগাঁও জাগরণী ক্রিকেট একাডেমিতে প্রতিদিনের নিয়মিত প্র্যাকটিসের অংশ হিসাবে প্র্যাকটিস করাচ্ছেন অনূর্ধ্ব ১৪টিনের কোর্স
মোঃ সুমন।।।।

10/08/2025

চাঁদপুর দুই প্রত্যাশিত তিন আসনের জননন্দিত নেতা সাধারণ জনগণের বিশ্বাসের শেষ ঠিকানা, যার হাতে ধানের শীষ প্রতীক নিরাপদ মনে করেন সাধারণ জনগণ ,নেতা জনাব এম এ শুক্কুর পাটোয়ারী বলেন ,দলের নামে যদি কেউ চাঁদাবাজি ,দখলদারী,সন্ত্রাসী করতে চায়, তাদেরকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দিবেন , এবং আপনারা যতই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেন কখনোই আমাকে মতলববাসীর কাছ থেকে সরিয়ে দিতে পারবেন না ইনশাল্লাহ, আপসহীন নেত্রী খালেদা জিয়ার আশীর্বাদ জনাব এম এ শুক্কুর পাটোয়ারী,আগামী নতুন বাংলাদেশের অভিভাবক জনাব তারেক রহমান এর আশীর্বাদ জনাব এম এ শুক্কুর পাটোয়ারী,ইনশাআল্লাহ সত্যের জয় হবেই হবে যদি মহান আল্লাহতালা কবুল করেন,সৎভাবে স্বপ্নের জয় সাধারণ জনগণের হবে তিনি বলেন শেষ ভালো যার সব ভালো তার।।।

10/08/2025

শহীদদের স্মরণে কুলাউড়ায় দোয়া...

জুলাই - আগষ্ট গণঅভ্যুত্থান ও বিএনপির ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে নিহত ও আহতদের স্মরণে এডভোকেট আবেদ রাজাসহ বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ কুলাউড়ার ঐতিহাসিক রবিরবাজার মসজিদে জুম্মার নামায আদায় করেন এবং নিহতদের মাগফেরাত ও আহতদের সুরক্ষার জন্য দোয়া করেন।।।

অতঃপর, আবেদ রাজা গণমাধ্যমে কথা বলেন এবং গণসংযোগ করেন।।।

09/08/2025

৭২ ঘন্টার ধর্মঘটের ডাক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক -শ্রমিক সমন্বয় পরিশোদের

গত ৬ আগস্ট ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৭ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম...
09/08/2025

গত ৬ আগস্ট ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৭ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিহতদের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে লক্ষ্মীপুরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চৌপল্লীর কাশারি বাড়িতে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।।।
০৯,আগস্ট, ২০২৫ শনিবার।।।

Address


Telephone

+8801813102439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mtv News Bangla এমটিভি নিউজ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share