
01/08/2025
গত বছর আজকের এই রাতের কথা, ডিউটি শেষ করে পান্থপথ থেকে বাসায় আসব। রাত তখন প্রায় সাড়ে ১০ টা। মনের মধ্যে ভয়, আগের রাতে পুলিশ আর কুত্তালীগ বাসায় এসে সার্চ করে গেছে, রাস্তায় পুলিশ ধরলে কি বলব। কিছু ভয় কিছু সাহস নিয়ে ডিউটি ড্রেস পরা অবস্থায়ই বের হলাম। বাসা কাজীপাড়া মেট্রোস্টেশন। কোনো গাড়ি নেই, খামারবাড়ি এসে অপেক্ষা করলাম, বাস নাই, সিএনজি ভাড়া অনেক বেশি, রিক্সা যেতে চাচ্ছে না, হাটা শুরু করলাম রাস্তার মাঝ দিয়ে।পুলিশের গাড়ি আসল চেক করে যেতে দিলো। পুরো রাস্তায়, সেনাবাহিনীর পাহাড়া, পুলিশের টহল, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পার হয়ে একটু সামনে গিয়ে সেনাবাহিনীর এক সদস্য বলল, " ভাই রাস্তার মাঝ দিয়ে যাইয়েন না, ফুটপাতে উঠেন। " আমি বললাম ছিনতাই হওয়ার ভয়ে মাঝ দিয়ে যাচ্ছি। পরে ফুটপাত ধরেই এগোতে থাকলাম। তালতলা থেকে গুলির আওয়াজ শুনতে পেলাম। শেওড়াপাড়ায় মিছিলে গুলি, চুপচাপ বসে থাকলাম বন্ধ থাকা এক চায়ের দোকানের বেন্চের উপর, মনে ভয় যদি গুলি করেই দেয়, যতই হোক মরার ভয় সবারই থাকে। ৪০ মিনিট পর আবার হাটতে থাকলাম ভয় আর সাহস দুইটাই নিয়ে। একসময় বাসায় পৌছালাম। বাসায় যেয়ে ফ্রেস হয়ে ফ্যানের নিচে বসতেই নিচে গুলির আওয়াজ শুনতে পেলাম, বেলকনিতে দাড়িয়ে ২৭২নাম্বার পিলার আর মেট্রোস্টেশের দিকে তাকিয়ে দেখলাম লোকজন ছুটাছুটি করছে, ইট পাটকেল মারছে স্বৈরাচারের অনুসারিদের। পুলিশ ধাওয়া করছে, এলটিসিএল গলিতে সব ঢুকে পরছে। বাড়িওয়ালার সেনাবাহিনী অফিসারের মাধ্যমে জানা গেল, আমাদের বাসার আসে পাশে পুলিশ আর কুত্তালীগ ফ্লাটে ঢুকে চেক করছে গ্রেফতার করছে। আমাদের ফ্লাটেও আসলো, গালাগালি, বকা বাজিই ছিল প্রধান কথা, কিছু না পেয়ে চলে গেল, উপরের তলা থেকে দুজন কে শিবির আর আন্দোলনকারি হিসেবে গ্রেফতার করে নিয়ে গেল। এর পর থেকে আর ডিউটিতে যাই নি, ৫ আগস্ট সকালে চুপচাপ পরিবেশ ভেঙে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিতের মধ্যমে মনে শান্তি আসল।
১আগস্ট রাত ১০:৩০ মিনিট, ২০২৪
পান্থপথ টু কাজীপাড়া অভিজ্ঞতা।
ছাব্বির মোল্লা।