11/09/2025
আপনারা নেগেটিভ কথা কেন বলবেন বললেন এই বি এস সি ইঞ্জিনিয়ার বডি বিল্ডার ভাই টি। আমরা এই স্পোর্টস এ আছি। আপনার কাছে এতো সোজা মনে হলে এসে দেখেন কত সোজা। আপনি কেন ফেসবুক ইউজ করেন তাহলে? মাসে খরচ হয় নব্বই হাজার টাকা। কক্সবাজারের এই শরীর চর্চা বিদ বলেন এডুকেশন নষ্ট করে বডি বিল্ডিং না করতে। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত মিস্টার ঢাকা খেলায় অংশ নেয় বহু ব্যায়াম বিদ। নতুন দের উদ্দেশে তিনি দিলেন নানা গুরুত্বপূর্ণ উপদেশ। বললেন আমাদের নিয়ে ট্রল কইরেন না।