BNP News ।BD।

BNP News ।BD। একটি বাংলাদেশ🇧🇩
একটি মানচিত্র, একটি নাম-
🌾🌾❤শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান❤🌾🌾

তারেক রহমানের বিরুদ্ধে কু-রুচিপুর্ণ স্লোগান নয়,চ্যালেঞ্জ করো চিন্তায়, নেতৃত্বে, পরিকল্পনায়—দেখবে কতটা পেছনে পড়ে আছো!কারণ...
13/07/2025

তারেক রহমানের বিরুদ্ধে কু-রুচিপুর্ণ স্লোগান নয়,
চ্যালেঞ্জ করো চিন্তায়, নেতৃত্বে, পরিকল্পনায়—
দেখবে কতটা পেছনে পড়ে আছো!
কারণ সে শুধু একজন রাজনৈতিক নেতা নয়—
সে ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা🌾🌾

'মবজাস্টিস' নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে...
25/06/2025

'মবজাস্টিস' নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুন:প্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য আমাদের গড়ে তুলতে হবে। সেজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা অতীব জরুরী।


তারেক রহমান

জুন ২৫, ২০২৫, নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বাণীতে।


জনগণের ভোটে সরকার গঠন করলেবিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনাআইন-শৃঙ্খলা:২· মাঠপর্যায়ে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য ট্রেনিং, কনস...
18/06/2025

জনগণের ভোটে সরকার গঠন করলে
বিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনা

আইন-শৃঙ্খলা:

২· মাঠপর্যায়ে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য ট্রেনিং, কনসালটেশন, মোটিভেশন এবং মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা এবং সেবামূলক মনোভাব বৃদ্ধি করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।


17/06/2025

বাংলাদেশ জিন্দাবাদ 🌾

জনগণের ভোটে সরকার গঠন করলে বিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনা👇শিক্ষা ব্যবস্থাঃ২. দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্...
15/06/2025

জনগণের ভোটে সরকার গঠন করলে
বিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনা
👇
শিক্ষা ব্যবস্থাঃ
২. দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। মূল লক্ষ্য হবে - প্রাথমিক পর্যায় থেকে বহু ভাষা, ক্রীড়া, কৃষ্টি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নসহ বাস্তবানুগ বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা।

 #আলহামদুলিল্লাহবাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা,জনগনের আস্হা,বিশ্বাস ও ভালবাসার প্র...
13/06/2025

#আলহামদুলিল্লাহ
বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা,জনগনের আস্হা,
বিশ্বাস ও ভালবাসার প্রিয়নেতা,আগামীর সুখী,
সমৃদ্ধশালী,জবাবদিহিতা মূলক ও সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার স্বপ্নদ্রষ্টা,আগামী দিনের সুযোগ্য নেতৃত্ব,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান #জনাব_তারেক_রহমানের সুযোগ্য নেতৃত্বেই এই দেশ ও দেশের মানুষের প্রকৃত নিরাপত্তা,সামগ্রিক মুক্তির জন্য বিগত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হাসিনার কবলে পড়ে দেশের হারানো গনতন্ত্র প্রতিষ্ঠা ও ধ্বংস অর্থনীতি বাঁচাতে,দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া,মানুষের জিবনের মান উন্নয়ন ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে দেশে একটি অবাধ,সুষ্ঠ ও জনগনের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচন করে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অতীব জরুরী।সেই আলোকে দেশের সার্বিক মঙ্গল ভাবনায় আগামী দিনে একটি অংশগ্রহন মূলক নির্বাচনের জন্য গৃহীত সিদ্ধানের প্রতি শ্রদ্ধা ও আস্হার সাথে অকুণ্ঠ সমর্থন জানাই।সাথে এহেন সিদ্ধান্ত গ্রহনে স্মরনকালের সফল ক্ষুদ্রঋণ প্রকল্প প্রতিষ্ঠাতা #নোবেল_বিজয়ী,বিশ্ব বরেন্য ও সম্মানিত,
দেশকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত করে বিপর্যস্ত,
টালমাটাল রাজনৈতিক পরিস্হিতি নিয়ন্ত্রনে বহিঃ
বিশ্বের যুগান্তকারী সমর্থন আদায় করে দেশে ও দেশের মানুষের জিবনের সুস্হ ও স্বাভাবিক ধারার গতিতে ফিরিয়ে আনতে,নিজের জিবনের মায়া ছেড়ে অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়ে,দিশেহারা জাতির পথ প্রদর্শকের দায়িক্ত পালনকারী #ডঃ_মোঃ_ইউনুস_স্যারকে জানাই অন্তরের অন্তস্হল থেকে #আন্তরিক_ধন্যবাদ #অভিনন্দন_ও_শুভকামনা।

Leader Tarique Rahman 💚💛
29/05/2025

Leader Tarique Rahman 💚💛

আমাদের আগামী❤️ BNP News ।BD।
08/05/2025

আমাদের আগামী❤️

BNP News ।BD।

সমতল থেকে পাহাড়ে সম্প্রীতির বন্ধন হোক দেশজুড়ে...💝🌾🇧🇩💝
24/04/2025

সমতল থেকে পাহাড়ে
সম্প্রীতির বন্ধন হোক দেশজুড়ে...💝🌾🇧🇩💝

রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার সংশ্লিষ্টতা থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রশাসন যন্ত্রের ব্যবহারে...
22/03/2025

রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার সংশ্লিষ্টতা থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রশাসন যন্ত্রের ব্যবহারের লক্ষণ ও প্রমাণ প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।

-মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ মার্চ ২০২৫

আলহামদুলিল্লাহ🌸
20/03/2025

আলহামদুলিল্লাহ🌸

আমাদের যেই লক্ষ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই ৩১ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
14/03/2025

আমাদের যেই লক্ষ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই ৩১ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।




Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP News ।BD। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share