Abu Bakar Shihab

Abu Bakar Shihab Writer | Activist | Entrepreneur

05/11/2025

সমস্যা: আমি নিজের কণ্ঠ ব্যবহার করতে চাই না
সমাধান: Elevenlabs.io

সমস্যা: আমি সোশ্যাল মিডিয়ার জন্য অটো কনটেন্ট শিডিউল করতে চাই
সমাধান: FeedHive.io

সমস্যা: ব্লগ লেখার জন্য টপিক খুঁজে পাই না
সমাধান: Neuronwriter.com

সমস্যা: আমি ইউটিউব স্ক্রিপ্ট বানাতে পারি না
সমাধান: ScriptMe.io

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই
সমাধান: Unscreen.com

সমস্যা: আমি কাস্টম চ্যাটবট বানাতে চাই আমার ওয়েবসাইটের জন্য
সমাধান: Chatbase.co

সমস্যা: আমার ভয়েসকে অন্য কারও মতো বানাতে চাই
সমাধান: Voicemod.net

সমস্যা: আমি লং আর্টিকেল পড়তে বিরক্ত হই
সমাধান: TLDRthis.com

সমস্যা: আমার ভিডিওর ভিজ্যুয়াল ইফেক্ট দরকার
সমাধান: Runwayml.com

সমস্যা: আমি নিজের ডিজিটাল ক্লোন বানাতে চাই
সমাধান: Synthesia.io
কপি পোস্ট
সংগৃহীত।

02/11/2025

ChatGPT ব্যবহার করেন, কিন্তু মনের মতো রেজাল্ট পাচ্ছেন না? সমস্যাটা আসলে ChatGPT-র না, আপনার Prompt এর। এই ৭টি Prompt ইউজ করলে ChatGPT মনের মতো কাজ করে দিবে।👇

কপি পোস্ট
সংগৃহীত।

01/11/2025

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Replit.com

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই
সমাধান: Unscreen.com

সমস্যা: আমি লম্বা টেক্সটকে ছোট করে বুঝতে চাই
সমাধান: TLDRthis.com

সমস্যা: আমি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে চাই
সমাধান: ELSA.ai

সমস্যা: আমি ফ্রি AI ইমেজ খুঁজতে চাই
সমাধান: Lexica.art

সমস্যা: আমি ফাইলের ভেতর ডেটা বুঝতে চাই
সমাধান: Humata.ai

সমস্যা: আমি নিজের ফটোকে কার্টুনে রূপান্তর করতে চাই
সমাধান: ToonMe.com

সমস্যা: আমি ইউটিউব ভিডিওর টাইটেল ও ট্যাগ বের করতে চাই
সমাধান: VidIQ.com

সমস্যা: আমি ওয়েবসাইট বানাতে চাই কোড ছাড়া
সমাধান: Mixo.io

সমস্যা: আমি নিজের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন কপি বানাতে চাই
সমাধান: Copy.ai
জয়েন করুন : We Can Do - Shihab গ্রুপে।
কপি পোস্ট।
সংগৃহীত।

31/10/2025

১৬–২৫ বয়সটা life-changing
কারণ এখানে আপনি যা শিখবেন
আগামী ১০ বছর সেটার উপর দাঁড়িয়ে থাকবে। আজ থেকেই এই ৫টি স্কিল build করুন
নাহয় পরে regret করবেন👇
কপি পোস্ট।
জয়েন করুন : Learn By AI

31/10/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

30/10/2025

আপনার বয়স যদি ১৭ থেকে ৩৭ এর মধ্যে হয়, তবে আপনার হাতে এখনো সময় আছে।
Just আজ থেকে এই ৫-টি বিষয়ে কাজ শুরু করুন, তাহলে ২-৬ বছর পর থেকে আপনার বয়সটা হবে জীবনের সেরা সময়।👇

কপি পোস্ট, সংগৃহীত।

30/10/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ 💝

30/10/2025

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Replit.com

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই
সমাধান: Unscreen.com

সমস্যা: আমি লম্বা টেক্সটকে ছোট করে বুঝতে চাই
সমাধান: TLDRthis.com

সমস্যা: আমি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে চাই
সমাধান: ELSA.ai

সমস্যা: আমি ফ্রি AI ইমেজ খুঁজতে চাই
সমাধান: Lexica.art

সমস্যা: আমি ফাইলের ভেতর ডেটা বুঝতে চাই
সমাধান: Humata.ai

সমস্যা: আমি নিজের ফটোকে কার্টুনে রূপান্তর করতে চাই
সমাধান: ToonMe.com

সমস্যা: আমি ইউটিউব ভিডিওর টাইটেল ও ট্যাগ বের করতে চাই
সমাধান: VidIQ.com

সমস্যা: আমি ওয়েবসাইট বানাতে চাই কোড ছাড়া
সমাধান: Mixo.io

সমস্যা: আমি নিজের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন কপি বানাতে চাই
সমাধান: Copy.ai
জয়েন করুন : Learn By AI Help Centre
জয়েন করুন : Learn By AI group
কপি পোস্ট।
ফলো করুন : Abu Bakar Shihab
সংগৃহীত।

27/10/2025

আপনার হাতের Smartphone-ই পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি! ২০টি ওয়েবসাইটের একটি List দিচ্ছি, যেখান থেকে আপনি Unlimited বই পড়তে ও Download করতে পারবেন, একদম Free-তে।👇

কপি পোস্ট
সংগৃহীত।

27/10/2025

ইংরেজি স্পিকিং উন্নত করতে Gemini ব্যবহার করার ১০টা সহজ উপায় 👇👇👇
©

25/10/2025

কোন ১০টি জিনিস আপনি ভুলেও কখনো AI-এর সাথে শেয়ার করবেন না?

ChatGPT থেকে লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে গেছে।

দেরি হওয়ার আগেই জেনে নিন, কোন ১০টি জিনিস আপনি ভুলেও কখনো AI-এর সাথে শেয়ার করবেন না।

১. অফিসের ফাইল বা কোম্পানির গোপন তথ্য

বিপদটা কোথায়?

বর্তমানে প্রায় ৭৭% কর্মচারী তাদের কোম্পানির গোপন তথ্য (ক্লায়েন্ট লিস্ট, ফিনান্সিয়াল রিপোর্ট, সোর্স কোড) ChatGPT-তে পেস্ট করছেন। Samsung তাদের কর্মীদের ChatGPT ব্যবহার নিষিদ্ধ করেছে, কারণ তাদের কোড তিনবার ফাঁস হয়ে গিয়েছিল। AI এখন কর্মক্ষেত্রে ডাটা ফাঁসের এক নম্বর কারণ।

আপনার করণীয়:

ভুলেও অফিসের কোনো ডকুমেন্ট বা ফাইল ChatGPT-তে পেস্ট করবেন না। কোম্পানির অনুমোদিত এবং নিরাপদ AI টুল ব্যবহার করুন। যদি সেরকম কোনো টুল না থাকে, তাহলে ধরে নিন আপনার দেওয়া সবকিছুই পাবলিক ট্রেনিং ডেটা হিসেবে ব্যবহৃত হবে।

২. পাসওয়ার্ড বা লগইন তথ্য

বিপদটা কোথায়?

সম্প্রতি ডার্ক ওয়েবে ২০ মিলিয়নেরও বেশি OpenAI পাসওয়ার্ড বিক্রি হয়েছে। হ্যাকাররা ম্যালওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করে এবং ব্যবহারকারীদের সম্পূর্ণ চ্যাট হিস্ট্রি পড়ে ফেলে।

আপনার করণীয়:

কখনোই কোনো পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড AI-কে বলবেন না। আপনার ChatGPT অ্যাকাউন্টে আজই Two-Factor Authentication (2FA) চালু করুন এবং পাসওয়ার্ড মনে রাখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।

৩. আপনার সন্তানের নাম, স্কুল বা ছবি

বিপদটা কোথায়?

আপনি হয়তো সাধারণভাবেই আপনার সন্তানের নাম বা স্কুলের কথা উল্লেখ করলেন, কিন্তু AI এই ছোট ছোট তথ্যগুলোকে একত্রিত করে আপনার সন্তানের একটি ডিজিটাল প্রোফাইল এবং তার দৈনন্দিন রুটিন তৈরি করে ফেলতে পারে।

আপনার করণীয়

ভুলেও আপনার সন্তানের পুরো নাম, স্কুলের লোকেশন বা তাকে শনাক্ত করা যায় এমন কোনো ছবি AI-এর সাথে শেয়ার করবেন না। আপনার পরিবারের টিনএজারদের সাথে AI-এর ঝুঁকি নিয়ে কথা বলুন।

৪. মেডিকেল হিস্ট্রি বা স্বাস্থ্য সমস্যা

বিপদটা কোথায়?

ডাক্তাররা যেভাবে আপনার স্বাস্থ্য তথ্য গোপন রাখতে আইনত বাধ্য, AI চ্যাটবটগুলো তেমন নয়। আপনার মেডিকেল তথ্য তাদের সার্ভারে চিরদিনের জন্য থেকে যেতে পারে এবং পরে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রিও হয়ে যেতে পারে।

আপনার করণীয়

আপনার রোগ, প্রেসক্রিপশন বা পরিবারের মেডিকেল হিস্ট্রি কখনোই AI চ্যাটবটের সাথে শেয়ার করবেন না। স্বাস্থ্য সমস্যার জন্য সত্যিকারের ডাক্তারের সাথে কথা বলুন।

৬. ব্যক্তিগত গোপন কথা বা স্বীকারোক্তি

বিপদটা কোথায়?

AI কোম্পানিগুলো তাদের সিস্টেমকে উন্নত করার জন্য আপনার কথোপকথন পড়ার জন্য মানুষ নিয়োগ করে। আপনার গোপন কথা আর গোপন থাকছে না—সেগুলো লগ করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আদালতেও ব্যবহার করা হতে পারে।

আপনার করণীয়

ধরে নিন, আপনার প্রতিটি AI চ্যাট অপরিচিত কেউ পড়তে পারে বা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। AI-কে আপনার থেরাপিস্ট বা বেস্ট ফ্রেন্ড ভাবা বন্ধ করুন।

৭. আইডি কার্ড, পাসপোর্ট বা ডকুমেন্টের ছবি

বিপদটা কোথায়?

আপনি ডিলিট করে দিলেও, আপলোড করা ফাইলগুলো AI সিস্টেম থেকে চিরতরে মুছে যায় না। একবার অস্ট্রেলিয়ার সরকার ভুলবশত হাজার হাজার নাগরিকের ব্যক্তিগত ডকুমেন্ট ChatGPT-তে আপলোড করে ফেলেছিল।

আপনার করণীয়:

কখনোই আপনার আইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা কোনো লিগ্যাল ডকুমেন্টের ছবি AI-তে আপলোড করবেন না।

৮. আপনার পুরো নাম + ঠিকানা + ইমেইল

বিপদটা কোথায়?

এই তিনটি তথ্যের সমন্বয় স্ক্যামারদের জন্য আপনার একটি ইউনিক আইডেন্টিটি প্রোফাইল তৈরি করে দেয়, যা দিয়ে তারা আপনাকে টার্গেট করতে পারে।

আপনার করণীয়:

AI ব্যবহার করার সময় সঠিক ঠিকানার বদলে একটি সাধারণ বর্ণনা ব্যবহার করুন। একটি চ্যাটে একাধিক ব্যক্তিগত তথ্য দেবেন না এবং AI সার্ভিসের জন্য একটি আলাদা, সেকেন্ডারি ইমেইল ব্যবহার করুন।

৯. আপনার ক্রিয়েটিভ প্রজেক্ট বা বিজনেস আইডিয়া

বিপদটা কোথায়?

আপনি যা কিছুই AI-এর সাথে শেয়ার করেন, তা তার ট্রেনিং ডেটা হিসেবে ব্যবহৃত হয়। আপনার লেখা বইয়ের পাণ্ডুলিপি, নতুন ব্যবসার আইডিয়া বা কোনো পেটেন্টের ধারণা AI শিখে নিতে পারে এবং অন্য কোনো ব্যবহারকারীকে দিয়ে দিতে পারে।

আপনার করণীয়:

আপনার অপ্রকাশিত বই, বিজনেস প্ল্যান বা কোনো ইউনিক আইডিয়া AI-তে পেস্ট করবেন না। আইডিয়া জেনারেট করার জন্য AI ব্যবহার করুন, কিন্তু আপনার মূল সৃজনশীল কাজ অফলাইনে এবং নিরাপদে রাখুন।

১০. লিগ্যাল সমস্যা বা কোর্টের তথ্য

বিপদটা কোথায়?

আইনজীবীর সাথে আপনার কথোপকথন যেমন আইন দ্বারা সুরক্ষিত (Lawyer-client privilege), AI চ্যাটের ক্ষেত্রে তেমন কোনো সুরক্ষা নেই। আপনি যা শেয়ার করবেন, তা আপনার বিরুদ্ধেই প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

আপনার করণীয়:

কোনো মামলা, ক্রিমিনাল ম্যাটার বা লিগ্যাল স্ট্র্যাটেজি নিয়ে AI-এর সাথে আলোচনা করবেন না। AI আপনাকে আইনি পরামর্শ দিতে পারে না (Not Yet...may be we can take help in near future with more secured way) ।

AI একটি শক্তিশালী টুল, কিন্তু এটি একটি ডাবল-এজড সোর্ড। স্মার্টভাবে এবং নিরাপদে এটি ব্যবহার করুন।
কপি পোস্ট
সংগৃহীত।
জয়েন করুন : We Can Do - Shihab গ্রুপে।

25/10/2025

যদি আগে থেকেই জানতাম,
ফ্রি স্কিল শিখেও নিজের ভ্যালু অনেক বাড়ানো যায় 👇

1. Public Speaking → ed.ted.com
2. গ্রাফিক ডিজাইন → canva.com/learn/design-school
3. টাইম ম্যানেজমেন্ট → todoist.com
4. লেখালেখি → substack.com
5. ফাইন্যান্স → investopedia.com
6. AI & টেক → ai.google
7. Critical Thinking → futurelearn.com
8. লিডারশিপ & নেটওয়ার্কিং → mindtools.com

কপি পোস্ট

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bakar Shihab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share