
22/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাহরিন মিস মা’রা গেলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি!
প্রায় ২০টি শিশুর জীবন বাঁচালেন নিজে ৮০% অগ্নিদগ্ধ হয়েও! মৃত্যুঞ্জয়ী বীর বোন তুমি শিখিয়ে গেলে মানবতার জয়গান🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹🌹🌹💓
মাহরিন (Mehreen) একটি ফার্সি নাম, যার অর্থ "সূর্যের মতো" বা "প্রেমময়"
"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,
মরণে তাহাই তুমি করে গেলে দান"
ফুটফুটে পাখিগুলোর সাথে এই ক্ষণজন্মা তিনিও উড়াল দিলেন!!৪২ বসন্তের জীবনে আমাদের অগণিত ফুল ফুটালে গো মেয়ে🇧🇩
আল্লাহ সবাইকে জান্নাতের ফুল বানিয়ে দিন ,
অগ্নিদগ্ধ সবাইকে শীতল করে দিন ,
সুস্থ করে দিন , আমিন!