
02/08/2025
A beautiful Morning 🌞
আজ সকালটা আমার জন্য একদম ভিন্ন ছিল 😇
অনেক জর, কাশি, মাথা ব্যথা; তারপরও কেমন মুক্ত পাখির মত মনে হচ্ছিল। যদিও ২ বছরের এই অফিস লাইফটা অনেক বেশি মিস করব। 💔 কারণ সেখানে আমার অনেকগুলো ভাই-বোন রেখে এসেছি 😔
যাদের আমি অনেক বেশি মিস করব 🥺
আজ থেকে না আছে ঘুম থেকে ওঠার তারা, না আছে কোনো টার্গেট ব্যাজ টাইম মেইনটেন্যান্স ওয়ার্ক প্ল্যান 🫠
সত্যি বলতে জবটা না করলে, এই গৃহিণী লাইফটার প্রোপার ভ্যালু বুঝতাম না। অনেক আপুদের আফসোস, ইস তোমার মত যদি আমিও একটা জব করতে পারতাম।
কি যে কষ্ট একটা বাচ্চা রেখে টানা ৮ ঘন্টার অফিস।
আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। 🤲😇