Lonely vibes

Lonely vibes "I'm starting to accept that the only person I'll always have is myself." ❤️

গোয়েন্দাদের ঘুম কেড়ে নেওয়া এক মৃ/ত্যু/ রহস্য!২০১০ সাল, টেক্সাসের একটি হোটেল। ৫৫ বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন নামের এক ভদ্রলো...
06/08/2025

গোয়েন্দাদের ঘুম কেড়ে নেওয়া এক মৃ/ত্যু/ রহস্য!

২০১০ সাল, টেক্সাসের একটি হোটেল। ৫৫ বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন নামের এক ভদ্রলোককে তার হোটেলের (রুম নং ৩৪৮) বিছানায় /মৃ/ত অবস্থায় পাওয়া যায়। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে, এটিকে একটি সাধারণ /মৃ/ত্যুই মনে হচ্ছিল।

কিন্তু রহস্যের শুরু হয় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর। রিপোর্টে বলা হয়, গ্রেগের /মৃ/ত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তাকে /গু/লি করা হয়েছে! একটি বু/লেট তার অণ্ডকোষ দিয়ে শরীরে প্রবেশ করে ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন করে বুকে গিয়ে আটকে যায়।

গোয়েন্দারা অবাক! কারণ:

১. ঘটনাস্থলে কোনো রক্ত ছিল না।
২. বাইরে থেকে শরীরে গু/লির কোনো স্পষ্ট ক্ষতচিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছিল না, যা দেখে মনে হবে গু/লি লেগেছে।

৩. ঘরে বা আশেপাশে কোনো ব/ন্দু/ক বা গু/লির
খো/সা পাওয়া যায়নি।

ঘটনাটি ছিল বিজ্ঞানের দৃষ্টিতেও বেশ জটিল। গু/লির প্রবেশদ্বার (Entry Point) এতটাই ছোট এবং এমন একটি স্পর্শকাতর জায়গায় ছিল যে, মৃ/ত্যু/র পর শরীরের চামড়া সংকুচিত হয়ে সেই ছিদ্রটি প্রায় বন্ধ হয়ে যায়। একারণে বাইরে থেকে কোনো ক্ষত বোঝা যাচ্ছিল না এবং রক্তপাত যা হওয়ার, পুরোটাই হয়েছিল শরীরের ভেতরে। একারণেই বাইরে কোনো রক্তের দাগ ছিল না।

কয়েক মাস তদন্তের পর, গোয়েন্দারা অবশেষে গ্রেগের ঘরের দেয়ালের এক কোণায় প্রায় চোখেই পড়ে না এমন একটি ক্ষুদ্র ছিদ্র খুঁজে পান। এরপর পাশের ঘরের (রুম নং ৩৪৯) তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আসল ঘটনা।

ঐ রাতে পাশের ঘরে থাকা এক ব্যক্তি তার বন্ধুদের কাছে নিজের পি/স্ত/লটি দেখানোর সময় অসাবধানবশত গুলি চালিয়ে দেন। সেই বু/লে/টটিই দেয়াল ভেদ করে ঘুমন্ত গ্রেগের শরীরে প্রবেশ করে। ভয়ে সেই ব্যক্তিরা ঘটনাটি চেপে যায় এবং দেয়ালে সৃষ্ট ছিদ্রটি টুথপেস্ট দিয়ে বন্ধ করে দেয়। তারা ভাবতেও পারেনি তাদের সামান্য একটি ভুল পাশের ঘরের মানুষটির জীবন কেড়ে নিয়েছে।

সত্যি, বাস্তবতা মাঝে মাঝে কল্পকাহিনীকেও হার মানায়!

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔🔔

নারীই নারীর প্রধান শত্রু! পড়ে দেখুন তো সৃষ্টিকর্তার দেওয়া শাস্তিটা ঠিক আছে কিনা? শিল্পপতি লায়লা খন্দকার, জীবনেও কল্পন...
04/08/2025

নারীই নারীর প্রধান শত্রু! পড়ে দেখুন তো সৃষ্টিকর্তার দেওয়া শাস্তিটা ঠিক আছে কিনা?

শিল্পপতি লায়লা খন্দকার, জীবনেও কল্পনা করে নাই এই বয়সে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। গ্রীন গ্রুপের মালিক, নিজের হাতে গড়া ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে শেষ বিদায় নিচ্ছে, এখন তার গন্তব্য বৃদ্ধাশ্রম। মানুষ মারা গেলে নিজ বাড়ি থেকে খাটিয়ায় করে শেষ বিদায় নেয় তার লাশ, আর একজন মা জীবিত অবস্থায় নিজের বাসস্থান থেকে বিদায় নিচ্ছে বৃদ্ধাশ্রমে। কতটা কুলাঙ্গার ছেলে হলে এভাবে মাকে বাড়ি থেকে বিদায় করতে পারে? মৃত্যুর আগে হয়তো তার হাতে গড়া এই বাড়িতে আর কোনদিন আসা হবে না। গত বছর রোড এক্সিডেন্ট করার পর শিল্প কারখানা দেখাশুনার দায়িত্ব লিখে দেয় ছেলে এবং ছেলের বউকে। এক বছরের ব্যবধানে ছেলে বউয়ের চাপে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। স্বামী মারা যাওয়ার পর ১২ বছরের ছেলেকে নিয়ে কত কষ্ট করেছে। গড়েছে ইন্ডাস্ট্রি।

ছেলে- ছেলের বউ এবং নাতি কেউই তাকে এগিয়ে দিতে আসেনি। বৃদ্ধাশ্রম থেকে আসা লোক তাকে নিয়ে যাচ্ছে। ছেলে এবং ছেলের বউকে অভিশাপ দিতে দিতে সে চলে যাচ্ছে, আর মনে মনে অভিশাপ দিচ্ছে, যেই বউ আমাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তোর কপালে তার চেয়েও খারাপ কিছু আছে মনে রাখিস। একদিন আমার পায়ের নিচে তোকে আসতে হবে।

লোকজন শায়লাকে নিয়ে বৃদ্ধাশ্রমের একটা রুমে প্রবেশ করে দেখে, রুমে দুটো খাট। একটা খাট খালি, অন্য ঘাটে একজন অতি বয়স্ক বৃদ্ধা কুজো হয়ে শুয়ে আছে। বৃদ্ধাশ্রমের লোক বলে, আন্টি এ রুমে আপনারা দুজন থাকবেন। বলে লোকটি চলে যায়। শায়লা খন্দকার বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করছে। বৃদ্ধা মহিলা ঘুম থেকে জেগে উঠে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনকে চিনে ফেলে। এই বৃদ্ধা হচ্ছে শায়লা খন্দকারের শাশুড়ি! এখন থেকে ১৯ বছর আগে তার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য সে তার স্বামীকে বাধ্য করেছিলো। পরে স্বামী শাশুড়িকে কোথায় রেখেছে তা সে জানে না। কোনদিন খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে শাশুড়ির সামনে। শাশুড়ি হেসে বলে, বৌমা আমি অপেক্ষা করছিলাম তুমি এখানে কবে আসবে? তোমার জন্য আমি একটা সিট পাহারা দিয়ে রাখছিলাম। তোমার আসার অপেক্ষায় আমি মরতে পারছি না? আজ থেকে তুমি বৃদ্ধাশ্রমের আমার সিটে থাকবে। শায়লা শাশুড়ির কাছে পা ধরে ক্ষমা চায়, তখন শাশুড়ি পা ছুতে দেয় না,

_★একজন গায়রত'বান পুরুষ একজন আল্লাহ ভীরু নারীকে ঝিনুকের ভিতরে মুক্তার মতো যত্ন করে লুকিয়ে রাখে।🤍🍁-★গায়রতবান পুরুষ  কখনোই ...
03/08/2025

_★একজন গায়রত'বান পুরুষ একজন আল্লাহ ভীরু নারীকে ঝিনুকের ভিতরে মুক্তার মতো যত্ন করে লুকিয়ে রাখে।🤍🍁

-★গায়রতবান পুরুষ কখনোই পরপুরুষের সামনে বেপর্দা চলতে দিবে না নিজের নারীকে,চাকরি করতে দেওয়া তো দুরের কথা।

কিন্তু আপসোস এখনকার যুগে! স্ত্রী চাকরি না করলে নাকি সম্মান থাকে না। চাকরিজীবি স্ত্রী মানেই কি সম্মানের? অফিসের অন্যান্য কলিগদের সাথে ফ্রি মিক্সিং করাটায় কি স্মার্টনেস??
ইসলামে নারীর ক্যারিয়ার তার ঘরেই সেটা জানেন কি?

কাপল ব্লগের নামে স্ত্রীকে লোকজন কে দেখিয়ে টাকা ইনকাম করা হয়।

কোনো মেয়ে চাকরি শিক্ষা গ্রহণ করতে গিয়ে বেপর্দা হলে পাপী একা হবে না।সাথে ইসলামের অনুশাসন না শিখানো বাবা, ভাই, স্বামীকেও পাপী হতে হবে।

যে ব্যক্তি তার নিজ পরিবারে ইসলামী অনুশাসন মেনে চলতে শিথিলতা প্রদর্শন করে, স্ত্রী-কন্যাদেরকে পর্দার আদেশ করে না, পর্দাপালনে উৎসাহিতও করে না, মেয়েকে ফ্রি মিক্সিং স্কুল কলেযে পাঠায়,এ রকম সকল শরীয়াহ বিরোধী অশ্লীলতাকে মেনে নেয় – সে ব্যক্তি 'দাইয়ুস'।

"দাইয়ুস" জাহান্নামী এবং কবিরা গুনাহকারী"।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং তাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন তাকিয়েও দেখবেন না; পিতা-মাতার অবাধ্য সন্তান, পুরুষবেশিনী বা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলা এবং দাইয়ূস (মেড়া) পুরুষ; (যে তার স্ত্রী, কন্যা ও বোনের চরিত্রহীনতা ও নোংরামিতে চুপ থাকে এবং বাধা দেয় না।)

রাসূল (সাঃ) বলেছেনঃ
"প্রতিটি মানুষই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকেই অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল। সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহী করবে।একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। অতএব, সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল। কাজেই সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিতা হবে।তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব, প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে।"
***বুখারীঃ ৮৯৩।

সুতরাং পিতা মাতা ভাইয়েরা আপনাদের প্রতি নসিহত নিজেকে ও নিজের পরিবার কে ইসলামী শিক্ষায় দীক্ষিত করুন এবং বোনেরা আমার নিজেকে স্মার্ট ভাবতে গিয়ে মূর্খদের মত কাজ করবেন না।

01/08/2025
30/07/2025

ট্রেনে আসার সময় লোকটাকে দেখলাম জনে জনে জিগ্যেস করছে জুতা কালি করবে কিনা।পায়ের দিকে অসহায় তাকিয়ে জুতা খুঁজেন কাকে কাকে জিগ্যাস করা যায় কালি করবেন কিনা।
যদিও কাস্টমার পেয়ে যান তারপর আসে দামাদামির পালা,লোকেরা বাইরে দাম দিয়ে করালেও ট্রেনের ভিতরে কমে করাতে চান।সর্বশেষ বিশ টাকায় স্থির হলো দাম।লোকটার মুখে হাসি ফুটলো,আনন্দে বসে গেলেন জুতা জোড়া নিয়ে।যাত্রী আর হকাররা আসা যাওয়ার সময় পা লেগে যায় শরীরে,লোকটা যেনো মিলিয়ে যেতে থাকেন,শরীর গুটিয়ে নেন আরো।কেউ কেউ ধমক দেন দূরে গিয়ে বসতে,মানুষটা ধমক দেওয়া সাহেবের দিকে তাকিয়ে হাসেন।আমার অদ্ভুত লাগে ধমক খেয়েও মানুষ হাসতে পারে।

জুতা কালি শেষে দুইহাতে এগিয়ে দিলেন জুতার মালিকের দিকে।উনার মনে হয় কাজ পছন্দ হয়নি, বললো আরো একটু কালি করতে।লোকটা আরো অনেক কালি করে দিলো।তারপর বিশ টাকার নোট নিয়ে খুশি মনে এগিয়ে গেলেন অন্য কোনো ধমকের দিকে।

আমার চোখ ভরে উঠলো,কতদিন পরে একজন মানুষ দেখতে পেলাম।💙

ছেলেটার জন্য খারাপই লাগতাছে! যে কিনা গোটা একটা বিশ্ব ভ্রমণ করলো তাকে কিনা ৭ টি দেশের ভিসা রিজেক্ট করলো কেবল বাংলাদেশী পা...
30/07/2025

ছেলেটার জন্য খারাপই লাগতাছে! যে কিনা গোটা একটা বিশ্ব ভ্রমণ করলো তাকে কিনা ৭ টি দেশের ভিসা রিজেক্ট করলো কেবল বাংলাদেশী পাসপোর্ট হওয়ার কারণে...!😅❤️‍🩹

আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছিলাম। চারপাশটা ভীষণ ভারী। ভিড়ের মধ্যে চোখে পড়ল কয়েকজন এক জায়গায় দাঁড়িয়ে ফোনে চার্জ দিচ...
28/07/2025

আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছিলাম। চারপাশটা ভীষণ ভারী। ভিড়ের মধ্যে চোখে পড়ল কয়েকজন এক জায়গায় দাঁড়িয়ে ফোনে চার্জ দিচ্ছে। কাছে যেয়ে দেখলাম বাংলালিংক মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা ছোট স্থান করে দিয়েছে। সেখান থেকে আবার কল করা যাবে ও Wifi ব্যবহার করা যাবে একদম ফ্রি।

ছোট মনে হলেও, এই জায়গাটায় দাঁড়ালে বোঝা যায়, এই “ছোট” উদ্যোগটার দরকার কতটা বিশাল। হাসপাতালের দৌড়াদৌড়ির মধ্যে ফোনটাই হয়ে ওঠে জীবনরেখা—ডাক্তার ডাকা, ওষুধের খোঁজ, র! ক্ত জোগাড়, বাড়ির সাথে যোগাযোগ, অথবা একটা আশ্বাস। ধন্যবাদ বাংলালিংক-কে!

আশা করি বাংলালিংকের মতো আরও ব্র্যান্ডগুলো ভুক্তভোগীদের জন্য দীর্ঘমেয়াদে কিছু একটা করবে। আমরা যেন ওদের ভুলে না যাই।🖤

mahamud sazin

কালকের দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর কি কথা হয়েছিলো জানেন?উনার স্বামী উনা...
22/07/2025

কালকের দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর কি কথা হয়েছিলো জানেন?
উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'
জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'
উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রা। ন্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!''
এই লাইন টা এত্ত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!
আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!
এমন কষ্টের বিদায় কারো না আসুক!!💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lonely vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Dhaka media companies

Show All