Raj Ahmed vlog

Raj  Ahmed vlog Hi, Welcome to my page. Please Stay with me thanks.
(11)

02/07/2025

Sreemongol day tour// একদিনে শ্রীমঙ্গল টুর //
প্রথম পাঠ

অবাক করা কিছু তথ্য ☠️☠️ CNN📲 CapCut-এর নয়া আপডেট: আপনার ছবি কি আর আপনার থাকছে না? 🧩আপনি কি জানেন— জনপ্রিয় মোবাইল ভিডিও ...
26/06/2025

অবাক করা কিছু তথ্য ☠️☠️ CNN
📲 CapCut-এর নয়া আপডেট: আপনার ছবি কি আর আপনার থাকছে না? 🧩

আপনি কি জানেন— জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং এপ CapCut এ কিছুদিন আগে একটি নতুন আপডেট এসেছে,
আর CapCut এর সেই আপডেটেড ভার্সনের Terms & Conditions-এ লেখা রয়েছে এমন কিছু,
যা জানলে আপনি হয়তো আঁতকে উঠবেন।

🔍 শর্ত অনুযায়ী:
আপনি যখন CapCut-এ কোনো ছবি বা ভিডিও এডিট করেন—
সেটা আপনার একান্ত ব্যক্তিগত হলেও, CapCut সেই কনটেন্ট ব্যবহার করতে পারে নিজের মতো করে।

✅ তারা চাইলে—
• আপনার ছবি বা ভিডিও বিক্রি করতে পারে
• যেকোনোভাবে পরিবর্তন করে প্রকাশ করতে পারে
• এমনকি আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে বানিজ্যিক উদ্দেশ্যে

📜 ভয়ংকর বাস্তবতা হলো—
আপনি যখন অ্যাপটি ব্যবহার করেন,
তখন আপনি নিজেই এই শর্তে সম্মতি দেন,
কারণ শর্তপত্র না পড়ে “Agree” বাটনে চাপ দেন।

⚠️ এবং সবচেয়ে ভয়ের বিষয়:
আপনি আইনি ব্যবস্থা নিতেও পারবেন না,
কারণ তারা বলবে—"আপনি তো সম্মতি দিয়েছেন!"

📌 তাহলে কী করবেন?
১. Terms & Conditions পড়ুন—যতটা সম্ভব।
২. ব্যক্তিগত ছবি/ভিডিও এমন অ্যাপে এডিট করা এড়িয়ে চলুন,
যাদের নীতিমালা অস্বচ্ছ বা ঝুঁকিপূর্ণ।
৩. প্রাইভেসি সেটিংস ও Permission Access ভালোভাবে যাচাই করুন।

🛡️ ডিজিটাল যুগে সচেতন থাকাটাই আত্মরক্ষার প্রথম ধাপ।
না জানার অজুহাতে অধিকার হারালে, দোষ কার?
Raj Ahmed vlog

চায়ের রাজ্য ,
21/06/2025

চায়ের রাজ্য ,

কি_সাংঘাতিক_নারী_গুপ্তচর😱....................................ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্ব...
17/06/2025

কি_সাংঘাতিক_নারী_গুপ্তচর😱....................................
ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!

ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী।
ইসলাম গ্রহণ করেছিলেন, এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন।
তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, “বিলায়তে ফকিহ” এর সমর্থনে লেখালিখি করেন,
এমনকি তাঁর প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

কিন্তু এই মুখোশের আড়ালে… ছিল মোসাদের নজরদারি।

ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর।
তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে।
রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে বসেন,
এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন।
“গবেষণার অজুহাতে” তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন।

কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ।

তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
তাদের বিশ্বাস অর্জন করেন, যেন তিনিও তাদের একজন।
আর তারাই খোলামেলা বলতেন—স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে।

প্রতিটি কথা রেকর্ড হতো,
প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে।

এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু,
তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড…
নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ।

যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়,
তিনি ইরান ছেড়ে চলে যান—ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই।
কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন।
ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে।

এই সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই
ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান,
যার মূল উৎস—ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য।

এটা কেবল একটি গুপ্তচর কাহিনি নয়…
এটা একটি রাষ্ট্র-স্তরের নিরাপত্তা বিপর্যয়।

আজকের এই ছায়াযুদ্ধে—
গুলির আওয়াজ শোনা যায় না,
বরং হত্যা ঘটে—একটি নারীমহলের শান্ত আলাপচারিতায়।

তুমি কি মনে করো, ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারবে?
আর আজ কি অন্য কোনো দেশের ভেতরেও নতুন কোনো “ক্যাথরিন” লুকিয়ে আছে? সংগ্রহিত
Raj Ahmed vlog

🌍 চীন বলেছে—ইসরায়েল ছাড়ো!এটা কি কূটনীতি? না সময়ের সবচেয়ে বড় সতর্ক সংকেত? 🇨🇳🇮🇱📢 বিবিসি নিউজ জানিয়েছে, চীন সরকার নিজ দেশে...
17/06/2025

🌍 চীন বলেছে—ইসরায়েল ছাড়ো!
এটা কি কূটনীতি? না সময়ের সবচেয়ে বড় সতর্ক সংকেত? 🇨🇳🇮🇱

📢 বিবিসি নিউজ জানিয়েছে, চীন সরকার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে বলেছে।
বিশ্বের প্রাচীন ইতিহাসে এমন সময়গুলো আসে—যখন অন্যায় এতটাই বেড়ে যায়, আকাশ যেন চুপচাপ চোখের জল ফেলে।

🔥 ইসরায়েল আজ সেই সীমা ছাড়িয়ে গেছে—
🔺 নিষ্পাপ শিশুদের কান্না,
🔺 শহীদ মা-বাবার আর্তনাদ,
🔺 মসজিদে আগুন—
এসব কি আল্লাহর আরশ নাড়া দেয় না?

🕋 আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সব দেখেন, সব শুনেন।
তিনি দেরি করেন, কিন্তু কখনো ভুলে যান না।
জুলুম যত চওড়া হোক, সঠিক সময়েই নেমে আসে বিচার।

💔 ইসরায়েলের চারপাশে এখন অদৃশ্য দেয়াল গড়ে উঠছে।
চীনের এই ঘোষণা তারই পূর্বাভাস।
আজ চীন, কাল অন্য শক্তি—ইসরায়েল ক্রমেই একা হয়ে যাচ্ছে।

🕌 এখন সময়—মুসলিম উম্মাহর জেগে ওঠার!
👉 দল-মতের ঊর্ধ্বে উঠে
👉 বর্ণ-ভাষা ভুলে গিয়ে
👉 কেবল “লা ইলাহা ইল্লাল্লাহ” এর ভিত্তিতে এক হওয়ার সময়।

আমরা ১৯০ কোটি—
কিন্তু বিভক্ত হলে আমরা ১৯০ টুকরা।
এখন যদি এক না হই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

🕯️ পতন শুরু হয়ে গেছে—এখন শুধু সময়ের অপেক্ষা।
আর সেই অপেক্ষার মাঝেই গড়ে উঠুক মুসলিম ঐক্য, প্রতিরোধ, আর তাওহিদের আলো।
#মুসলিম_ঐক্য #চীন_সতর্ক
Raj Ahmed vlog

একজন মা।সর্বদাই একজন মা।ভারতে একজন ব্যক্তি একটি গরু কিনলেন। রাতে তিনি কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেতেন। টানা চার রাত এমন ঘটনা...
13/06/2025

একজন মা।
সর্বদাই একজন মা।
ভারতে একজন ব্যক্তি একটি গরু কিনলেন। রাতে তিনি কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেতেন। টানা চার রাত এমন ঘটনা ঘটলো, এবং নিজের পশুদের নিয়ে চিন্তিত হয়ে তিনি একটি ক্লোজড সার্কিট টেলিভিশন (CCTV) লাগালেন।
তিনি অবাক হয়ে দেখলেন যে, প্রতি রাতে একটি চিতাবাঘ এসে গরুর পাশে বসে থাকে। তিনি খুব কাছ থেকে দেখলেন যে চিতাবাঘটিকে মোটেও আক্রমণাত্মক মনে হচ্ছিল না।
যখন গরুর পূর্ববর্তী মালিককে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি জানালেন যে, চিতাবাঘের বাচ্চাটির বয়স যখন মাত্র ২০ দিন ছিল, তখন তার মা মারা যায়।
গরুটি তাকে দুধ খাইয়ে বাঁচিয়েছিল। বাচ্চা চিতাবাঘটিকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।
যাইহোক, প্রাপ্তবয়স্ক চিতাবাঘটি প্রতি রাতে আসে এবং এখনও গরুটি, যাকে সে তার মা মনে করে, তার সাথে সময় কাটায়। মায়ের ভালোবাসা কোনো সীমানা মানে না, এমনকি প্রজাতির ক্ষেত্রেও নয়। ❤️

"বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊রাতে তিন জন যখন এক...
26/05/2025

"বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊
রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো-- তোর সাথে এই মেয়েটি কে রে ? 🤔

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ বলল- ঠিক আছে..! 😇

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল..!
এক সপ্তাহ পর...!😊

মেয়েটি ছেলেটিকে বলল --শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল-- শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না | কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব..!🙄

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো--আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি ... মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।

ইতি,
আপনার ছেলে..! 😊

এক ঘন্টা পরই বাবার জবাব এলো-- আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ..!😂😢🙄...🤐

#বাপ

শুনেছি,, আপা ভয়ংকর রূপে ফিরে আসবে।      তাই বলে এত ভয়ংকর রূপে ?এটা ভাবা জায়। এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না👽😍আপা গো,  আ...
14/04/2025

শুনেছি,, আপা ভয়ংকর রূপে ফিরে আসবে।
তাই বলে এত ভয়ংকর রূপে ?
এটা ভাবা জায়।
এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না👽
😍আপা গো, আপনারে তারা এমন করে মোটেও ঠিক করেনাই। আপনি আমায় দয়া করে একটা ফোন করেন।
বাকিটা আমি দেখতাছি। 😜

আজকের সেরা পিক,। মাচ ফর ঢাকা।
12/04/2025

আজকের সেরা পিক,। মাচ ফর ঢাকা।

12/04/2025

মাচ ফর গাজা ,,ইতিহাসের সেরা কোটি কোটি মানুষ এর ডল

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রাএকদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বলল...
10/04/2025

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা
একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো?”
একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না।
সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।
চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।
এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি।
প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।
আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে।
আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।
জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি।
কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা।
তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।
তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি।
দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে। মেইল-টেক্সট-হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি।
তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!
তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা।
তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো।
ধীরে ধীরে, সময় নিয়ে—দেশটা এগোবে। আমরাও এগোবো।
এই এক মাসে বুঝেছি—দেশে কাজ করা মানে শুধু চেয়ারে বসে থাকা নয়, না ঘুমিয়ে, না খেয়ে একের পর এক মিটিং করা।
নতুন আইডিয়া খুঁজে বের করা, নীতিমালায় পরিবর্তন আনা, আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা।
সবার চোখে এটা “চাকরি” হলেও, আমার কাছে এটা একধরনের “মিশন”।
Raj Ahmed vlog

সংগৃহীত

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Ahmed vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raj Ahmed vlog:

Share